| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তিত ও ভীত অবস্থায় সেদিন দুই বন্ধু নিজ নিজ বাসায় ফিরল। গল্প মোনার ব্যাগটা অফিসেই রেখে এসেছিল কিন্তু মোবাইলটা সাথে করে বাসায় ঢুকেছিল। একটু পরপর মোবাইলটায় কল আসছিল মোনার বাবা-মার, গল্প ভয়েই ধরছিলনা। কোথায় গেল মোনা ? দারোয়ান বলল সে মোনাকে বের হতে দেখেনি। মেয়েটা কি হাওয়ায় উবে গেল নাকি।
বিছানায় এপাশ-ওপাশ করে শেষমেশ উঠে পড়ল গল্প। মোনার বাড়ি যাবে ও, মোনা যে গায়েব হয়ে গিয়েছে এটা জানাতে। দুরুদুরু বুকে সমস্ত রাস্তাটা সে রিক্সার মধ্যে কুঁকড়ে বসেছিল। এই প্রথম সে মোনার পরিবারের কারো সাথে কথা বলতে যাচ্ছে। কয়েক বছর আগে এই বিষয়টা নিয়ে ওর অনেক জল্পনা-কল্পনা ছিল। আজ সে চাচ্ছে রাস্তাটা যেন শেষ না হয়।
আধঘণ্টা পরের কথা। গল্প মাথা নিচু করে মোনাদের বৈঠকখানায় সোফায় বসে আছে। মোনার বাবা মাথায় হাত দিয়ে বসে। মোনার মা নিশ্চুপ, চোখে শুণ্য দৃষ্টি।
অসহ্য কয়েকটা মিনিট। তারপর মোনার মা সম্বিত ফিরে পেলেন। 'ও গো, এখন কি করব আমরা? পুলিশে খবর দিব?'
'বুঝতে পারছিনা। কিন্তু আমাদের পরিচিত কারো বাসায় গিয়ে লুকিয়ে নাইতো !'
'লুকাবে কেন? কি হয়েছে ওর যে ও এরকম ফালতু কাজ করবে। তাছাড়া আমি তো ওর বান্ধবীর কাছেও খোঁজ নিয়েছি একটু আগে, ওখানে নেই ও। ওর খালার বাড়িও যায়নি।'
গল্প এবার মাথা তুলল, ' আঙ্কেল, পুলিশে খবর দিন। আমার সন্দেহ দারোয়ান কিছু লুকাচ্ছে। একটা জ্বলজ্যান্ত মেয়ে বিল্ডিং থেকে বের হয়ে গেল তাও একা গেছে কিনা সন্দেহ। আর ব্যাটা বলে কিনা ও দেখেনি। হয় ডিউটি ফাঁকি দিচ্ছিল নইলে..'
মোনার মা হটাৎ ফুঁপিয়ে উঠলেন। গল্পর বুকটা যেন দুমড়ে-মুচড়ে গেল উনার কান্না দেখে। কাঁপা গলায় ওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করার কথা বলে বেরিয়ে আসল সে।অফিসে জানাতে হবে যে মোনা অফিস থেকে উধাও হয়ে গেছে। কিন্তু গেল কোথায় সে? টাকা-পয়সা, ফোন রেখে খালি হাতে ওই মেয়ে কোথায় যেতে পারে। আর যদি সুজনের কথা সত্যি হয়, মোনার সাথে কেউ কথা বলছিল। তাহলে কি .... ভয়ে কুঁকড়ে গেল ও।
মনমরা অবস্থায় ওর সিনিয়রকে ঘটনা জানানোর পর একটা রিক্সা ডাকল সে। বাড়ি পৌঁছানোর আগেই ওর মোবাইলে রিং বেজে উঠল। নম্বরটা অচেনা। তাড়াতাড়ি করে কল ধরল গল্প। 'হ্যালো ???'
'হ্যালো-হাই-টাটা-বাইবাই এ আমার কাজ নেই। মেয়েটাকে ফেরত চাস কিনা বল। '
গল্পর মনে হল মাথাটা বোঁ করে ঘুরে গেল। 'হ্যালো-হাই-টাটা-বাইবাই' কথাটা একজনকেই সে বলতে শুনেছে, সে মেলা আগের কথা, ভাবেওনি ওর মনে থাকবে। গলাটা এমনিতেই শুকিয়ে আসছিল, এখন পুরো খটখটে লাগল। কোনওমতে বলল, 'আপনি !!!!'
(চলবে)
২|
০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৫
জগা বলেছেন: আমি বড়ই অলস
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৫
রিমঝিম বর্ষা বলেছেন:
এত অল্পতেই পর্বের ইতি টানলেন?