![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কদিন পর তুই হবে কনে আর আমি হবো বর,
কদিন পর তুই হবে কনে আর আমি হবো বর,
দেশ স্বাধীন করতে তোর কিসের এত ডর?
- ফেব্রুয়ারি মাসে এই ডায়লগটা বেশ ব্যবহার করা হয়।
এরকম হাজারো মিষ্টি কথা বলে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার চেষ্টা চালায়, সফল ও হয়। কিছু মেয়েরা জান সোনার কথায় মজে গিয়ে দেশ স্বাধীন করতে রাজি হয়ে যায়, এক সময় জান সোনাটা জানোয়ারের মতো থাকে ফেলে রেখে অন্য মেয়ের দেশ স্বাধীন করতে চলে যায়! তখন এলাকার সবচেয়ে ভদ্র ছেলেকেও তার কাছে মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধা মনেহয় ! কলেজ-ভার্সিটির সর্বশেষ ভদ্র ছেলেটাও বাজারিকে ভালোবাসতে চাইলে মুক্তিযোদ্ধা ভেবে দূর দূর বলে তাড়িয়ে দেয়!! একটা জানোয়ারের জন্য মেয়ের তো সর্বনাশ হয়ই সাথে একটা ছেলের ভালোবাসা শুরু আগে শেষ হয়ে যায়
-তাই ১৪ই ফেব্রুয়ারি সাবধান।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫
jobrul islam habib বলেছেন: এই ব্লগে আমি এতদিন পাটক ছিলাম, এখানে অনেকের বক্ত আমি। আজ প্রথম কিছু একটা ব্লগে লেখলাম,আশাকরি সবাই ভুলত্রুটি ধরিয়ে দিবেন, এবং ভালো-খারাপ মন্তব্য করে উৎসাহিত করবেন।