![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়টাকে একটু দেখে রেখো-
অনাদর,অবহেলা,অপ্রেমে ভুগেছে এক অদ্ভূত তুমিহীন অসুখে এতোটাদিন-
গর্বিত প্রজাপতি হৃদয় ইদুরের সাথে থেকে থেকে ক্লান্ত
তোমাকে ভালোবাসা ছাড়া এর আর কোনো মহত্ত্ব নেই
তুমি একে ফিরিয়ে দিলে সব জুয়াড়িই সন্ন্যাসী হবে,
মাথার বাম পাশে লিখে দেয়া হবে পোড় খাওয়া প্রেমিকের নাম।
তার চেয়ে বরং ইতিহাস হও,
স্নিগ্ধ স্নেহে আগলে রাখো পরাজিত প্রেমিক-নায়ক।
তুমি তুলে ধরো মিছিলে, স্লোগানে হৃদয়ের জমানো ক্ষোভ,
তোমাকে না পাওয়ার অসন্তোষে বিপ্লব হোক রাস্তায়, উদ্যানে,
রাশভারী সংসদে প্রস্তাব আসুক-
পেয়াজ আর রসুনের সাথে তুমিও আমার মৌলিক অধিকার।
ওরা তোমাকে লিখে দিক আমার নামে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: আরেকবার পড়তে এলাম।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
প্রথম পেইজে পরপর দুইটা পোস্ট করা নিয়ম বহির্ভূত। পরবর্তীতে খেয়াল রাখবেন আশা করি
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।