![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করছে না কেউ দেশের সেবা, ধরছে না কেউ হাল,
ভাবছে না কেউ দেশকে নিয়ে, তুলছে না কেউ পাল।
নিজেকে নিয়ে ভাবতে শুধু সবার মাথা ব্যথা,
দেশটাও নিজের, কেউ ভাবেনা এই কথা।
রাজনীতিরও রঙ্গমঞ্চে একই রকম চিত্র,
সবাই বলে- ওরা শত্রু, আমরা দেশের মিত্র।
ক্ষমতার লোভ করিনা আমরা দেশের ভাল চাই,
নির্বাচনে এবার যেন আপনার ভোট পাই।
এলে ক্ষমতায় আমরা এবার ধরব শক্ত হাল,
মনে মনে হেসে জনগণ ভাবে – বলে কি বেটা বাচাল !
ভোটের আগে সব নেতারাই এমন কথাই দেয়,
তার সাথে সাথে নিজ দুই হাতে- করে শুধু টাকা ব্যয়।
ক্ষমতায় এলে হয় যে ব্যস্ত তুলতে এসব টাকা,
দুর্নীতি আর ঘুষ নিয়ে করে সবার পকেট ফাঁকা।
দেশকে নিয়ে এভাবেই তারা ব্যবসা করছে খাসা,
এভাবেই তারা দেশের প্রতি দেখায় ভালবাসা।
এই যদি হয় দেশপ্রেমের বর্তমান ছবি,দেশকে নিয়ে লিখবে শুধু লেখক আর কবি।
বাস্তবতা চায় না লেখা,চায় যে শুধুই কাজ,কাজ করতে সবাইকে তাই এগুতে হবে আজ।
সবাই যদি একসাথে হয়ে ধরি দেশের হাল,চারিদিকেতে ছড়িয়ে যাবে উন্নতিরই জাল।
দেশপ্রেম নিয়ে দেশের সাথে এগিয়ে যাবে তুমি,সবার সেরা বাংলা, আমার প্রিয় জন্মভুমি।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
জে এন হৃদয়০১ বলেছেন: ধন্যবাদ।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাই, কবিতা সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, দেশ নিয়ে ভাবার সময় কই। সবাই ব্যস্ত আখের গোছানোর তালে। বিশেষ করে পলিটিশিয়ানরা।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
জে এন হৃদয়০১ বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশের রাজনীতিবিদদের নিয়ে সুন্দর কবিতা।
শেষ স্তবকে, 'এই যদি হয়' লিখলে সম্ভবত আরো সুখপাঠ্য হবে।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
জে এন হৃদয়০১ বলেছেন: জ্বি ভাই, এই যদি হয় ই লিখেছিলাম। এখানে লিখতে ভুল হয়েছে। ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
কিন্তু আমি বলতে চাই- কবিতা লিখে আর কি হবে? বাজারে চালের দাম কি কমবে?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮
জে এন হৃদয়০১ বলেছেন: কিছুই হবে না দাদা।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
হাবিব বলেছেন: খুব সুন্দর লিখেছেন