নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিস্ফোরিত চোখের অবাক দৃষ্টি .......আর ধ্বংস ধ্বংস থেকেই আমার সৃষ্টি।

মহাকালের মঞ্চ (জীসান আহমেদ অরিন)

দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে♠

মহাকালের মঞ্চ (জীসান আহমেদ অরিন) › বিস্তারিত পোস্টঃ

উদ্যোক্তাদের ব্যবসা শুরুর কৌশল নিয়ে জার্নাল বই

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮


উদ্যোক্তাদের ব্যবসা শুরুর কৌশল নিয়ে জার্নাল বই
‘ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ- হাউ টু স্টার্ট উইথ...?’

যুব উদ্যোক্তাদের ‘বন্ধুর’ চলার পথে ‘অনুপ্রেরণা ও সহায়তা’ যোগাতে জার্নাল বই আকারে ইংরেজি ভাষায় সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ- হাউ টু স্টার্ট উইথ...?’ (Youth Entrepreneurship: how to start with …?)। তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ রবিউস সামস রচিত ও প্রকাশিত বইটি নবীন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর কৌশল ও প্রাথমিক ধারনার উৎস হিসেবে কাজ করবে । বইয়ের লেখক সৈয়দ রবিউস সামস বলে, “উদ্যোক্তার বাবসায়িক ধারণাগুলি যাচাই বাছাই পক্রিয়া, কীভাবে শুরু করতে হবে, অর্থ যোগান ও প্রচার – প্রসার বাড়ানো যায়, কীভাবে বিভিন্ন বাধাগুলি অতিক্রম করা যায়? কিভাবে জনসংযোগ করতে হয়? এছাড়াও ক্রমবর্ধমান ব্যবসার বাস্তব জীবনের উদাহরণ সন্নিবেশ করা হয়েছে বইটিতে।” বইটি দেশের উদ্যোক্তা ইকোসিস্টেম উন্নয়নে সহায়ক ভূমিকা পালন কররে বলেও লেখক আশাবাদ বাক্ত করেন। বইটিতে ৫ জন তরুণ লেখকদের প্রবন্ধসহ বিশিষ্ট শিক্ষাবিদ, সফল উদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ এবং উন্নয়ন কর্মীদের মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বইটি সম্পর্কে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মন্তব্য ----
নবীন উদ্যোক্তাদের দেশের সমৃদ্ধ ভবিষ্যতের ‘আলোক রশ্মি’ হিসেবে অভিহিত করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ এবি মির্জা মোঃ আজিজুল ইসলাম বলেন, “উদ্যোক্তাদের মধ্যে ভিশন থাকে, উদ্যোগ থাকে আর থাকে নতুন আইডিয়া নিয়ে লড়াই করার সাহস। একারণে আমাদের আরও বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, আরও উদ্যোক্তাদের অনুপ্রেরণার উৎস সৃষ্টি করতে হবে। এন্ট্রাপ্রেনারশিপ- হাউ টু স্টার্ট উইথ...?’ জাতীয় বইটি অনুপ্রেরণার উৎসএর একটি অন্যতম মাধ্যম হতে পারে। বইটির ভূয়সী প্রশংসা করে এডিএন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, “বইটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত করা উচিৎ।

সৈয়দ রবিউস সামস যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০১৬ এর একজন ফেলো। তিনি ২০০৯ সালে রোটারি ইন্টারন্যাশনালের ক্যালিফোর্নিয়া অনুষ্ঠিত মাসব্যাপী গ্রুপ স্টাডি এক্সচেঞ্জ প্রোগ্রামেরও একজন অংশগ্রহণকারী। তাছারা, লেখক ব্রিটিশ কাউঞ্চিল বাংলাদেসের আর্থিক অনুদানে ভারতের পুনেতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সামার স্কুল ২০০৫ অংশগ্রহণকারী। যুক্তরাজ্যের কার্ডিফ মেট বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় বইটি প্রকাশনার জন্য সার্বিক সহায়তা করেছে। ১০২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১২৫ টাকা। বইটির অনলাইন পরিবেশক রকমারি ডটকম (rokomari.com), এছাড়া, বইটি শাহবাগস্থ পাঠক সমাবেশ সেন্টার, তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ বুকওয়ার্ম, ঢাকা নিউমার্কেটস্থ জিনাত বুক সাপ্লাই ও দি সিটি পেপার হাউজ, ধানমণ্ডিস্থ জ্ঞানকোষ প্রকাশনী, নিউ বেইলিরোডস্থ বিদ্যা ভবনে পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ সাইট facebook.com/newsfeedpr থেকে বইটা সম্পর্কে
বিস্তারিত জানা যাবে অথবা ইমেইল [email protected], + ৮৮০১৭৩৭৫৬১২৬৬। বইটির একটি বাংলা সংস্করণটিও এই বছরের শেষের দিকে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
--

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.