নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই !

িজলশািন্ত

নিজের সম্পর্কে কিছু বলে ফেলা কিছুটা অসম্ভব ই !

িজলশািন্ত › বিস্তারিত পোস্টঃ

নায়লা নাঈমের কিছু আলোচিত ছবি.

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

শুরুটা যেভাবে

ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে আগ্রহী ছিলেন নায়লা৷ ডেন্টাল কলেজে পড়ার সময় নিজের মেধা ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে ভালো কিছু করার ইচ্ছা প্রবল হয়৷ শুরুটা এভাবেই৷ বর্তমান সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম সম্পর্কে আরো জানতে দেখুন পরের ছবিগুলো৷





পরিপূর্ণ স্বাভাবিক মানুষ’

নায়লা নাঈম মনে করেন, সৃষ্টিকর্তা তাঁকে একজন পরিপূর্ণ স্বাভাবিক মানুষ হিসাবে তৈরি করেছেন৷ এটা তাঁর কাছে বিশাল ব্যাপার৷ নায়লার কথায়, ‘‘নিজেকে স্বাভাবিক ও সুন্দর একজন মানুষ হিসাবে দেখতে পারাটা আমাকে মুগ্ধ করে৷’’





আত্মবিশ্বাসী নায়লা

বাংলাদেশের মডেল কন্যাদের সচরাচর যেসব পোশাকে দেখা যায় সেসব থেকে কিছুটা ব্যতিক্রম নায়লা নাঈম৷ অনায়াসেই বিকিনি পরে ছবির জন্য পোজ দিচ্ছেন তিনি৷ তাঁর মধ্যে কোন ধরনের জড়তাও নেই৷





আলোচনা-সমালোচনা

স্বল্পবসনে তোলা নায়লা নাঈমের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনার জন্ম দিয়েছে৷ তিনি অবশ্য সমালোচনায় পিছিয়ে যাবার পাত্র নন৷ ডয়চে ভেলেকে নায়লা বলেন, ‘‘অনেকে হয়তো ব্যাপারটিকে সহজভাবে নিতে পারেননি এবং সমালোচনা করেছেন৷ কিন্তু অনেকেই কিন্তু এই একই কাজগুলোর অনেক প্রশংসাও করেছেন৷’’





গঠনমূলক সমালোচনা প্রত্যাশা

নায়লা নাঈম তাঁর অনুসারীদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন৷ তিনি বলেন, ‘‘সমালোচনার মাঝে সৃজনশীল কিছু পেলে সেটাকে গ্রহণ করতে বা সেখান থেকে কিছু শেখার থাকলে সেটাকে ইতিবাচকভাবে নিতে আপত্তি নেই আমার৷’





ধমীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল'

বলাবাহুল্য বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ৷ নায়লা অবশ্য তাঁর কাজের ক্ষেত্রে ধর্মকে কোন বাধা মনে করেন না৷ বরং তাঁর কথায়, ‘‘আমাদের নিজেদের একটা স্বকীয় সংস্কৃতি আছে৷ দেশীয় সংস্কৃতির কথা এবং ধমীয় মূল্যবোধের কথা মাথায় রেখে যতটুকু অগ্রগতি সম্ভব ঠিক ততখানি এগিয়ে যাওয়া আমি সমর্থন করি৷’’





বিবসনা হবেন না নায়লা

বিকিনি কিংবা পশ্চিমা আদলে তৈরি স্বল্প পোশাকে সাবলীল হলেও কখনো মডেলিং বা অভিনয়ের প্রয়োজনে নগ্ন বা বিবসনা হবেন না নায়লা৷ নিজের এই অবস্থানের কথা পরিষ্কার জানিয়েছেন তিনি৷ নায়লা বলেন, ‘‘আমাকে কখনোই এইরকম কোন দৃশ্যে দেখা যাবার সম্ভাবনা নেই যেটা আমাদের সংস্কৃতির সাথে পুরোপুরি বেমানন৷’’





ব্যস্ত সময়

নায়লা নাঈম এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন৷ মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে মনোযোগ দিচ্ছেন তিনি৷ রানআউট, আদি, ওয়ান মিলিয়ন ডলারসহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি৷ শীঘ্রই সংগীত শিল্পী প্রীতম আহমেদ এর সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাঁকে৷





অভিনয়ই মূল লক্ষ্য

মডেলিং এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বাংলা চলচ্চিত্রে স্থায়ী ঠিকানা তৈরি করাই নায়লার বর্তমান লক্ষ্য৷ ভবিষ্যতে দর্শকদের গতানুগতিক ধারার বাইরে ব্যতিক্রমধর্মী কিছু উপহার দিতে চান তিনি৷ পশুপ্রেমিক নায়লা ভবিষ্যতে পশুপাখির জন্য একটি চিকিৎসা কেন্দ্র ও অভয়ারণ্য গড়তে আগ্রহী৷





ফেসবুকে নায়লা

মডেল, অভিনেত্রী নায়লা নাঈমকে পাওয়া যাবে ফেসবুকেও৷ তাঁর আনুষ্ঠানিক পাতার ঠিকানা: http://www.facebook.com/artist.nailanayem৷ বর্তমানে (১২.০৫.২০১৪) এই পাতায় অনুসারীর সংখ্যা ষাট হাজারের মতো৷



মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব গুরুত্বপূর্ণ পোস্ট।
ব্লগের সকল পাঠক এই পোস্টের জন্য উদগ্রীব হইয়া ছিলো।
এতোদিন এই পোস্ট না দিয়ে কই ছিলেন?

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:০০

িজলশািন্ত বলেছেন: আশেপাশে ছিলাম

২| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮

স্বরব্যঞ্জ বলেছেন: :p

৩| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭

ব্লগার ভাই বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব গুরুত্বপূর্ণ পোস্ট।
ব্লগের সকল পাঠক এই পোস্টের জন্য উদগ্রীব হইয়া ছিলো।
এতোদিন এই পোস্ট না দিয়ে কই ছিলেন?

:#> :#> :#> :#>

৪| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

অবাধ্য সৈনিক বলেছেন: খুব চমৎকার একজনকে নিয়ে ব্লগ লিখেছেন ! প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই ! আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্বের একজন এই নায়লা নাঈম। আসলে আমাদের সবারই কত কিছুই না শেখার আছে এই মহান ব্যক্তিত্বের কাছ থেকে । তিনি কিভাবে নিজের জীবন টা অতিবাহিত করেছেন কিভাবে জীবনে প্রতিটা সময় ব্যয় করেছেন মানব সভ্যতার উন্নতির জন্য ! নিরলস পরিশ্রম করে গেছেন ! এমন একটা দিনে এমন মহান ব্যক্তিটিকে জানাই বিনম্র শ্রদ্ধা ! |-)

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩

িজলশািন্ত বলেছেন: হুম

৫| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

ফারহুম বলেছেন: এই পোস্ট এখনো স্টিকি হয় নাই?? কেমনে কি?

৬| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

অক্টোপাসের চোখ বলেছেন: খালী শয়তানে কামড় দেয় !! না ?

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:০২

িজলশািন্ত বলেছেন: কারে ..? আপনারে

৭| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

অক্টোপাসের চোখ বলেছেন: রমজান মাসে এই ধরনের পোস্ট টা না করলেই কি নয় ।

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:০৩

িজলশািন্ত বলেছেন: পোষ্ট ভাল না লাগলে এড়িয়ে যান..?

৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:১২

ইসপাত কঠিন বলেছেন: চেহারা খারাপ হইলেই কাপড় খুলতে হবে?

৯| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৮

কানা দাজ্জাল বলেছেন: প্রভা আর চৈতির মত যুবতিরা নায়লা আফারে গতর প্রদর্শনে ছাড়ায়া গেল, এইটা মনে হয় উনার সইয্য হয় নাই। তাই রমজান মাসে পুরান কাসুন্দিতে ঘাটা মাইরা বেবাকেরে লাড়া মাইরা দিল। ভাই আপনার মনোবাঞ্ছা পুরন হইছে?

১০| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৪৮

হালি্ বলেছেন: রোজার দিনে আলুচিত পুস্ট দেইখা ওনেক খুশি হইলাম মিয়া ভাই /:)

১১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৩১

অপু তানভীর বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব গুরুত্বপূর্ণ পোস্ট।
ব্লগের সকল পাঠক এই পোস্টের জন্য উদগ্রীব হইয়া ছিলো।
এতোদিন এই পোস্ট না দিয়ে কই ছিলেন?

;);)

১২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫৩

নিমচাঁদ বলেছেন: ''পশুপ্রেমিক নায়লা ভবিষ্যতে পশুপাখির জন্য একটি চিকিৎসা কেন্দ্র ও অভয়ারণ্য গড়তে আগ্রহী৷''

----------------------

উনাকে কাইন্ডলি জিজ্ঞাসা করবেন , আমার মতোন দুই একজন অবহেলিত মানুষের জন্য উনার কোন অভয়ারণ্য গড়ার প্ল্যান আছে কিনা । /:)


আগুন পোষ্ট , ষ্টিকি হওয়া সময়ের দাবী ।
তবে ব্লগ মালিকান খুব দুষ্টূ , পোষ্টের লেখক কেও সুপার গ্লু দিয়া ব্যানের খাতায় ষ্টিকি করে দিতে পারে । :||

১৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:৫৯

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন হিট পোস্ট!!!

স্টিকি করা হউক

১৪| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:০৫

চড়ুই বলেছেন: নায়লা নাঈমকে নিয়ে এত সমালোচনা কেন করা হয়। ওর মতো তো আর অনেক মডেল আছে কিন্তু ওদের নিয়ে কোন কথা হয় না ।তবে ১ টা কথা স্বীকার করতে হবে নায়লা নাঈম কিন্তু আমাদের দেশ থেকে ইন্টারন্যাশনাল মডেল দের সাথে দাড়াতে পারবে অন্যান্যদের তুলনাই।

১৫| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:১২

তামিম ইবনে আমান বলেছেন: নায়লা নাইমের ফটু দেখে একটাই আপ্সুস হইতাসে, ক্যান যে ফড়ুশপ টা ভালো কইরা শিখলাম না।

১৬| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

মামুন রশিদ বলেছেন: নিমচাঁদ বলেছেন:

----------------------


আগুন পোষ্ট , ষ্টিকি হওয়া সময়ের দাবী ।
তবে ব্লগ মালিকান খুব দুষ্টূ , পোষ্টের লেখক কেও সুপার গ্লু দিয়া ব্যানের খাতায় ষ্টিকি করে দিতে পারে । :||

১৭| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫০

তওসীফ সাদাত বলেছেন:


চক্ষুজোড়া বন্ধ করিয়া পুস্টখানা স্টিকি করিবার আবেদন জানাই।

১৮| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: অস্কার পাওয়ার উপযোগী পুস্ট।পুস্টের পত্তেক লাইন পইড়া ১ গেলাস কইরা পানি খাইলাম,লাইনে লাইনে হট খাওনের দশা ;) এড মি ফিলিচ :)

১৯| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:১৫

সাসুম বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: অস্কার পাওয়ার উপযোগী পুস্ট।পুস্টের পত্তেক লাইন পইড়া ১ গেলাস কইরা পানি খাইলাম,লাইনে লাইনে হট খাওনের দশা ;) এড মি ফিলিচ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৮

ইসপাত কঠিন বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: অস্কার পাওয়ার উপযোগী পুস্ট।পুস্টের পত্তেক লাইন পইড়া ১ গেলাস কইরা পানি খাইলাম,লাইনে লাইনে হট খাওনের দশা ;) এড মি ফিলিচ :)

আমিও এ্যাড মি ফিলিচ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩২

হাতীর ডিম বলেছেন: সময় উপযোগী পোষ্ট। ছবি গুলো .gif ফরম্যাটে হলে ভাল লাগতো :#) :-B

২২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৩

হাতীর ডিম বলেছেন: সময় উপযোগী পোষ্ট। ছবি গুলো .gif ফরম্যাটে হলে ভাল লাগতো :#) :-B

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

এই পোস্ট ইতিহাস হওয়া উচিত।

০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

িজলশািন্ত বলেছেন: কিন্তু কেন

২৪| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৪৮

মাহবু১৫৪ বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব গুরুত্বপূর্ণ পোস্ট।
ব্লগের সকল পাঠক এই পোস্টের জন্য উদগ্রীব হইয়া ছিলো।
এতোদিন এই পোস্ট না দিয়ে কই ছিলেন?

:P :P

২৫| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:




সেহেরীর আগে তাড়াহুড়া করে দেইখা গেলাম ;) ইফতারের পরে ভালো করে দেখমু :P

২৬| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:৫৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমিও বুড়া ব্যাটা উদগ্রীব ছিলুম। কিন্তু এই মহিলার সৌন্দর্য কোনোখানেই নাই, যদিও সেই অংশগুলাই নারী সৌন্দর্য্যের প্রতিনিধি। এই মহিলা বড় জোর সি বা ডি গ্রেডের পার্শ নায়িকা হইতে পারে। আর মডেলিঙের আশায় কঙ্কর ছাড়া কিছুই জুটবেনাকো!

২৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:০৪

যে শহর চোরাবালি বলেছেন: লেখকের ধারাবাহিক পুশট সুমহ --- "সোনা খোঁজার কিছু চিত্র"
" চোখে পড়ার জন্যই যার জন্ম" B-)

২৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৫১

রাতুল_শাহ বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব গুরুত্বপূর্ণ পোস্ট।
ব্লগের সকল পাঠক এই পোস্টের জন্য উদগ্রীব হইয়া ছিলো।
এতোদিন এই পোস্ট না দিয়ে কই ছিলেন?

২৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫

টয়ম্যান বলেছেন: এইটাও আলোচিত পোস্ট, কিছু কইতে চাইনা :|| :||

৩০| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫

সোহানী বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতীব গুরুত্বপূর্ণ পোস্ট।
ব্লগের সকল পাঠক এই পোস্টের জন্য উদগ্রীব হইয়া ছিলো।
এতোদিন এই পোস্ট না দিয়ে কই ছিলেন?......................

কে ভাই ইনি... মহান নায়িকা কাম মডেল। চিনবার পারতাছি না কেন এই মহান নায়িকারে !!!! আসলেই আমি খেত !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.