![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে লড়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির রাজনীতিতে প্রবেশ নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। তাঁর রাজনীতিতে আসা কিংবা সতন্ত্র প্রার্থী হয়ে না লড়ে আওয়ামী লীগের ব্যানারে আসা ভাল চোখে দেখছেন না, তার ভক্তরা ও নেটিজেনরা।
.
.
তবে আমার দৃষ্টিতে মাশরাফির সিদ্ধান্ত সঠিকই মনে হচ্ছে। কারণ সবকিছুর একটা সঠিক লক্ষ্য ও সিদ্ধান্ত থাকে। ভেবে দেখুন, মাশরাফি আজ আওয়ামী লীগকে না করে দিল, কয়েক বছর পর অবসরে যাবে, তখন সে সতন্ত্র প্রার্থী হিসেবে না হয় দাঁড়িয়ে একটা আসন পেল, তাতে কি লাভটা হত? এটা সিনেমা না, যে মাশরাফি অবসরে যাবে, সারাদেশ থেকে প্রার্থী দাড় করাবে,আর মানুষ তাঁর দলের সবাইকে ভোট দিবে।
.
.
তার চেয়ে বরং, এমপি নির্বাচিত হওয়ার পর এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, যদি মাশরাফি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পায় তাহলে,সে আরও বেশী মানুষের সাহায্য করতে পারবে।
.
.
আর সবচেয়ে বড় কথা, আগে ঘর তারপর পর। মাশরাফি নিজের ঘর আর বন্ধুবান্ধবদের ভাল অবস্থান দিয়েছে। এখন স্বভাবতই চাইবে আগে, তাঁর নিজ জেলা নড়াইলের উন্নতি করতে, তারপর নিজ বিভাগ, তারপর নিজ দেশ (যদি সম্ভব হয়)।
.
.
পরিবর্তন রাতারাতি হয় না। আমি বিশ্বাস করি, পরিবর্তন নিজ পরিবার থেকে শুরু করতে হয়, তারপর নিজ পাড়া,তারপর আপনার প্রভাব বা ক্ষমতা অনুযায়ী যতদূর পারেন।
.
.
মাশরাফি রাজনীতিতে গেলে পরিবর্তন হয়ে যাবে কি যাবে না, তা আগে দেখুন, আগেই হতাশ হওয়ার তো কারণ নেই। আপনারা অনেকেই এখন ইমরান খান নিয়াজীর উদাহরণ টানছেন, তার অতীতটা জানা আছে তো? সেই তুলনায় আমাদের ম্যাশ কিন্তু সাদা কাগজ,যাতে কোন কালির ফোঁটা নেই।
.
.
তাঁর রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা।
.
.
JN Hridoy (Pagol-Manob)
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৬
জে এন হৃদয়০১ বলেছেন: দেখা যাক না , ম্যাশ কতটা পূরণ করতে পারেন। :-)
২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই রাজনীতিতে চোর চোট্টাদের দেখতে অভ্যস্ত,
এখন আমাদের ভালো কেউ নির্বাচনে দাড়াঁবে শুনলেই গাজালা শুরু হয়ে যায়।
মাশরাফি সঠিক স্থানেই গেছে।
এলাকার সবাই জানতো সে আসবে নির্বাচনে ।
সে দির্ঘদিন এলাকায় জনসংযোগ করে গেছে। মুক্তিযুদ্ধ পক্ষ তথা আওয়ামীলীগের পক্ষে।
এলাকার প্রায় সবাইকে পার্সন টু পার্সন চেনে।
যুদ্ধাপরাধীদের শাস্তির ব্যাপারেও তার সমর্থন ছিল।
সে সঠিক স্থান বেছে নিয়েছে।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৭
জে এন হৃদয়০১ বলেছেন: আমিও এটিই আশা করছি। দেখা যাক।
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২১
নতুন বলেছেন: সে ভালো মানুষ.... তিনি খারাপ কিছু করবেন না বলেই আশা করি।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮
জে এন হৃদয়০১ বলেছেন: এটিই এখন আমাদের কাম্য।
৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
Sujon Mahmud বলেছেন: ব্লগ জুরে শুধু "ম্যাশ"
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
জে এন হৃদয়০১ বলেছেন: হুম।
৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: আমি নড়াইলের মানুষ আমরা কিন্তু আরো এক বছর আগে থেকেই জানতাম মাশরাফি প্রার্থী হচ্ছেন তাই আমরা খুব বেশি অবাক হয়নি। অবহেলিত নড়াইলের জনগনের জন্য মাশরাফির মত নেতৃত্ব বড্ড প্রয়োজন।
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
জে এন হৃদয়০১ বলেছেন: আমিও তাই মনে করি।
৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: মাশরাফি দেশের জন্য কাজ করবে। অনেক কাজ করবে। দুর্নীতি করবে না।
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
জে এন হৃদয়০১ বলেছেন: এটিই আশা করি।
৭| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
মোজাহিদুর রহমান ব বলেছেন: আমার বড়িও নড়াইলে ,আমার কাছে একটা ব্যাপার ক্লিয়ার না মাশরাফির চোখে মুখে কোন খুশি নায় কেন ?
তার ভিডিও কেউ ভাল করে দেখেছেন ?
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
জে এন হৃদয়০১ বলেছেন: হয়তবা প্রত্যাশা পূরণের চাপ, সম্পূর্ণ নতুন এক পথের নেতৃত্বগুণ চিন্তা!
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২
মাহমুদুর রহমান বলেছেন: মানুষ যা ভাবে তার একশভাগের একভাগও সে পূরণ করতে পার না।