নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর দিশারী
নিউজটা ছ’মাসের পুরোনো হলেও একজন ছোট ভাই আজ দেখালেন। কিভাবে এমন গুরুত্বপূর্ণ নিউজ দৃষ্টি এড়িয়ে গেল ভাবতে অবাক লাগছে। পুরোনো হলেও এর গুরুত্ব সর্বদাই সতেজ। তাই আজ এ বিষয়টা নিয়ে কিছু কথা লিখে জাতীয় দায়িত্ব পালনে সচেষ্ট হলাম।
আসলে ব্যাপারটা একটা কৌতুকের বিষয়।
http://www.prothomalo.com/bangladesh/article/1256621/শিক্ষাক্ষেত্রে-অবদানে-পুরস্কার-পাচ্ছেন
------- ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
গত বছরের অতীব সেরা কৌতুক !!! “বেস্ট জোক ফর দ্য ইয়ার অব ২০১৭”
যে লোকটির সার্বিক ব্যার্থতায় আমাদের শিক্ষাব্যবস্থা ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ সরকারের সাফল্যগুলোকে ম্লান করে দিয়েছে, সে নাকি শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছেন।
অবদান !
কি অবদান?
নিয়মিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অবদান।
এবং প্রতিবারই তা অস্বীকার করে মিথ্যাচারের রেকর্ড করার অবদান।
শিক্ষাবিভাগে দুর্নীতি বৃদ্ধির অবদান।
কর্মকর্তাদের কাছে সহনীয় মাত্রার ঘোষ খাওয়ার আহবান জানানোর অবদান।
গোটা শিক্ষক সমাজকে দুর্নীতিবাজ বলে অসম্মান করার অবদান।
নিজের ব্যাক্তিগত কর্মকর্তাকে দুর্নীতির মাধ্যমে কোটিপতি হবার সুযোগ দেবার অবদান।
............... অবদানের কি শেষ আছে, নিজের ঘরের মানুষকে দুর্নীতিবাজ হবার প্রশ্রয় দেবার অবদান।
ক্ষমতা পেয়ে নিজের দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে অশিক্ষার বেড়াজালে ফেলে প্রতিবেশি দেশের উপর নির্ভরশীল করার মতো এজেন্ডা বাস্তবায়ন করাটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য। অন্তত এই সাফল্যেই তিনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন হয়তো।
ব্রেভো ব্রেভো............ অভিনন্দন না জানিয়ে কি পারি !
কোথায় শিক্ষকগণ, ন্যায্য দাবী আদায়ের আন্দোলন ফেলে, ধর্মঘট ফেলে ডুগডুগি নিয়ে আসেন। শিক্ষকতা করে দুচার পাঁচ দশ বছর বেতন না পেলে কি হলো? পরের সন্তান মানুষ করতে গিয়ে, নিজের সন্তানের খাতা কেনার পয়সা না থাকলে কি হলো? আপনাদের অভিভাবক অ্যাওয়ার্ড পেয়েছেন। সেই আনন্দে ডুগডুগি বাঁজান। উল্লাস করেন। উৎসব করেন। ছাত্রদের বাড়ি থেকে ডেকে এনে শোভাযাত্রা করেন।
ধন্য জাতি ধন্য,
প্রিয় মন্ত্রীর অবদানের জন্য,
অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সহমত পোষণ করছি মি. স্বামী বিশুদ্ধানন্দ।
অনেক ধন্যবাদ সুবিবেচিত মন্তব্যের জন্য।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৯
সোহানী বলেছেন: সহমত স্বামী বিশুদ্ধানন্দ!
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সত্যিই দুঃখজনক, রাজীব নুর ভাই। জাতির জন্য ক্ষতিকরও বটে।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: হা হা হা
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
করুণাধারা বলেছেন: জোক অব দি ইয়ার বটে। কিন্তু পড়ে মন খারাপ হয়ে গেল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: জী মি. করুণাধারা। কিছু কিছু জোকে ক্ষোভ থাকে, দ্রোহ থাকে। হাসির রূপটাও পালটে যায় তখন।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
শামচুল হক বলেছেন: দুঃখজনকই বটে কিন্তু কিছু করার নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: বসবাস হীরক রাজার দেশে, কি ইবা করার থাকে শামচুল হক ভাই?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মানুষের পতন এবং পচন ঘটে পারিপার্শ্বিক অবস্থার কারণে - নাহিদের ক্ষেত্রেও কি তাই ঘটেছে ? বাংলাদেশে বিএনপি/জামাতের শাসনামলে তাদের দুর্নীতি এবং নানান পাপের কারণে মানুষ অনেক কষ্ট পেয়েছে | কিন্তু তাদেরকে শাস্তি দিতে গিয়ে আওয়ামী/জাপাচক্র সাধারণ মানুষকে কেন আরো বেশি যন্ত্রনা দিচ্ছে ? বিএনপি/জামাতের মতো কিছু ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলকে সামাল দিতে গিয়ে ক্ষমতাসীন দল গণতন্ত্রকে ইতোমধ্যেই কবর দিয়ে ফেলেছে | প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে নিজের প্রয়োজনে অপব্যবহার করতে গিয়ে তাদের দানব বা ফ্রাঙ্কেস্টাইন বানিয়ে ফেলেছে | নিজ দলীয় সমর্থক নেতা কর্মীকে খুশি করতে গিয়ে তাদের সীমাহীন অপকর্মের অধিকার দিয়ে একদল মত্ত হাতির জন্ম দিয়েছে | নুরুল ইসলাম নাহিদও কি তাহলে এই যথেচ্ছারের একটি সৃষ্টি ????????