নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুদ্দাকির (চিন্তাশীল/যে মনে রেখেছে)

মুদ্‌দাকির

"আমি বামের ডানে, আবার ডানেরও ডানে, আমি ডানের এত ডানে যে বাম আমার থেকে দূরে না! এজন্যই জীবন চক্রে আমি মধ্যবর্তি!" "just because i appreciate you, doesn't mean i am a great fan of yours" "স্বিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি স্বিবগাতান ওয়া নাহনু লা--হু-- আ-বিদুওন " "যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।" "কাদিয়ানী মিথ্যাবাদিরা আমার প্রকাশ্য শত্রু !!!"

মুদ্‌দাকির › বিস্তারিত পোস্টঃ

রমজানের শেষ কয়েক দিনের জন্য জরুরী হতে পারে এই দুয়াটা

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:১৭



বিসমিল্লাহির রাহমানির রাহিম





রমজানের শেষ কয়েক দিনের জন্য জরুরী হতে পারে এই দুয়াটা,(সব সময়ই পড়া যাবে, এমন না যে শুধু এই সময়ই পড়বেন :P :P :P )





অনেক নেয়া, দেয়া, খাওয়া, ব্যাস্ততা, দাওয়াত, টিকেট করা, ভ্রমন করা, মার্কেটিং, অফিস, ব্যাবসা, সামাজিকতা ইত্যাদির মধ্যেও রমজানে বেশীর ভাগ মুসলিমই, একটা সুন্দর রুটিন লাইফ লিড করে থাকেন। যার একটা প্রধান উপাদান হল নিয়মিত ইবাদত করা, যাকাত-সদকা দেয়া। অন্যকে সাহায্য করা কায়িক ভাবে, সামাজিক ভাবে কিংবা অর্থনৈতিক ভাবে। কিন্তু হুট করেই ঈদের পরে আবার সব কিছু আগের মত। এমনকি ঈদের দিনেই মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্তের জামাতে মুসল্লি পাওয়া দায়। অনেকেই আমার সাথে একমত হবেন যে, এই রকম হওয়া উচিৎ নয়।



এই অবস্থা থেকে পরিত্রানের জন্য আপনাদের পরিচিত একটি বহুল প্রচলিত দূয়া মন দিয়ে পড়ার জন্য এবং নিজের জন্য অন্তর থেকে কামনা করার, অনুরোধ থাকল। (আসলে আমাদের অর্থ জানা থাকে না বলে, ঠিক সেই ভাবে মন থেকে কামনা করা হয় না, আসলে যেভাবে করা উচিৎ, কিন্তু এই দুয়াতো মসজিদে বেলায় বেলায় পড়া হয়।)



দূয়াটি হল সূরা আলে ইমরানের ৮ নং আয়াতঃ



( رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ )



কাছাকাছি বাংলা উচ্চারানঃ রাব্বানা লা তুযিগ ক্বুলুবান বায়দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আন্তাল ওহহাব।



কাছাকাছি বাংলা অর্থঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা





আসলে অর্থটা দেখলে খেয়াল করবেন যে এখানে আপনি আল্লাহ রাব্বুলয়ালামিন কে অনুরোধ করছেন যেন উনি আপনাকে সরল পথেই কায়েম রাখেন। এই দূয়ার বিশেষ ব্যাপারটা এখানেই, কারন সত্য আমরা জানি আর চিনি, এই পথ ধরে চলিও কিন্তু এই পথেই কায়েম থাকাটা বড়ই চ্যালেঞ্জিং হয়ে যায়। এজন্যই তাঁকেই অনুরোধ করতে হবে, যেন তিনি দয়া করে আমাদের সত্যের সরল পথেই রাখেন।





আসলে শয়তানের সাথে খোঁচা খুঁচি রমজানেও অনেকের কমে না। আসলে সেতো বাধাঁ আছে। সে আপনার কাছে আসতে পারবেনা কিন্তু আপনিই যদি দোস্তির জোড়ে তার সাথে ইউ পোক মি, আই পোক ইউ খেলতে যান কেউতো আর বাঁধা দিবে না। যাক তা এক ভিন্ন প্রসঙ্গ। কিন্তু কেউ যদি আন্তরিক ভাবেই তার থেকে দূরে থাকতে চান, রমজানে থাকেনও!! তবে আপনার আবার তার সাথে ১১ মাসের দোস্তি আর খোঁচা খুঁচি ভালো দেখায় না।





বিঃদ্রঃ আমার এই ধরনের ধর্মিয় পোষ্ট দিতে ভালো লাগে না। কেউ যদি উপরের কথা গুলো আর অনুরোধ গুলো অনধিকার চর্চার মধ্যে ফেলেন এবং খানিক দুঃখও পান তবে ক্ষমা করবেন।







ঈদ মুবারাক

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:৫২

হরিণা-১৯৭১ বলেছেন: শয়তানের আকৃতি কি রকম? উহাকে বেঁধে রাখার জন্য কি টেকনোলিজী ব্যবহৃত হয়েছে?

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৯

মুদ্‌দাকির বলেছেন: আপনি মাঝে মাঝে আমাকে আল্লাহ মনে করেন!! ব্যাপারটা ঠিক না !!

( رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ)

"রাব্বি আয়ুযুবিকা মিন হামাযাতিসসাইয়াতিন ওয়া আয়ুযুবিকা রাব্বি আন ইয়াহদুরুওনি"

২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ২:২১

হরিণা-১৯৭১ বলেছেন: উত্তরটা সঠিক।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২২

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ !! আসসালামুয়ালাইকুম

৩| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: আমার মনের কথাই আমি লিখবো। কারো ভাল লাগলে পড়ুক, না হলে এড়িয়ে যাক।কি আসে যায় তাতে??ধন্যবাদ।।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

মুদ্‌দাকির বলেছেন:

কিন্তু এই ব্লগেওতো আমারা সামাজিক জীব :) :) :)

মন্তব্যের জন্য ধন্যবাদ

ঈদ মুবারাক

৪| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩০

আহসানের ব্লগ বলেছেন: অগ্রিম ঈদ মুবারক। ;)

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

মুদ্‌দাকির বলেছেন: ঈদ মুবারাক :) :)

৫| ২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৩

কথার_খই বলেছেন: ধন্যবাদ, সমকালীন লেখার জন্য! ঈদ মোবারক

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

মুদ্‌দাকির বলেছেন: আপনাকেও ধন্যবাদ, পড়ার আর মন্তব্য করার জন্য


ঈদ মুবারাক :) :) :)

৬| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কথার_খই বলেছেন: ধন্যবাদ, সমকালীন লেখার জন্য! ঈদ মোবারক

বি:দ্র: মুদদাকির ভাই উপরের মন্তব্যটা ভূলে হয়ে গেছে দয়া করে মুছে দিয়েন।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

মুদ্‌দাকির বলেছেন: মুছে দিয়েছি :) :)

ঈদ মুবারাক :) :)

৭| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

মামুন রশিদ বলেছেন: ঈদ শুভেচ্ছা ।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫

মুদ্‌দাকির বলেছেন:

আসসালামুয়ালাইকুম, ঈদ মুবারাক !:#P !:#P !:#P !:#P !:#P

৮| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪০

জাফরুল মবীন বলেছেন: প্রিয়তে নিলাম...।অনেক ব্যস্ত:তারপরেও আপনার পোষ্ট মিস করা যাবে না।

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৮

মুদ্‌দাকির বলেছেন: ধন্যবাদ জাফর ভাই, ঈদ মুবারাক

৯| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১

বাংলাদেশী দালাল বলেছেন: এটা কি বললেন ভাই! ব্লগে সব ধরনের পাঠকই আছে।
আমি ব্যাক্তিগত ভাবে আপনার লেখার ভক্ত।

বরাবরের মত প্রশংসনীয় পোস্ট। ভাল থাকবেন ঈদ মুবারক।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

মুদ্‌দাকির বলেছেন:

নারে ভাই, কিছু মনে কইরেন না, আমি জানি আপনি এবং আপনার মত অনেকেই আমার লেখাগুলো পছন্দ করেন, এমন কি স্পেসিফিক লেখা পছন্দ না হলেও থিম পছন্দ করেন। ঐ কথা গুলো আপনাদের জন্য না। অনেকেই আছেন যারা এগুলো ব্যাপারে আসলে উপদেশ মুলক কথা পছন্দ করেন না। এই লেখাটা একটু অন্যভাবে লিখবার ইচ্ছা ছিল, সময়ের অভাবের কারনে পারি নাই বা বলতে পারেন কোন রকম দায়সারা ভাবেই দিয়েছি, আর আমার এই লেখাটায় একটু উপদেশ উপদেশ ভাব আছে। তাই বললাম কেউ যেন রুষ্ট না হন। আমার কারনে কুরয়ানের আয়াতের প্রতি কারো অবজ্ঞা তৈরি হইলে, কিছুটা দায় যদি আবার আমার হয়, তখন ?????!!!!! আল্লাহ মাফ করুন।

আপনাদের মন্তব্য বড়ই মিস করি। :( :( :(

আসসালামুয়ালাইকুম

ঈদ মুবারাক !!

১০| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা রইল ভাই।

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

মুদ্‌দাকির বলেছেন: ঈদ মুবারাক !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

১১| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জাজাকাল্লাহ খায়র ভাই। :)

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩১

মুদ্‌দাকির বলেছেন: আলহামদুলিল্লাহ্‌। ধন্যবাদ ভাই!!

১২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩০

আমিভূত বলেছেন: ধন্যবাদ এই পোস্টের জন্য, আমি সর্বদা মুনাজাতে এই দোয়া করি তবে অর্থ কোন একসময় পরলেও তা ভুলে গেছিলাম।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:১৮

মুদ্‌দাকির বলেছেন:

আল্লাহ আপনার দোয়া কবুল করুন। (আমিন)

আসলেই দোয়ার অর্থ জানলে কিন্তু মন সংযোগে সুবিধা হয়, আর না জানলে কিন্তু হালকা হয়ে যায়!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.