![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরিয়ম। ২ বছর বয়সি কিউট, হাসিখুশি একটা মেয়ে। হাসিতে যেন তার মুক্তা ঝরে! আমাদের পাশের ফ্লাটের আন্টির মেয়ে। কিন্তু দিনের বেশির ভাগ সময়েই সে আমাদের বাসায় থাকে। দৌড়ে এসে আমার গা বেয়ে চেয়ারে ওঠে। তারপর চেয়ার থেকে টেবিলে। তারপর আম্মু যখন আমার রুম থেকে ওকে নিতে আসে, গলা জড়িয়ে ধরে থাকে আমাকে। এটা তার রোজকার ঘটনা।
-
প্রতিদিন ই সে নতুন নতুন শব্দ উচ্চারণ করা শেখে। কিছু কিছু শব্দ একটু বেশি ই বিকৃত হয়ে যায়। নিজের নামকে সে উচ্চারণ করে মলুম। মলুম বলে ডাক দিলেই জিহ্বা বের করে অদ্ভুতভাবে মলুম মলুম মলুম বলতেই থাকে। অসম্ভব সুন্দর লাগে কথা গুলো। মনে হয় কোন রাজকন্যা।
-
আজকে যখন আমাদের বাসায় আসলো, দেখি মুখে কি জেনো নিয়ে চিবাচ্ছে। কয়েকদিন হলো তার সবগুলো দাত উঠেছে।
~কি চিবাইতেছিস তুই?
~চিয়াবুম!
আমিতো অবাক! চিয়াবুম আবার কী?
~হা করতো দেখি।
হা করার পর দেখি যে সে চুইংগাম খাচ্ছে! এইবার বুজলাম জিনিসটা আসলে চুইংগাম। চুইংগামকে সে বলতেছে চিয়াবুম!
----
[জীবনে অনেক বড় হোক সে। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তার জন্য!]
২| ০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০১
জগতারন বলেছেন:
মরিয়ম।
২ বছর বয়সি কিউট,
হাসিখুশি একটা মেয়ে।
হাসিতে মলুমেরযেন তার মুক্তা ঝরে!
তার প্রতি ভাল বাসা জানাই।
৩| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ তাকে সুস্থ রাখুক।
৪| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৬
পলাতক আগন্তুক বলেছেন: জি রাজিব ভাই। মাঝে মাঝে তো জীবনটাকে রাখতেই ইচ্ছা করে না। এই বাচ্চাটাই বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়!
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১৭
রাজীব নুর বলেছেন: হে হেহে--
এই সব শিশুদের জন্যই অনেকদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।