নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসিবৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান › বিস্তারিত পোস্টঃ

একটুখানি ভালোবাসা দিও

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

যদি দেখা হয় তোমার স্নিগ্ধ চোখের সাথে
তুমি প্রশ্ন করোনা আমার ক্লান্ত চোখকে
কত আঁধার পার করেছো জেগে জেগে।

আমি খুঁজেছি তোমাকে বইয়ের পাতায় পাতায়,
খুঁজেছি তোমাকে প্রতিটি শব্দ, অক্ষরে,
খুঁজেছি বিদিশায়,ওই নীল সীমান্ত পারে।
পাইনিকো খুঁজে কোথাও তোমারে!

নীল রঙ তোমার চোখ ভেবে
কতবার ডুবে গেছি সাগর অতলে।
পাইনিকো কিছু, তাই হেঁটেছি আবার
জীবনানন্দের বনলতার পিছু।
সেও দেয়নিকো ধরা,
বারবার হারিয়েছে বটবৃক্ষের নিচে,
পথের শেষে।

ক্লান্ত পথে পিপাসায় কাতর হয়ে
কত ছুটেছি দ্বারেদ্বারে
কেউ দেয়নিকো ভালোবাসা।
যদি দেখা হয় তোমার স্নিগ্ধ চোখের সাথে
তুৃমি প্রশ্ন করোনা আমার ক্লান্ত চোখকে
শুধু একটুখানি ভালোবাসা দিও।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩২

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.