নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুদ্দাকির (চিন্তাশীল/যে মনে রেখেছে)

মুদ্‌দাকির

"আমি বামের ডানে, আবার ডানেরও ডানে, আমি ডানের এত ডানে যে বাম আমার থেকে দূরে না! এজন্যই জীবন চক্রে আমি মধ্যবর্তি!" "just because i appreciate you, doesn't mean i am a great fan of yours" "স্বিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি স্বিবগাতান ওয়া নাহনু লা--হু-- আ-বিদুওন " "যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরী করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোযখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে।" "কাদিয়ানী মিথ্যাবাদিরা আমার প্রকাশ্য শত্রু !!!"

মুদ্‌দাকির › বিস্তারিত পোস্টঃ

মিনু

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৪

মিনু
মুদ্দাকির

মাটি নিয়ে চর্চা তোমার,
পাথর নিয়েই ভাবো,
পাথুরে তোমার মনে,
আমি কি আর আসবো-যাবো?

আমার কাজ মানুষ নিয়ে,
মানুষ মাথায় ঘুরি,
নিত্য নতুন কত মানুষ,
তবু পুরনো সুড়সুড়ি ।

জানি তোমার গবেষণায়,
বালি পাথর আর নুড়ি,
দেখলাম আজ বহুদিন পরে!!
হয়ে যাচ্ছো বুড়ী!!!
ওহে আমার প্রিয় সুন্দরী।

জানি না সেদিন হয়েছিল কি?
কি যা-তা ! কি হাউ কাউ !
নষ্ট করেছি নাকি,
তোমার ভাইয়ের মাচার লাউ !
আমি করিনি দোষ,
‘রুমি’ সাক্ষী চাক্ষুষ,
তুমি জানো বাকি?

মাছ-মাংসে হয়েছি বড়,
বুদ্ধি ছিল বেশ,
আমি কি আর চেয়েছিলাম বলো,
তোমার আর আমার শেষ ??

যাক বেশ বেশ,
যাক বেশ বেশ,
ধন্যবাদ অশেষ,
ধন্যবাদ অশেষ,
তোমার ভাইকে দিও,
আমি দিইনি,
আমার বৌ দিয়েছে,
তুমিও শুভেচ্ছা নিও।

জানি জানো না,
খবর রাখনা,
পরপারে সেই ছোট্ট তিথি,
ভালো আছে কি
তোমার বোন, মিতি আর মিলি?

সাবধানে থেকো
কর্কট রোগ
ছাড়ছে না আজ কাউকে,
দুঃখ পাব যদি জানি,
কষ্টে আছো কোন ভাবে ।

কোন রাজার রানী তুমি ?
পুত্র কন্যা কজন ?
আমার ‘রুমিনের’ চারজন,
তোমার কি আর কম হবে ?
দুইয়ে মিলে, হলে বারো,
কি মজাই না হবে তবে?

বারটা থেকে মনে এলো,
জেনি-রুমির ব্যাপারটা কি হল ?
ওদের কেন হল ব্রেক ?
বোঝা উচিৎ ছিল,
পুরোটাই আগলি মিস্টেক !

ছোট ছিলাম,
বোকা ছিলাম,
আবেগী ছিলাম,
বুঝিনি কাহিনীতে ছিল স্যাবরটেজ,
জানি লাভ নাই,
আজ এত বছর পরে,
করে আর ভ্যাজ ভ্যাজ !

মাফ করে দিও, মিনু
নেই নাই কোন খোঁজ !!
ছিলনা অভিমানটা
খুব একটা সহজ ।
সম্পর্কটা তোমার আমার,
ছিল কি অসাধারণ, নিষ্পাপ ,
তুমিও পাঠাওনি আর কোনদিন,
কারো হাতে রঙ্গিন গোলাপ !?

একটাই কথা জানতে ইচ্ছে হয়,
আজ ভালো আছো কি?
আমি আর রুমিন অনেক ভালো আছি,
তুমি ভালো থাকো আরও বেশী।

জানি
দেখবে না হয়ত,
আমার এই ছড়া ।
মাটিতে নেমে মাফ চাইলাম,
এখন আর কি করা ?

আর যদি কোন দিন দেখো,
জেনে নিও,
মিলবেই তোমার আমার জিন,
কোন না কোন দিন,
হয়ত তোমায় আমায় দিয়ে নয়,
দিয়ে তোমার-আমার কোন অফ-স্প্রিং










(Last two lines are fake and devilish, i don't believe i can dictate anyone's future neither do i control someone's hopes and desires, my love old and new, shallow and deep, meaningful and meaningless buries with in myself and with me!!)

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৫

অপ্‌সরা বলেছেন: কবিতাটা আসলে খুবই মজার আর দুঃখের কবিতা হলেও অনেক হাসলাম।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

মুদ্‌দাকির বলেছেন: কি বলব আর দুঃখের কথা। আমিতো উদাসী আবেগে ছিলাম বুঝাই যাচ্ছে। আপা , মিনু নামের যদি কাউকে চিনেন শেয়ার করে দিয়েন। ফেস বুকে কপি করে শেয়ার করলেও হবে। যার বুঝবার সে বুঝবে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহারে মিনু
কেন হারাতে দিনু
মনের দুঃখে মরি মনু
হায় কারে কি কনু।

+++++ সুন্দর কবিতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

মুদ্‌দাকির বলেছেন: এই নামের কাউকে চিনলে শেয়ার করে দিয়েন। অনেক ধন্যবাদ আমার কাটা ঘায়ে নুনের ছিটা দেবার চেষ্টা করার জন্য।

৩| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০

অপ্‌সরা বলেছেন: মিনু নামের যাকে চিনি তাকে দিলে আমার খবর হয়ে যাবে ....

১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১৪

মুদ্‌দাকির বলেছেন: তাঁর যদি মিতি আর মিলি নামের বোন না থাকে তবে দিয়ে কাজ নেই, ইনফ্যাক্ট “Everything is determined, the beginning as well as the end, by forces over which we have no control. It is determined for the insect, as well as for the star. Human beings, vegetables, or cosmic dust, we all dance to a mysterious tune, intoned in the distance by an invisible piper.” তাই অন্য কারো বা নিজের জীবন disruption হয় এমন কিছুই করার দরকার নাই। আমি ভালো আছি, সবাই আরো ভালো থাকুক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.