| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তাদীর রহমান
প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

ছবিঃ the wow style
একটি জটিল কল্পনীয় অঙ্ক মিলিয়ে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
হৃদয়ে প্রজাপতির রং ছড়িয়ে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
আকাশের সব নীল মিশে দিলে সাগরের জলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
রংধনুর সাতরং এনে দিলে জীবনে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
স্বপ্নগুলোকে ছুয়ে দেখার অনুমতি দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
অন্ধকার রাতটিকে স্মৃতিময় করে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
বখাটে ছেলেটাকে জীবনের রঙ চেনালে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
ব্যর্থতায় ডুবে যাওয়া মানুষটিকে
আলোর পথ দেখালে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
জীবন থেকে পালাতে আত্মহত্যার পথ বেছে নেওয়া
মেয়েটিকে বাঁচতে শেখালে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
হারিয়ে যাওয়া হৃদয়টিকে পূর্ণউদ্ধার করে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
রোদ্দুরে পুড়ে যাওয়া কৃষকের শরীরে
প্রাণশক্তির সঞ্চার করে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
দিনশেষে শ্রমিকের সব ক্লান্তি
এক নিমিষেই দূর করে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
মুক্তাদীর রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।