নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ কোন মানুষ না, একজন পাগল-মানব।

জে এন হৃদয়০১

পাগল-মানবের ব্লগে স্বাগতম।

জে এন হৃদয়০১ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শূণ্য মস্তিষ্কে অপ্রকাশিত আবেগ

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০



আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা-
নকল ফটোগ্রাফ আছে।
যার আসল কপি কখনও সৃষ্টি হয় নি।
সৃষ্টি হওয়ার কথা ছিল,
সেই ছবির সুন্দর একটা গল্পও থাকত।
.
সুন্দর সৃষ্টির গল্প সবাই শুনতে চায়,
সম্ভাবনার গল্প কেউ জানতে চায় না,
ধ্বংসের গল্প কেউ পছন্দ করে না।
আর যা সৃষ্টির আগেই ধ্বংস হয়;
তা সকলের কাছে অজানাই থাকে।
.
তবে সেই সৃষ্টির স্রষ্টা আর
সেই স্রষ্টার; স্রষ্টা তা জানে।
স্রষ্টার-স্রষ্টা পর্যবেক্ষণ করে,
আর সেই সৃষ্টির স্রষ্টা করে অনুধাবন।
.
আমারও একটা ট্রয়নগরী হবে
ধ্বংসের ভয়ে- হেলেনকে আনব না।
দূর থেকে হেলেনকে দেখব-
কষ্ট পাব!
.
একদিন হেলেন অন্যকারও হবে।
আমার নগরীতে নতুন রানী আসবে।
নগরী ধ্বংসের হাত থেকে বেচে যাবে।
কিন্তু আমার হেলেনকে যে-আমি কিংবদন্তী
সব
প্রেমকথার নায়কদের চেয়েও বেশী
ভালবাসতাম;
তা হেলেন কখনও জানতে পারবে না!
.
আমি সকলের ভালবাসা পাব।
আর আমার ভালবাসা,
প্রকাশ না পেয়েই একদিন-
আমার সাথে শেষনিঃশ্বাস ত্যাগ করবে।
.
আমারও একটা ট্রয়নগরী হবে
রানী থাকবে, রাজ্য থাকবে-
শুধু হেলেন থাকবে না!
আমিও গভীরভাবে ভালবেসে যাব।
গভীরতা থাকবে, আবেগ থাকবে, ব্যথা থাকবে-
শুধু প্রকাশ পাবে না।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

নজসু বলেছেন:


আসল ফটোগ্রাফ থাকলে গল্পটা জানা যেত।

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

জে এন হৃদয়০১ বলেছেন: হয়তবা! :-)

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: বলির পাঁঠা সবাই হয় না রে ভাই।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২১

জে এন হৃদয়০১ বলেছেন: তা আর বলতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.