![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমাকে ছুবো বলে-
ফেলে এসেছি বোতল ভর্তি রঙ্গিন আগুন।
স্বাক্ষী থাক গোধূলীর স্নান-
আমি তোমাকে দেখার পর অন্ধ হয়ে যাবো-
তোমার চোখ আমার শেষ আলো হোক!
তোমাকে ছুয়েই প্রতিজ্ঞা করবো-
আমার অস্তিত্বের তীর্থ হবে তোমার নবীণ আবীর।
তোমাকে পাওয়ার সাধনা করেই
আমি পোড়াবো অনাদর-অন্যায়-অসুখ-
আমার দেবত্ব আর কেউ জানবে না।
আমি দেবতার মতো প্রেমিক!
আমি প্রেমিকের মতোই অন্ধ!
©somewhere in net ltd.