নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই পাগল.....

জগা

কি লিখুম?

জগা › বিস্তারিত পোস্টঃ

আমি ওকে দেখেছিলাম সেই ছোট্টবেলায়-১৮

১০ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১

এর পরের ঘটনা খুব স্বাভাবিকভাবেই পার হয়ে গেল। পাঠকমণ্ডলী যদি আশা করে থাকেন এর পরে মারাত্মক একটা মার মার কাট কাট কিছু হয়ে থাকবে তো জেনে রাখুন সেরকম কিছু ঘটেনি। আমি খুবই দুঃখিত। কিন্তু গল্প বলেছে আমি কাহিনিতে বেশি রস মাখালে সে আমার মাথা ফাটাবে।

আনোয়ার যখন মিলা আর গল্পকে নিয়ে মিলার বাড়িতে পৌঁছাল, ততক্ষণে মোনা ও কামরুল নুরুলের বাহিনির হাতে ধরা পড়ে গেছে। কামরুল বেধড়ক পিটুনির শিকার হত যদিনা ওর বাবা আগেভাগেই ওকে খুঁজতে ওখানে এসে না পড়তেন।

গল্পরা পৌঁছে দেখল, নুরুল ও কামরুলের বাবা মহা তর্ক শুরু করেছেন বৈঠকখানায় দাঁড়িয়ে। মোনাকে মিলার ঘরে রাখা হয়েছে। কামরুল চুপচাপ একটা সোফায় বসে আছে ও মাঝে মাঝে নিজের ঘাড়খানা ডলছে।

মিলা ও গল্পকে দেখে প্রথম যে মানুষটা এগিয়ে এসেছিল সে হল মোড়ক। সে একাধারে খুশি এবং হতাশ ওদের আসতে দেখে। সাথে আনোয়ারকে দেখে একটু চিন্তিতও হল।

নুরুল এতক্ষণ তর্ক করে হাঁপিয়ে গেছিল, ওদেরকে আসতে দেখে ওর মুখটা উজ্জ্বল হয়ে গেল। ছুটে গিয়ে মিলাকে জড়িয়ে ধরল, ছেড়ে দিল পরক্ষণেই। মিলাকে উপরে পাঠিয়ে গল্পর দিকে ঘুরল। কিন্তু কিছু বলার আগেই আনোয়ার বলে উঠল, ‘this time its too much’ ।

নুরুল মাথা নিচু করে ফেলল। বিড়বিড় করে কি জানি বলল।

‘নুরুল আমি তোমার সাথে কথা বলছি। নেহাত তুমি আমার বন্ধু তাই একটা সুযোগ দিব। এদের দুজনকে ছেড়ে দাও। ওদের শহরে পাঠাবার ব্যবস্থা কর। আর হ্যাঁ সাথে আমার একজন লোক যাবে। আর আমি আগেও বলেছি তোমাকে কামরুল ভাল ছেলে, কেন জিদ করছ?’

নুরুল উত্তর দিলনা।রোষকষায়িত নয়নে একবার গল্পকে আরেকবার কামরুলকে দেখল। আরেকবার তাকাল কামরুলের বাবার দিকে, উনি উল্টো ঘুরে নিজের ভাইয়ের সাথে কি জানি ফিসফিস করছেন।

এমন সময় সেই লম্বা লোকটা ছুটে এল।‘নুরুল ভাই এক গাড়ি ভর্তি পুলিশ এসেছে, মেয়েটাকে খুঁজতে। বাড়ির সামনে দাঁড়িয়ে মোড়ক ভাইকে জেরা করছে।‘

মোনার বাবা পুলিশের সাথে বেরিয়ে পড়েছিলেন মেয়েকে খুঁজতে। মোনা যখন দৌড়ে এসে উনার বুকে ঝাঁপিয়ে পড়ল, উনার বুকের ভারটা যেমন নেমে গেল তেমনি ভেতরটা হু হু করে উঠল। গল্পর দিকে চোখ পড়তেই রাগে উনার কান থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। এই ছেলেটার জন্যই মোনাকে এত বড় বিপদে পড়তে হল।





ঘটনা সেদিন রাত নয়টার। মোনার বাড়িতে মোনার বাবা-মা, পুলিশ, সুজন আর মোনার সিনিয়র কলিগ বসে সারাদিনের ঘটনা আলোচনা করছেন। মোনা আর গল্প বারান্দায় দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন করছে।

‘জানো গল্প ! তুমি যখন এলে, আমার ভয়-ডর সব উড়ে গেছিল। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবেনা বল।‘

‘আমার জন্য এত বড় বিপদে পড়লে তাও একথা বলছ। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাইনা মোনা, কিন্তু ভয় লাগে ফের কোন ঝামেলায় না তোমাকে জড়িয়ে ফেলি।‘

‘ঝামেলা এলে দুজনে মিলে তার মোকাবেলা করব। তুমি শুধু কথা দাও আমাকে ছেড়ে যাবেনা। আমি তোমাকে ভালবাসি গল্প।‘

‘ওয়াও! জানো মোনা আই লাভ ইউ বলা সহজ কিন্তু ভালবাসি বলতে হলে মনের ভিতর থেকে বলতে হয়! আমি অনেক ভাগ্যবান মোনা।‘

একটা কাশির শব্দ শোনা গেল, মোনার বাবা পাশে এসে দাঁড়িয়েছেন। দুজনেই লজ্জায় লাল হয়ে গেল। মোনা ওর বাবার দিকে যুদ্ধজয়ের ভঙ্গিতে তাকাল, যেন বলতে চায় যে দেখছ বাবা আমি বলেছিলামনা গল্প একদিন ঠিকই আমার হবে।

‘আঙ্কেল কিছু বলবেন?’ গল্প একটু অসস্তির সাথে জিজ্ঞেস করল।

‘হ্যাঁ বাবা, তবে কিভাবে বলব সেটা বুঝতে পারছিনা।‘

‘বলেন আঙ্কেল, আমি শুনছি।‘

মোনার বাবা গল্পর চোখের দিকে তাকালেন। গল্প একটা শূন্যতা নিয়ে তাকিয়ে যেন জানে উনি কি বলবেন।

‘কিছু মনে করনা বাবা, কিন্তু আমি চাইনা তুমি আমার মেয়ের ত্রিসীমানায় থাক। বিয়ে তো অনেক পরের বিষয়।‘

‘বাবাআআ!!’ মোনা একটা আর্তনাদ করে উঠল। বাবার পিছন পিছন সে ছুটে বারান্দা থেকে বেরিয়ে গেল। বারান্দায় একা দাঁড়িয়ে গল্প। ওর কলিজাটা কেউ মনে হচ্ছে যেন কেটে কুচি কুচি করে ফেলছে। আবার? আবার সে মোনাকে হারাল?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.