![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যতদিন তাকিয়েছে
দেখেছি তার সহাস্যমুখ।
আঁখি! না, আমার চোখ নয়;
বলছি,সেই মেয়েটার কথা।
আঁখির চোখে কি মায়া ছিল ?
দুদিনের পরিচয়ে হাসিটা ছাড়া-
আর কিছুই দেখা হয় নি।
আঁখি! না, আমার চোখ নয়
বলছি,সেই মেয়েটার কথা।
প্রাণখোলা হাসিতে আবেশ থাকে,
থাকে পরিবেশ বদলের ক্ষমতা।
একঘেয়ে দুপুরে তার হাসির ঝংকার,
আমাদেরও প্রফুল্ল করত।
আঁখি! না, আমার চোখ নয়
বলছি,সেই মেয়েটার কথা।
আঁখির হাসি অমলিন থাকুক।
আঁখি ভাল থাকুক,ভাল রাখুক।
আঁখি!না, আমার চোখ নয়
বলছি,সেই মেয়েটার কথা।
আঁখি একদিন বৃদ্ধা হবে,
চুলে তার পাক ধরবে,চামড়া কুচকাবে।
তখনও কি আঁখির হাসিতে প্রাণ থাকবে?
হাসিরও কি বয়স বাড়ে?
উত্তর তো তার অশীতি হাসিতে।
বিধাতার কাছে প্রত্যাশা-
তিন যুগ পরে যদি হয় দেখা,
আমার স্মৃতি যেন নষ্ট না হয়।
সেদিন যেনো একঘেয়ে দুপুর থাকে।
আর কেউ যেনো হাস্যকর কোন ভুল করে।
আর সেই ভুলে- তার যেন হাসির ঝংকার ওঠে।
আঁখি! না, আমার চোখ নয়,
বলছি,সেই মেয়েটার কথা।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
জে এন হৃদয়০১ বলেছেন: আবেগ ও গভীরতা কম কারণ কবিতার কাহিনী হল, প্রাইভেট পড়তে গিয়ে আমার বান্ধবী আখি আমাকে, বলে তুই তো ইন্সট্যান্ট কবিতা লিখিস, আমাকে নিয়ে একটা কবিতা লেখতো। ৩০ মিনিটেরও কম সময়ে তাকে কবিতাটা লিখি। যেহেতূ সে আমার প্রেমিকা নয়, শুধুই বান্ধবী, তাই আবেগ গভীরতা কম।
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
মীর সাজ্জাদ বলেছেন: ভালো।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
জে এন হৃদয়০১ বলেছেন: ধন্যবাদ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: আঁখি , বানানটা পারলে ঠিক করে নিন। পঞ্চম স্তবকের তৃতীয় লাইনেই কেবল ঠিক বানানটি আছে।
দয়া করে এই কমেন্ট ডিলিট করবেন।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১২
জে এন হৃদয়০১ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।
এই পোস্টের সবচেয়ে মূলব্যবান কমেন্ট এটিই, ডিলেট করলাম না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা বেশ হয়েছে।
লিখতে থাকুন আগামীতে আরও ভাল হবে।
শুভকামনা রইলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৩
জে এন হৃদয়০১ বলেছেন: দোয়া রাখবেন।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে++
আরো বেশি করে লিখতে থাকুন,
শুভ কামনা রইলো।
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৩
জে এন হৃদয়০১ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ♥
৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
হাউকাউ
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
কবিতায় আবেগ কম, গভীরতা কম।