নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মুক্ত ও স্বাধীন নই

ঝিগাতলা

আমার পরিচয় আমি মানুষ

ঝিগাতলা › বিস্তারিত পোস্টঃ

উত্তর কে দিবে?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪


ছবি: গুগল থেকে........

(১) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন এবং সর্ব সম্মতিক্রমে দলের ১ম সভাপতি নির্বাচিত হন। কি এমন ঘটলো যে তিনি দল ত্যাগ করলেন? কাগমারী সম্মেলনে ভাসানী পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী হোসান শহীদ সোহ্‌রাওয়ার্দী সেই দাবি প্রত্যাখান করার কারনেই কি দল থেকে বের হয়ে যান? নাকি অন্য কোন কারন ছিল?

(২) মাওলানা ভাসানীর নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে 'ন্যাশনাল আওয়ামী পার্টি' (ন্যাপ) গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এর পর থেকে সবসময় বাম ধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। তারপরও কেন তাকে মাওলানা বলা হয়?

(৩) মাওলানা ভাসানী কেন ১৯৬৬-তে শেখ মুজিবুর রহমানের উপস্থাপিত ছয় দফা কর্মসূচীর বিরোধিতা করেন কেন?

(৪) মওলানা ভাসানী ১৯৭২ সালের ২২ জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাংলাদেশ-ভারত মৈত্রীচুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং ১৯৭২-এর সংবিধানের এর প্রতি সমর্থন প্রকাশ করেন। ভারত সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করার পরও কেন তিঁনি বাংলাদেশ-ভারত মৈত্রীচুক্তির বিরোধিতা করেন?

(৫) ১৯৭২-এর ২৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক হক-কথা প্রকাশ করেন। হক কথা প্রকাশের পর তৎকালিন সরকার কেন তা নিষিদ্ধ করেন?

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

আবু তালেব শেখ বলেছেন: আমিও জানতে চাই

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

ঝিগাতলা বলেছেন: তাহলে উত্তর দিবে কে?

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


উত্তর আমি দেবো।

১) দল গঠন করা হয়েছিলো বাংগালী জাতীয়তাবাদকে সুসংগঠিত করতে; কিন্তু ওখানে ব্যবসায়ীরা ক্রমেই শক্তিশালী হয়ে উঠে ও আমেরিকান সাপোর্ট বাড়তে থাকে দলে; সেজন্য মওলানা পেরে উঠতে ছিলেন না; অতপর, দল ত্যাগ

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

ঝিগাতলা বলেছেন: আপনাকে স্বাগতম.....। প্রথম উত্তরটা এখনো যুতসই লাগছে না।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


২) ভাসানী সাহেবের সামন্য পড়ালেখা যা ছিল, উহা মাদ্রাসা ভিত্তিক, এজন্য উনাকে মওলানা উপাধি দিয়েছিলেন সাধরণ মানুষ; উনি প্রাকৃতিকভাবে বামপন্হী ছিলেন, মানুষ উনাকে জনসাধারণের কাছাকাছি মানুষ হিসেবে জানতেন; উনি মওলানা হিসেবে সন্মানিত ছিলেন।

৩) ৬ দফার মাঝে ভুল ছিলো: পশ্চিম ও পুর্ব পাকিস্তানের আলাদা মুদ্রা ব্যবস্হা; সেজন্য তিনি উহাকে সমর্থ করেননি।
৪) ভারতে মুক্তিযুদ্ধে সাহায্য করলেও, পরে বাংলাদেশকে সাহায্য করবে কিনা, উহাতে মাওলানার সন্দঝ ছিলো।
৫) হক কথায় উনি লিখতেন না; কাহারা কি লিখছে, উনার কন্ট্রোল ছিলো না।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

ঝিগাতলা বলেছেন:



এক নাম্বার উত্তর যা দিয়েছেন আমি ততটুকু জানি। তার বাইরে বি কিছু জানা আছে আপনার?

দুই নাম্বার উত্তর গ্রহনযোগ্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তিনি কি শুধুই নাসির উদ্দীন বোগদাদীর কাছ থেকে শিক্ষা নিয়েছেন নাকি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল?

ছয় দফাতে যদি ভুলই থাকবে তবে কেন ইহাকে 'বাঙালির মুক্তির সনদ' বলা হয়?

শুধু কি সন্দেহের বসেই তিনি বিরোধিতা করেছেন? ভাসানী সাহেব কিন্তু দীর্ঘদিন ভারতে অবস্থান করেছেন। তাদের সাথে মিশেছেন। আপনার ইই উত্তরটা একেবারেই মনগড়া মনে হলো। ছোট যে কোন বাচ্চাও এমন উত্তর দিবে।

হক কথায় উনি নিজে না লিখলেও তিনি তা পড়তেন। কোন মিথ্যা ভিত্তিহীন কথা ছাপানো হলে অবশ্যই বিরোধিতা করতেন। আপনার এই উত্তরটা কেউ গ্রহন করবে বলে মনে হয়না

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ভাসানীর মতো নেতা একজনও নেই আমাদের দেশে। কোনো দিন কেউ ভাসানীর থেকে শিক্ষাও নিলো না। আফসোস।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

ঝিগাতলা বলেছেন: অনেকেই মনে করে উনি ভুল পথে ছিল। এইটা কি আমাদের দূর্ভাগ্য?

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


এবার আপনার উত্তরগুলো দেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

ঝিগাতলা বলেছেন: আমি জানলে আবার জিজ্ঞাস করি নাকি? পড়াশুনা করছি এ নিয়ে । বিস্তারিত জানার পর আবার পোস্ট দিব।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি মওলানার সভা-সমিতিতে উপস্হিত ছিলেন কিনা? উনাকে সামনাসামনি দেখেছিলেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

ঝিগাতলা বলেছেন: আমি যা জানি তা দিয়ে নিজেই পরিতৃপ্ত নই। জোরালো উত্তর চাই । প্রমান সহ

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: কিছু বলব না,কেবল পড়েই যাব।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

ঝিগাতলা বলেছেন: ঠিক আছে

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " আমি যা জানি তা দিয়ে নিজেই পরিতৃপ্ত নই "

-বুঝেছি, ম্যাঁওপ্যাঁও

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১

ঝিগাতলা বলেছেন: সবার বুঝ সমান নয়

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারের মতো আচরণ করেন, ইহা টং'এর চা দোকান নয়

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

ঝিগাতলা বলেছেন: নিজের মতের সাথে না মিললেই রাগ করতে হয় নাকি??

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: Click This Link

এখানে মওলানার কিছুটা ভণ্ডামি টের পাবেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

ঝিগাতলা বলেছেন: আমি তার ঘটনা গুলোকে ভন্ডামী বলতে নারাজ। তিনি আসলে পরবর্তী সময়ে মানষিক ভাবে কন্ভার্ট হয়ে গেছিলেন। জামাত পন্থিদের সাথে হাত মিলিয়েছিলেন। এমনটা করা তার উচিত হয়নি। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান এখন জামাতের হাতে।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাসানী সব সময় মুজিবকে সমর্থন করে যাচ্ছিলেন
৭১ এর মার্চ ১ তারিখে ঘোষণা দিয়েছেন সবাইকে মুজিবের নির্দেশ মেনে চলতে। ৭৫ এ মুজিবের আহবানে বাকশালে যোগ দেন। এরুপ জাতীয় সরকার ৭১এই দরকার ছিল।

কিন্তু ৭৫ এ মুজিব হত্যার পর তার দলের লোকজন বিক্রি হয়ে যায়।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১১

ঝিগাতলা বলেছেন: ভাসানী সব সময় মুজিবকে সমর্থন করে যায় কথাটি সঠিক নয়। ভাসানী সাহেব ৬ দফা বিরোধিতা করে। ৭০ এর নির্বাচনে নেতিবাচক ভূমিকা রাখে। বাংলাদেশকে ভিয়েতনাম বানানোর ঘোষণা দেয়।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

অগ্নি সারথি বলেছেন: চাঁদগাজির সাথে সহমত তবে এখানে আমি চাঁদগাজির সাথে আপাতত মাওলানা ভাসানীকে উদ্দেশ্য করে হাজী মোঃ দানেশের একটা চিঠি যুক্ত করতে চাই!
লেখকের জানাজানির লেভেল ম্যাওপ্যাও হলে প্লিজ আমার মন্তব্যকে ইগনোর করবেন।

‘আমি এই আশা নিয়ে ন্যাপে যোগদান করেছিলাম যে, আপনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজব্যবস্থা কায়েম হবে। গত ১০ বছরে আমি তার বিপরীত দেখতে পাচ্ছি। আমার মতে, আমাদের ব্যর্থতার কারণ হচ্ছে, দলের অভ্যন্তরে অপনার একনায়কত্ববাদী নীতি।’ চিঠিতে আরো বলা হয়, ইসলামী সমাজতন্ত্রকে ন্যাপের লক্ষ‌্য ঘোষনার পূর্বে দলের কাউন্সিল হয় ডাকা হয় নি। লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ মর্যাদা দাবি করার পূর্বে কারো সাথে আলাপ করা হয়নি। এতে আরো বলা হয়, জাতীয় কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও আপনি একক সিদ্ধান্তে নির্বাচন বর্জনের স্লোগান শুরু করেন। আপনি বিশ্বাস করতেন যে ইস্কান্দার মির্জা ও আইয়ুব খান দেশে সমাজতন্ত্র কায়েম করবে। আইয়ুবের বিরুদ্ধে বামপন্থী শক্তিগুলোকে সংগঠিত করার ব্যাপারে আপনার অনীহা এটাই প্রমাণ করে যে, শোষকশ্রেণীর প্রতিনিধিত্বকারী শাসকগোষ্ঠীর সঙ্গে আপনার যোগ ছিল। অামি এটা বিশ্বাস করতে পারি না যে, আপনার ও ন্যাপের এ ধরনের নীতির মাধ্যমে লাখ লাখ শোষিত মানুষের মুক্তি আসবে।’
রেফারেন্সঃ ভাসানীর কাছে হাজী দানেশের চিঠি, দৈনিক পাকিস্তান, ৮ জানুয়ারি ১৯৭১।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

ঝিগাতলা বলেছেন: এই তথ্যটি আমার জানা ছিলো না। এমন অনেক তথ্যই আছে যা আড়াল করা হচ্ছে তরুণ প্রজন্মের কাছ থেকে। সত্যকে আড়াল করা মহা অন্যায়। মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে "ভাসানী স্টাডিজ" নামে একটা কোর্স চালু করা হয়েছে। যাতে পাঠদান করেন তৎকালীন সময়ে ভাসানী সাহেব প্রতিষ্ঠিত সাপ্তাহিক হক কথার সম্পাদক সৈয়দ এরফানুল বারী। যিনি শেখ মুজিবুর রহমানের শাসন আমলেই বিতর্কিত ছিলেন। ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন মানুষদেরকে। সেই হক কথা যা ঔ সময়েই নিষিদ্ধ ছিলো তা এই সময়ে এসে একটা প্রকাশনা সংস্থা প্রকাশ করেছে। সেই সংকলন কেন নিষিদ্ধ হবে না? একজন মানুষ যে শেখমুজিবের এত কাছের একজন লোক ছিলো সেই একই ভাসানী স্বাধীনতার পর এভাবে বদলে যাবে কেন তা আমার মত অনেকেরই প্রশ্ন। এই কারনেই হয়তো আওযামী মুসলীম লীগের প্রতিষ্ঠাতা হয়েও তাকে খুব একটা স্মরণ করে না খোদ আওয়ামীলীগ। যে নেতা এত এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি কেন বাংলাদেশকে ভিয়েতনাম বানাতে চাইলেন আমার বুঝে আসে না। তরুন প্রজন্মের কাছ থেকে সত্যকে লুকানো হলে তারা ভুল তথ্য পাবে । বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারা অপরাধী বানাবে নিজের অজান্তেই। আপনার মতো এমন তথ্যই আমি খুঁজতেছিলাম।

সৈয়দ এরফানুল বারী সাহের বই পড়লে আরো জানতে পারবেন। সেখানে অনেক তথ্যই কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।

কিন্তু আমার অবাক লাগে চাঁদগাজী সাহেবের মতো এমন অভিজ্ঞ ব্লগারের কথা শুনে। তিনি তীর্যক মন্তব্য যেমন করতে পারেন তেমনি মানুষকে অবজ্ঞা করার বেলাও পটু। তার কাছ থেকে এম বক্তব্য আশা করেছিলাম না।

তার মতো লোকের কাছ থেকে আমরা যদি সত্যটা জানতে না পারি তখন হতাশ হওয়া ছাড়া আর কিবা করার থাকে?

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: আপনি তো কঠিন বিপদে ফেলে দিলেন? আপনার এই প্রশ্ন গুলির উত্তর দিতে গেলে ইতিহাস ভালো করে ঘাটতে হবে......
আগে পড়ে আসি। সময় পেলে আবার ফিরে আসব।
শুভ কামনা রইল!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

ঝিগাতলা বলেছেন: উত্তর পেলে বলবেন। আপনার অপেক্ষায় রইলাম............. আপনার জন্য শুভ কামনা

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০১

প্রামানিক বলেছেন: এসব প্রশ্ন আসলেই প্রশ্ন হিসাবে আছে।

০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

ঝিগাতলা বলেছেন: উত্তর পেয়েছেন কি প্রামানিক ভাইয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.