![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নেই ...££... জীবনে পোড় খাওয়া মানুষ আমি। প্রতিদিন বাবা মার কলহ চোখ বুঝে সহ্য করি... প্রেমিকা অনেক আগে ছেড়ে চলেগেছে ... বন্ধুদের কাছে মানুষ হিসেবে গুরুত্ব পাইনা . . . আচ্ছা সবাই কি আমাকে আপদ ভাবে ? জানিনা । হয়তো ভাবে । জানিনা এভাবে কতদিন বাঁচবো... হাল ছাড়তে চাইনা ... মানুষ হয়ে বাচঁতে চেষ্টা করছি... একটু শান্তির খোজেঁ বেরিয়েছি... অচেনা পথে হেটে চলা পথিক… যদি সাক্ষাতলাভ করতে চাও তবেঅচেনা পথে চলে এসো .… ;( ;( ;( আমি আমার পৃথিবীকে আজও চিনতে পারিনি, পারিনি পৃথিবীর মানুষগুলোকেচিনতে । অনেক বন্ধুই এল গেল, তবুও আমার জীবনটা রয়ে গেল এলোমেলো । একটা অগোছালো জীবন- জীবনে পাইনি কারো ভালোবাসা, পাইনি কারো সান্ত্বনা । প্রেম-ভালোবাসা-মহব্বত, এই নামগুলোর সাথে কেন যে আজো পরিচিত হতে পারলাম না, আমি নিজেও জানি না। আজ একটা ছোট্ট জীবনে একটু ভালোবাসা পাবো বলে করি না কারো কাছ থেকে আশা। তবুও কেউ যদি তার একান্তেই করতে চায়, করবো না তাকে মানা। একটি মেয়েকে আমি আমার নিজের অজান্তেই ভালোবেসে ছিলাম, চেয়ে ছিলাম তাকে নিয়ে গড়বো আমার একটি সুন্দর ভুবন। কিন্তু না আমি পারিনি, পাইনি তার কাছ থেকে কোনো ভালোবাসা, পাইনি কখনো কোনো আশা। আজ সে অন্য কারো, ভাবতে আমার হয় খুব কষ্ট। তবুও ভাবি তাকে নিয়ে, ভালো লাগে ভাবতে। ভেবে যাব তাকে, যতদিন থাকে মনে। অজানা অনেক আশা নিয়ে শুরু করে ছিলাম আমার পৃথিবীর পথচলা, প্রাপ্তি-অপ্রাপ্তি আর অনেক আশা- নিরাশা নিয়ে এগিয়ে চলেছিআমি,চলবো যতোদিন আমার দেহে থাকে প্রাণ। আর একদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, দূরে অনেক দূরে,বহুদূরে, যেখান থেকে কেউ আমাকে ফিরিয়েআনতে পারবে না। দু,একদিন দু,চার জন চোখের জল ফেলে ভুলে যাবে আমায়। অতি সাধারন এক মানুষ সব সময় বাস্তবতা নিয়ে ভাবী স্বপ্ন জিনিসটা একটু কম দেখিকারন ঘুম ভেঙ্গে গেলে নিজেকেআবার সেই ছেড়া কাঁথার নিচেই পাই তখন আর স্বপ্ন কে সত্যিই বলে মনে হয় না ।
কিছু দিন আগে পাত্রি চাই বলে একটা পোস্ট করেছিলাম
ভেবেছিলাম লেখাটা খণ্ড আকারে বড় করে লিখবো
কিন্তু তা আর হলো না
আমার ওই বড় ভাই কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করেছে
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জন্যেও একটা বিজ্ঞাপন দিয়ে দিন
৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫
ইসমাইল জবু বলেছেন: অবশ্যই দিবো ভাই
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৫
ইসমাইল জবু বলেছেন: অবশ্যই দিবো ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৯
ইসমাইল জবু বলেছেন: আমি কিন্তু জেলাস ফিল করছি