![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা মারভেল কমিক্স কিংবা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর সঙ্গে পরিচিত, যারা স্পাইডার-ম্যান, এক্স-ম্যান , ফ্যান্টাস্টিক ফোর, আয়রন ম্যান, দি হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা,ব্লাক প্যান্থার কিংবা ডেয়ারডেভিল এই কমিক্স বা মুভিগুলো দেখেছি তাদের অনেকের কাছেই পরিচিত নাম, পরিচিত মুখ স্ট্যান লি।
আমি কমিক্স পড়ি নি।তবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রতিটি মুভি আমার দেখা, আর এই মুভিগুলোতে ক্যামিও অ্যাপিয়ারেন্সে সবসময়ই দেখা যেত স্ট্যান লিকে।
আর দেখা যাবেই না কেন? এই অতিমানবীয় চরিত্রগুলোর স্রস্টা তো স্বয়ং তিনিই।মার্ভেল কমিক্স এর প্রতিষ্ঠাতা স্ট্যান লী, জ্যাক কিরবি , স্টিভ ডিকোর সহ এই অতিমানবীয় চরিত্রগুলো সৃষ্টি করেন।পরবর্তীতে মুভিও তৈরি হয়েছে এবং হচ্ছে, যার ক্যামিওতে এই বাস্তবের সুপারহিরোকে দেখা যেত।
সেই স্ট্যান লি আর নেই।সোমবার (১২ নভেম্বর) সায়দার-সিনাই মেডিক্যাল সেন্টারে ৯৫ বছর বয়সী স্ট্যান লি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ট্যান লি'র মৃত্যুর খবর নিশ্চিত করে লি'র মেয়ে জেসি বলেন, ‘বাবা তার সব ভক্তদের ভালোবাসতেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। আর তিনি ছিলেন সবচেয়ে শালীন একজন মানুষ।’
স্ট্যান লি বেশ অনেকদিন ধরেই নিউমোনিয়া ও চোখের সমস্যাসহ বেশ কয়েকটি অসুখের সঙ্গে লড়াই করে আসছিলেন। শেষ পর্যন্ত সোমবার সায়দার-সিনাই মেডিক্যাল সেন্টারে তিনি মৃত্যুবরণ করেন।
ভেবে খারাপ লাগছে যে, মারভেলের পরবর্তী মুভিগুলোতে এই মজার মানুষটির ক্যামিও থাকবে না।
১৯২২ সালে নিউ ইয়র্ক শহরের এক নিম্নবিত্ত দর্জির পরিবারে জন্ম নেয়া এই মানুষটি ‘সৌভাগ্যে’ বিশ্বাস করতেন। সৌভাগ্য তাঁকে ধরাও দিয়েছিল। ৯৫ বছরের জীবনটা প্রাণ খুলেই বেঁচে ছিলেন। আর সাথে সারাবিশ্বের মানুষকে ফ্যান্টাসির দুনিয়ায় ভাসিয়ে এক অন্যরকম আনন্দ দিয়ে গেছেন এবং তাঁর সৃষ্টি অমর হয়ে,সারাবিশ্বের মানুষকে আনন্দ দিতেই থাকবে,ভাল লাগা সৃষ্টি করবে। এমন জীবন কতজনই বা কাটিয়ে যেতে পারে!!
ওপারে ভাল থাকবেন- "স্ট্যান লি"।
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
জে এন হৃদয়০১ বলেছেন: Hmm :-(
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
জে এন হৃদয়০১ বলেছেন: :'(
৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: কি শুনাইলেন!
১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
জে এন হৃদয়০১ বলেছেন: সকালে উঠে আমিও শুনে এমন হয়েছিল
৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: পত্রিকা নিউজটি পড়েছি।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০
জে এন হৃদয়০১ বলেছেন: আমিও।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
নজসু বলেছেন:
শ্রদ্ধা।