নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ কোন মানুষ না, একজন পাগল-মানব।

জে এন হৃদয়০১

পাগল-মানবের ব্লগে স্বাগতম।

জে এন হৃদয়০১ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তবুও কি ওরা বলবে- পাইনি তোমায়?

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭



কে বলেছে;আমি পাই নি তোমায়?
তুমি যে বাতাসে শ্বাস নাও,
আমিও বুক ভরে-
সে বাতাস গ্রহণ করি।


তুমি যে পানি
পান কর,
আমিও তৃপ্তিভরে
সে পানি পান করি।


তুমি যে প্রকৃতি দেখে
মুগ্ধ হও,
আমিও সে প্রকৃতিতে-
মুগ্ধতা খুঁজে পাই।


যে চাঁদের আলোয়
তোমার চোখের জল গড়িয়ে পড়ে-
আমি সেই চাঁদের আলোতেই,
দিঘীর জলে তোমাকে দেখি।


একদিন আমি চলে যাব।
যাবে তুমিও!
তারপর;
কোন এক বৈশাখে-
তোমার সমাধির ধুলো,
উড়ে আসবে আমার সমাধিতে।


তারপর, কোন এক বরষায়
সব ধূলিকণা কাঁদা হয়ে যাবে।
এরপর, যুগ-যুগ কেটে যাবে।
আমার সমাধি ফসলী জমী হবে।


মিশে যাওয়া ধূলিকণার,
সেই জমিতে-
সবুজ ফসলের ঢেউ জাগবে।
কৃষকের মুখে হাসি ফুটবে।


আর আমার আত্মা-
সেই ধূলিকণাকে ভালবাসবে।
তবুও কি ওরা বলবে-
আমি কোনদিন পাই নি তোমায়!


কবিতা-০১ঃ শূণ্য মস্তিষ্কে অপ্রকাশিত আবেগ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

নজসু বলেছেন:


সহজ
সরল
এবং
সুন্দর।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

জে এন হৃদয়০১ বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: চাঁদ নিয়ে এত আদিখ্যেতার কি আছে, বুঝি না।
যাই। ছাদে যাই, দেখি কিছু বুঝতে পারি কিনা।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

জে এন হৃদয়০১ বলেছেন: চাঁদ এখনও উঠে নাই ভাইজান। হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.