![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে হারিয়ে ফেলেছি আজ বছর-তিন
ভোরের কুয়াশা গুনে রাখে দিনের হিসাব
আমি ভাবলেশহীন
অনর্থক অভিমানে যতো চিঠি লিখেছিলাম-সব
থেকে তোমার ডাকঘর মুছে দিয়েছি।
আমাদের পরিচিত ডাকবাক্সে জং ধরে গেছে।
আমি জানি-
পৌষের রাত জানে-
জানে গোধূলির সূর্যস্নান-
তুমি আর আমি-
এক কবিতায় অথবা একই ব্র্যাকেটে থাকার মতো
এতো কাছাকাছি আসার সম্ভাবনা শূন্য থেকে খুব বেশি দূরে নয়!
তোমাকে আর আমাকে নিয়ে পৃথিবীর একটা বিষন্ন গল্প থাকুক!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পরে এখন আমার একটা কবিতা লিখতে ইচ্ছা করছে।