নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসিবৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভেবে মরি!

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮


ছবিঃগুগোল থেকে

কে আছে ওই নিরালায় বসে?
এ দেখি রাজকুমারী
আমারে গোপনে ডাকে বুঝি!
কিভাবে যাব তার কাছে?
বেলা ফুরানোর আগে!

আমায় দিতে হবে নদী পাড়ি
আমি যে জানিনা সাঁতার
এখন কি করি, কি করি?

একটা নৌকা ছিল আমার দাদার
সে তো অনেক আগেই গেছে চুরি
বাবা সে নৌকার খোঁজে সারাটা জীবন দিল পারি।

ও পাড়ে রাজকুমারী
বসে বসে দেখি চেয়ে,
ভাবি বেলা ফুঁড়ানোর আগে কিভাবে যাব তার কাছে।
আমায় যে দিতে হবে নদী পাড়ি
কি করি, কি করি, এই ভেবে মরি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

তারেক ফাহিম বলেছেন: ভাবর্থ বুঝতে পারিনি :(

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

মুক্তাদীর রহমান বলেছেন: এই কবিতাটা নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি ছেলেকে নিয়ে লেখা। যার উচ্চবিত্ত পরিবারের মেয়ের সাথে প্রেম হয়। কিন্তু তাদের প্রণয় কেবল অর্থবিত্তের পার্থক্যে বাঁধা পরে আটকে আছে। এক সময় এই নিম্নমধ্যবিত্ত পরিবারটি অর্থ সম্পদে ভরপুর একটা ধনী পরিবার ছিল। কালেযাত্রায় এরা নিম্নমধ্যবিত্ত হয়ে যায়। ছেলেটির বাবা এই নিম্নমধ্যবিত্ত জিবন থেকে মুক্তির জন্য সারা জিবন অর্থ সম্পদের খোঁজে শেষ করে দিলেও তেমন কিছু করতে পারেনি। এদিকে প্রেমিকাকে পাওয়ার জন্য ছেলেটি মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আর্থ সম্পদের পার্থক্য তাদের মাঝে দেয়াল হয়ে আছে। সময় কারো জন্য অপেক্ষা করেনা। তাই ছেলেটি এই দেয়াল কিভাবে, কত তাড়াতাড়ি ভেঙ্গে দিতে পারবে সেটাই ভেবে মরছে।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন: ভালো প্রচেষ্টা।ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

মুক্তাদীর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

তারেক ফাহিম বলেছেন: সত্যি বলছি- আপনার প্রতিত্ত্যরের মত কবিতার ভাবর্থ ভাবতে পারিনি। আমি এমেনিতে কবিতা কম বুঝি। ব্লগে কবিতা পাঠ করলে মন্তব্য করতে চাইলে সর্বনিম্ন ২ বার পাঠ শেষে মন্তব্য করার চেষ্টা করি।



লিখতে গিয়ে বেশিরভাগ লেখকের শব্দ (যদিও আপনার গুলো সরল) লেখকের কাছে যতটা সহজ পাঠকের কাছে অতটা নয়। তার মধ্যে যদি আমার মত আম পাবলিক পড়ে তাহলেতো কথাই না ;)

প্রতিত্ত্যরের মাধ্যমে কবিতার ভাবর্থ পুরোটা বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

মুক্তাদীর রহমান বলেছেন: আমি যদি কবিতার নিচে প্রেক্ষাপট/ মূলভাবটা লেখে ফেলতাম তাহলে সহজেই বুঝতে পারতেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.