নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাবাস বাংলাদেশ

জুবায়ের শিশির

কি আর বলব.....

জুবায়ের শিশির › বিস্তারিত পোস্টঃ

বাবার ভালবাসা.......

২৫ শে মে, ২০১৫ দুপুর ২:১৭

ভালবাসা জিনিসটা হয়ত অনেক আগেই বুঝতে পেরেছি... কিন্তু বাবার ভালবাসাটা আমার বুঝতে একটু সময় বেশি লেগেছে....নিজের দোষেই এইটা হয়ত বুঝতে পারি নাই।পরে অনেককে দেখেছি।অনেকজনকে বাবা বানানোর চেষ্টা করেছি।বানিয়েছিও কয়েকজনকে।আজ বুঝতে পারছি এইট ভালবাসাটা অনেক কষ্টের। আমি এইসব মানুষ দের সাথে বেশি দিন থাকতে পারব না।হয়ত যোগাযোগ থাকবে। কিন্তু এর চেয়ে বড় কষ্ট আর নেই।আনি দেখেছি আমার বন্ধুদের বাবাদের।তাদের সাথে তাদের বাবাদের সম্পর্ক দেখেছি।আমি আমার বাবার সাথে আমি সকল সম্পর্ক ঠিক করেছি কিন্তু তবুও যেন কিসে ঘাটতি থাকে
আর তা হচ্ছে ভালবাসা। তিনি হয়ত ভালবাসতে জানেন নাহলে তা প্রকাশ করতে পারেন না।আমি এখন একজনকে বাবা বলে ডাকি তাকে আমি কিছুদিন পরে চলে যাব।পরে কি করব নিজেই জানি না।আমি ছেলেমানুষি করছি।এইসব লেখা আমার উচিত হচ্ছে না।কিন্তু আজ যে খুব লেখতে নিচ্ছে করছে।তাই লিখছি।লিখার স্বাধীনতা আমার আছে তাই লিখছি।কতজনে কত কিছু বানায়। কেও বোন কেও বন্ধু কেও বান্ধবী কেও ভাই। কিন্তু বাবা থাকতেও আমি আজ কত বাবা বানাচ্ছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.