নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

ইসমাইল জবু

আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নেই ...££... জীবনে পোড় খাওয়া মানুষ আমি। প্রতিদিন বাবা মার কলহ চোখ বুঝে সহ্য করি... প্রেমিকা অনেক আগে ছেড়ে চলেগেছে ... বন্ধুদের কাছে মানুষ হিসেবে গুরুত্ব পাইনা . . . আচ্ছা সবাই কি আমাকে আপদ ভাবে ? জানিনা । হয়তো ভাবে । জানিনা এভাবে কতদিন বাঁচবো... হাল ছাড়তে চাইনা ... মানুষ হয়ে বাচঁতে চেষ্টা করছি... একটু শান্তির খোজেঁ বেরিয়েছি... অচেনা পথে হেটে চলা পথিক… যদি সাক্ষাতলাভ করতে চাও তবেঅচেনা পথে চলে এসো .… ;( ;( ;( আমি আমার পৃথিবীকে আজও চিনতে পারিনি, পারিনি পৃথিবীর মানুষগুলোকেচিনতে । অনেক বন্ধুই এল গেল, তবুও আমার জীবনটা রয়ে গেল এলোমেলো । একটা অগোছালো জীবন- জীবনে পাইনি কারো ভালোবাসা, পাইনি কারো সান্ত্বনা । প্রেম-ভালোবাসা-মহব্বত, এই নামগুলোর সাথে কেন যে আজো পরিচিত হতে পারলাম না, আমি নিজেও জানি না। আজ একটা ছোট্ট জীবনে একটু ভালোবাসা পাবো বলে করি না কারো কাছ থেকে আশা। তবুও কেউ যদি তার একান্তেই করতে চায়, করবো না তাকে মানা। একটি মেয়েকে আমি আমার নিজের অজান্তেই ভালোবেসে ছিলাম, চেয়ে ছিলাম তাকে নিয়ে গড়বো আমার একটি সুন্দর ভুবন। কিন্তু না আমি পারিনি, পাইনি তার কাছ থেকে কোনো ভালোবাসা, পাইনি কখনো কোনো আশা। আজ সে অন্য কারো, ভাবতে আমার হয় খুব কষ্ট। তবুও ভাবি তাকে নিয়ে, ভালো লাগে ভাবতে। ভেবে যাব তাকে, যতদিন থাকে মনে। অজানা অনেক আশা নিয়ে শুরু করে ছিলাম আমার পৃথিবীর পথচলা, প্রাপ্তি-অপ্রাপ্তি আর অনেক আশা- নিরাশা নিয়ে এগিয়ে চলেছিআমি,চলবো যতোদিন আমার দেহে থাকে প্রাণ। আর একদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, দূরে অনেক দূরে,বহুদূরে, যেখান থেকে কেউ আমাকে ফিরিয়েআনতে পারবে না। দু,একদিন দু,চার জন চোখের জল ফেলে ভুলে যাবে আমায়। অতি সাধারন এক মানুষ সব সময় বাস্তবতা নিয়ে ভাবী স্বপ্ন জিনিসটা একটু কম দেখিকারন ঘুম ভেঙ্গে গেলে নিজেকেআবার সেই ছেড়া কাঁথার নিচেই পাই তখন আর স্বপ্ন কে সত্যিই বলে মনে হয় না ।

ইসমাইল জবু › বিস্তারিত পোস্টঃ

জাতি কি আবারো লজ্জিত ???

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

২০১৪ ৫ জানুয়ারির নির্বাচনের পর ভেবে ছিলাম এই বুঝি দেশে অশান্তি শুরু হয়ে গেল।কিন্তু না তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো এইটা সংবিধান রক্ষার নির্বাচন। তখন মনে একটু শান্তি পেলাম এইভেবে যে আমরা শিগ্রই আরেকটা নির্বাচন পাচ্ছি।কিন্তু সেই নির্বাচনের নামটুকু ও শুনলাম না সরকারের পক্ষ থেকে।এভাবে একটা বছর কেটে গেল।

এবার ২০১৫ ৫জানুয়ারির পর থেকে বি এন পি জোটের টানা তিন মাসের আন্দোলনের ফল এই সিটি নির্বাচন ।যাই হোক এই নির্বাচন নিয়ে মানুষের আশঙ্কার শেষ ছিলো না । নির্বাচনে ঠিক মত ভোট দিতে পারবে কিনা।

আমার কথাই ধরুন আমি নতুন ভোটার

অনেক আসা নিয়ে ভোট কেন্দ্রে গেলাম।ভোট দিতে পারলাম না।না পারার কারন ব্যালট পেপার শেষ।কেন্দ্র থেকে বের হয়ে এক বন্ধুকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম দোস্ত ভোট দিলি? এ কথা শুনে দোস্ত আমার ফোন কেটে দিলো,পরে ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম ফোন কাটলি কেন-----

অনেকক্ষণ চুপ থাকার পর উত্তর দিলো কথা বলার ইচ্ছা ছিলো না তাই ফোন কেটে দিলাম,ওর কথা বার্তা আমার কাছে সুবিধার মনে হল না

আসল কথা জানতে চাইলাম,যা শুনলাম তাতে মনে হল আমার অভিজ্ঞতার ভান্ডারে কিছু একটা যুক্ত হতে চলছে----------?????



আচ্ছা থাক ওইদিকে আর নাইবা গেলাম আজকে নির্বাচনের কথা ধরুন

সবাই আসা করেছিলাম অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে।

কিন্তু না তা আর হল না

আমি আপনি নিরপেক্ষ থাকলে হবে না সরকারকেও নিরপেক্ষ হতে হবে



শেষ কথা এটাই

এ নির্বাচনের পাণ্ডুলিপি যদি আমাদের প্রধানমন্ত্রী তৈরি করে থাকেন

তাহলে পরিচালক কিন্তু নির্বাচন কমিশন

আর আমরা সবাই হলাম অভিনেতা

‪‎Respect Primeminister Sheikh Hachina‬

আপনি আরেকটা বিতর্কিত নির্বাচন আমাদের উপহার দিলেন

জাতি আবারো লজ্জিত ???

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতি অনুভূতি হীন!

তারা বলে শান্তিপূর্ন নির্বাচন হয়েছে- শান্তি তো বটেই- কবরের শান্তি!

আর যখন বলে উৎসব মূখর পরিবেশে ভোট হয়েছে- তখন মনে পড়ে জিওগ্রাফি চ্যানেলে হায়েনার হরিণ শিকারের উৎসবের কথা!

হায়েনার জন্য তা উৎসবই বটে!!!!

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

ইসমাইল জবু বলেছেন: আপনার কথার সাথে আমি একমত

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

মিতক্ষরা বলেছেন: শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলে কোন নির্বাচনেই কেউ ভোট দিতে পারবে না।

২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১০

ইসমাইল জবু বলেছেন: কথাটি সত্য

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

হৃদয়-রাইডে বলেছেন: হাম্বা হাম্বা
জয় খাজা বাবা
গাঞ্জা ধরাইছি

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

ইসমাইল জবু বলেছেন: হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.