নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসিবৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান › বিস্তারিত পোস্টঃ

যাদুকর হব

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮


আয়তনয়না রমনী উঁকি দিয়েছে মনের জানালায়
সেই থেকে এ জানালায় উদাসী হাওয়া বয়।
কবে যেন দেখেছিলাম তাকে তিস্তার বাকে
খোলা চুলে হাওয়া লাগিয়েছিল মনে
তারপর কত দিন, কত রাত কাটিয়েছি তিস্তার পারে।

আবার দেখা মিলে চাঁদনি রাতে
বেলকুনিতে দাড়িয়ে রাতের গন্ধ শুকতে
তারপর কত দিন,কত রাত পার করি বেলকুনির পাশে।

হঠাৎ একদিন গোধূলীর আলোতে বেলকুনিতে দেখা মিলে,
ত্নীক্ষ দৃষ্টিতে আমাকে দেখে মুচকি হাসি হাসে
এই হয়ে গেল হৃদয়লুন্ঠন, বুঝতে পারিনি
যখন বুঝেছি তখনি ভেবেছি যাদুকর হব।
মানুষ বশীকরণের যাদুকর!
বশ করব হৃদয়হরনকারীকে
ঘর বাঁধবো তিস্তা পারে,
যে ঘরে দুটো প্রাণ একটি শরীরে থাকবে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজিব হোসেন পানি বলেছেন: Valo laglo...

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

মুক্তাদীর রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে ভালোলাগাটা জানানো জন্য।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

ইসিয়াক বলেছেন: ভালো লিখেছেন

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: যাদু আমার খুব প্রিয় একটি বিষয়।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

মুক্তাদীর রহমান বলেছেন: যাদুটা হোক প্রেম, ভালোবাসার।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সাবলীল প্রকাশ। +

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

স্রাঞ্জি সে বলেছেন: কবিতাটা পড়ে ভাল লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০

মুক্তাদীর রহমান বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে ভালোলাগাটা জানানো জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.