| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোনার বন্ধুরা ( সদ্য সদ্য কিছু ছেলে বন্ধু হতে পেরেছে) গল্পকে নিয়ে ঠাট্টা-তামাশা শুরু করল, কিছু মেয়েতো হিংসায় মরে গেল ! ওর কাছের বান্ধবীরা কেউ সাবধান হতে বলল, কেউ এগুতে বলল।
মোনা পারলনা, ওর পক্ষে গল্পকে হ্যাঁ বলা সম্ভব হলনা, এমনকি বাবা-মাকে গল্পর গল্পও করতে পারলনা। ও শুধু ভাবতে চেষ্টা করল যে গল্পকে ওর কেমন লাগে। কিন্তু ওর মনে হলনা যে গল্পর জন্য কোন আবেগ কাজ করছে ওর মনে। তাহলে ও গল্পকে হ্যাঁ কেমন করে বলবে, এটা তো প্রতারণা । আর যদি হ্যাঁ বলে বসে তাহলে গল্পকে সময় দিতে হবে আর কিছুদিন যাওয়ার পর যদি আর ছেলেটাকে পছন্দ না হয় !!! ছি ছি ! ব্রেক আপ !!!
গল্প কিন্তু এরকম ভাবেনি। সে ভাবল মোনা আরো বড় মাছ পাকড়াতে ওকে পাত্তা দিলনা। গল্প কিন্তু কিছু ভুলেনা।
ফলে আজ পাঁচ বছর পর যখন মোনা গল্পর কাছে নিজের মনের কথা খুলে বলল, গল্প বিশ্বাস করতে চাইলনা।
(চলবে)
©somewhere in net ltd.