নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মুক্ত ও স্বাধীন নই

ঝিগাতলা

আমার পরিচয় আমি মানুষ

ঝিগাতলা › বিস্তারিত পোস্টঃ

সুষ্ঠু জীবন ব্যবস্থার জন্য প্রয়োজন একটি মাত্র জীবনবিধান

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০



দুনিয়াতে মানুষের সুষ্ঠু জীবন যাপনের জন্য একটি জীবন ব্যবস্থা অপরিহার্য, এটা প্রমাণ করতে বিশেষ কোনো যুক্তি-প্রমাণ উপস্থাপিত করার প্রয়োজন হয় না। মানুষ নদী নয়, তাই নদীর ন্যায় তার পথ মাটির চড়াই-উৎরাইয়ের ভিতর দিয়ে আপনা আপনিই সুনির্দিষ্ট হয়ে যেতে পারে না। মানুষ বৃক্ষ নয় বৃক্ষের মত তার পথ প্রাকৃতিক নিয়মের অধীন নির্ধারিত হতে পারে না। মানুষ নিছক পশুও নয়, পশুর জন্য কেবল জন্মগত প্রকৃতির পথনির্দেশই যথেষ্ট মানুষের জন্য নয়। মানুষ যদিও তার জীবনের একটি বিরাট অংশে স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মের অধীন তবুও সে তার জীবনের অন্যান্য অসংখ্য বিভাগে পশুর ন্যায় কোনো বাধাধরা নিয়মে এক কদমও চলতে পারে না। বস্তুত এ বিভাগসমূহে তার সম্মুখে অসংখ্য পথের দুয়ার উন্মুক্ত হয়ে থাকে, তাকে তা হতে একটি পথ নির্বাচন করে গ্রহণ করতে হয়। বিশ্বপ্রকৃতি মানুষের চিন্তাশীল মস্তিস্কের সম্মুখে চিন্তা ও গবেষণা করার জন্য অসংখ্য জটিল বিষয় উপস্থাপন করে, কিন্তু সেগুলোর কোনো স্পষ্ট সমাধান পেশ করে না। সে বিষয়গুলো সম্পর্কে গভীরভাবে চিন্তা করে সুষ্ঠু মীমাংসা করে নেয়ার জন্য মানুষের জন্য একটি সুস্পষ্ট চিন্তা-পদ্ধতির প্রয়োজন। প্রকৃতির সাধারণ নিয়মে ইন্দ্রিয়নিচয়ের সাহায্যে অসংখ্য তথ্য ও তত্ত্ব-জ্ঞান মানুষের সম্মুখে মস্তিস্কে জড়িভূত হয়; কিন্তু সেগুলো একবারে বিক্ষিপ্ত ও বিশিষ্ট হয়ে থাকে প্রকৃতি সেগুলোকে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ করে দেয় না। তাই সে জ্ঞানরাশিকে সুসংবদ্ধ করার উদ্দেশ্যে মানুষের জ্ঞানের একটি নির্দিষ্ট পথ আবশ্যক। ব্যক্তিগত জীবনে মানুষের স্বভাব তার নিকট অসংখ্য ও বিভিন্ন দাবি পেশ করে, কিন্তু সেই দাবিগুলো পূর্ণ করার কোনো সুনির্দিষ্ট পথ সে পায় না। এ কারণে মানুষের ব্যক্তিগত আচার-আচরণের জন্য একটি মূলনীতি নির্দিষ্ট হওয়া প্রয়োজন। তার পারিবারিক জীবনের জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য, অর্থনৈতিক কাজ-কর্মের জন্য, দেশ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিধানের জন্য, আন্তর্জাতিক সম্পর্ক সম্বন্ধস্থাপনের জন্য এবং জীবনের অন্যান্য অসংখ্য বিভাগের জন্যও একটি সুনির্দিষ্ট পথ অপরিহার্য। যে পথে মানুষ কেবল ব্যক্তিগতভাবেই নয় একটি দল, একটি জাতি, একটি গোষ্ঠী হিসাবেও চলতে পারবে। স্বভাবগত নিয়ম অনুসারে মানব জীবনের বহু উদ্দেশ্য আছে, কিন্তু স্বভাব নিয়ম সেই উদ্দেশ্যগুলো সুস্পষ্টরূপে তার সম্মুখে পেশ করে না এবং সে উদ্দেশ্য লাভ করার জন্য স্বভাব-নিয়ম কোনো পথও নির্দিষ্ট করে দেয় না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ কি শুধু মাত্র আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কষ্ট করার জন্য?

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

ঝিগাতলা বলেছেন: আল্লাহ তার প্রিয় বান্দাদের কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন। দুনিয়া মুমিনের জেলখানা তুল্য।

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

আরোগ্য বলেছেন: আরও বিস্তারিত লিখলে ভালো হতো।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

ঝিগাতলা বলেছেন: দোয়া করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো। মন্তব্যের জন্য ধন্যবাদ আরোগ্য!

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:


নাগরিকের সুস্ঠু জীবন বিধানের রূপরেখা হচ্ছে, দেশের সংবিধান; এর বাহিরে কিছু থাকা উচিত নয়।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

ঝিগাতলা বলেছেন: কুরআন আমাদের সংবিধান হওয়া উচিত।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

অস্বাধীন নাগরিক বলেছেন: সুন্দর একটা বিসয় ভাল লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

ঝিগাতলা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । শুভ রাত্রি

৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

লোনার বলেছেন: وَما خَلَقتُ الجِنَّ وَالإِنسَ إِلّا لِيَعبُدونِ
And I (Allah) created not the jinns and humans except they should worship Me (Alone).
(Qur'an, 51:56)

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

ঝিগাতলা বলেছেন: কিন্তু সমস্যা হলো আমরা ঈবাদতের সংজ্ঞা বুঝিনা। মনে করি শুধু নামায রোযা ঈবাদত। আল্লাহ আমাদের সঠিক বুঝ দিন

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

ঝিগাতলা বলেছেন: ওয়ালাইকুমুসসালাম, ভাই কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.