নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ কোন মানুষ না, একজন পাগল-মানব।

জে এন হৃদয়০১

পাগল-মানবের ব্লগে স্বাগতম।

জে এন হৃদয়০১ › বিস্তারিত পোস্টঃ

পাগল-মানবের দেখা মুভিগুলো (মুভি রিভিউ)-পর্বঃ০১- রোমান্টিক কমেডি মুভিঃ "First Love"

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬



আমার দেখা অন্যতম সেরা একটি মুভি 'First Love'।মুভিটি "Crazy Little Thing Called Love" নামেও পরিচিত। মুভিটি রিলিজ পায় ২০১০ সালের ১২ই আগস্ট।


(এটি থাই রোমান্টিক জনরার একটি মুভি। মুভিটি ইংলিশে ডাবিং হয়েছে কিনা জানি না, আমি ইংরেজি সাবটাইটেলে মুভিটি দেখেছিলাম।)



স্কুলছাত্রী ন্যাম (Pimchanok Luevisadpaibul) ও তার থেকে কয়েক বছরের সিনিয়র পি-শোন (Mario Maurer) মুভিটির কেন্দ্রীয় চরিত্র।ন্যাম পি-শোনের ফুটবল খেলায় ও ব্যাক্তিত্বে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে, ও তার দৃষ্টি আকর্ষণের নানা চেস্টা চালায়(এ অংশটায় কমেডি ভরপুর)।



এদিকে পি-শোন ন্যামকে মনে মনে ভালবাসে কিন্তু তা প্রকাশ করে না। এরপর ন্যাম তার ভালবাসা প্রকাশ করতে গিয়ে কোনো এক কারণে (মুভি দেখলে জানতে পারবেন) পি-শোনকে ভুল বুঝে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে।


এরপর প্রায় ৯ বছর পরে ন্যাম একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার ও শোন ফটোগ্রাফার হয়। এবং একটি অনুষ্ঠানে তারা মুখোমুখি হয়।ন্যাম তখন পি-শোনের কাছে জানতে চায়- সে বিয়ে করেছে কি না?



উত্তরে শোন বলে- আমি এখনও সেই মেয়ের জন্য অপেক্ষা করছি যে তার পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিল।



তারপরের কাহিনী তো বুঝতেই পারছেন।

তবে আমার সবচেয়ে ভাল লেগেছিল এর এই ডায়লগটা-

"Every one of us has someone who is hidden in the bottom of our heart... And when we think of that person, we feel like there's always a little pain inside. But we still want to keep that person. Even though I don't know where he is today, what he is doing, I know that he is the one who taught me this. A crazy little thing called LOVE."
— NAM

মুভিটির imdb রেটিং ৭.৭
আমার রেটিং ৮.৫

রোমান্টিক কমেডি লাভাররা মুভিটি দেখতে পারেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখমু নাকি B-))

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

জে এন হৃদয়০১ বলেছেন: হ, যদি দিলে চায়।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন থিমের বাংলা ছবিও আছে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

জে এন হৃদয়০১ বলেছেন: মুভির নাম কি?

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ইদানিং আমার ভালো লাগে থ্রিলার মুভি।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২

জে এন হৃদয়০১ বলেছেন: সাজেস্ট করুন। দেখে রিভিউ করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.