নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসিবৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার শহরে তোমায় অভিনন্দন

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

একটুকরো তুলো বাতাসে ভাসতে ভাসতে
আমার শহরে এসে পরেছে
তার পিছুু ছুটতে ছুটতে
একটি মেয়ে এসেছে।

শিমুলের রঙ তার ঠোঁটে
বকুলের মালা তার চুলে
চাঁদের আলো মাখা গায়ের রঙ
পরনে হলদে পাখির পালক।

চোখ তার অন্ধকার
হারিয়ে যাই বারবার
মন তার চনচল
উজ্জ্বল দিনের মতো।

চিনতে এতটুকু দেরি হয়নি
যখনি দেখেছি তখনি ভেবেছি
তুমিই আমার রানী।
মুখে বলতে পারিনি সংসয়ে
যখন তুমি আসতে কাছে
ফুলের সুবাস, ছড়িয়ে বাতাসে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।আমার ভাষা সবসময় সহজ,সরল। আর সুন্দরটা হলো আপনার ভালোলাগা।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দন ।
যে উড়ে উড়ে এসেছে
যে যেনো উড়ে উড়ে চলে না যায়
ভালোবাসা আগলে থাকুক মায়া জালে ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ আকিব হাসান জাভেদ ভাই। ভালোবাসা আগলে থাকুক মায়া জালে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

নজসু বলেছেন:



মনের রাণি উড়ে এসে হৃদয়ে জাকিয়ে বসেছে।
আনন্দে ভাসুন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

মুক্তাদীর রহমান বলেছেন: মন আনন্দে ভাসুক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.