নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসিবৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

মুক্তাদীর রহমান › বিস্তারিত পোস্টঃ

শুধু মাত্র তুমিঃ যাদুকরী মুহূর্ত

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭


ছবিঃ ইন্টারনেট থেকে

ধরো, অনেক পথ ঘুরে
ক্লান্ত দিনের শেষে
স্বপ্নে আসা মেয়েটির সাথে দেখা।
মুখোমুখি দু'জন
চোখে চোখ রাখতেই উধাও হয়ে গেলে!
স্বর্গীয় শীতল বাতাস বইছে রক্তে
প্রশান্তিতে দু'চোখ বন্ধ হয়ে আসছে
ঠিক তখনি মেয়েটি তোমার হাত ধরে ফেললো।
তৎক্ষণিক, তোমার শরীরে তড়িৎ প্রবাহিত হলো
হৃদপিন্ডটাকে জোরে জোরে কয়েক বার ধাক্কা দিয়ে
হৃদস্পন্দন বাড়িয়ে দিলো।
মেয়েটি ঠোঁটের কোনে একটু হাসি
আর মনের মাঝে লজ্জা নিয়ে
সাদা মেঘের ভিতর দিয়ে দৌড়ে পালালো।
তুমিও পিছু নিলে
রজনীগন্ধার বাগানে, চাঁদনী রাতে,
হালকা বাতাসে, জোনাকি আর প্রজাপতির মাঝে
ধরে ফেললে তাকে।
হাতের উপর হাতের পরশে
এক উন্মাদ নেশায় মাতিলে
মন প্রাণ সব বিলিয়ে দিয়ে
ঠোঁটে ঠোঁট রেখে
প্রথম চুমুতে সব আয়ু শেষ করে দিলে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কল্পনার চূড়ান্ত রুপ।কিন্তু আমরা চাইলে আরো অনেক অনেক সুন্দর কল্পনা করতে পারি।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

মুক্তাদীর রহমান বলেছেন: হ্যাঁ। পরবর্তীতে আরও অনেক অনেক সুন্দর কল্পনা করার চেষ্টা করব।ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.