নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৫২ আর ৭১ এর চেতনায় আছি বাধা

ইসমাইল জবু

আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নেই ...££... জীবনে পোড় খাওয়া মানুষ আমি। প্রতিদিন বাবা মার কলহ চোখ বুঝে সহ্য করি... প্রেমিকা অনেক আগে ছেড়ে চলেগেছে ... বন্ধুদের কাছে মানুষ হিসেবে গুরুত্ব পাইনা . . . আচ্ছা সবাই কি আমাকে আপদ ভাবে ? জানিনা । হয়তো ভাবে । জানিনা এভাবে কতদিন বাঁচবো... হাল ছাড়তে চাইনা ... মানুষ হয়ে বাচঁতে চেষ্টা করছি... একটু শান্তির খোজেঁ বেরিয়েছি... অচেনা পথে হেটে চলা পথিক… যদি সাক্ষাতলাভ করতে চাও তবেঅচেনা পথে চলে এসো .… ;( ;( ;( আমি আমার পৃথিবীকে আজও চিনতে পারিনি, পারিনি পৃথিবীর মানুষগুলোকেচিনতে । অনেক বন্ধুই এল গেল, তবুও আমার জীবনটা রয়ে গেল এলোমেলো । একটা অগোছালো জীবন- জীবনে পাইনি কারো ভালোবাসা, পাইনি কারো সান্ত্বনা । প্রেম-ভালোবাসা-মহব্বত, এই নামগুলোর সাথে কেন যে আজো পরিচিত হতে পারলাম না, আমি নিজেও জানি না। আজ একটা ছোট্ট জীবনে একটু ভালোবাসা পাবো বলে করি না কারো কাছ থেকে আশা। তবুও কেউ যদি তার একান্তেই করতে চায়, করবো না তাকে মানা। একটি মেয়েকে আমি আমার নিজের অজান্তেই ভালোবেসে ছিলাম, চেয়ে ছিলাম তাকে নিয়ে গড়বো আমার একটি সুন্দর ভুবন। কিন্তু না আমি পারিনি, পাইনি তার কাছ থেকে কোনো ভালোবাসা, পাইনি কখনো কোনো আশা। আজ সে অন্য কারো, ভাবতে আমার হয় খুব কষ্ট। তবুও ভাবি তাকে নিয়ে, ভালো লাগে ভাবতে। ভেবে যাব তাকে, যতদিন থাকে মনে। অজানা অনেক আশা নিয়ে শুরু করে ছিলাম আমার পৃথিবীর পথচলা, প্রাপ্তি-অপ্রাপ্তি আর অনেক আশা- নিরাশা নিয়ে এগিয়ে চলেছিআমি,চলবো যতোদিন আমার দেহে থাকে প্রাণ। আর একদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, দূরে অনেক দূরে,বহুদূরে, যেখান থেকে কেউ আমাকে ফিরিয়েআনতে পারবে না। দু,একদিন দু,চার জন চোখের জল ফেলে ভুলে যাবে আমায়। অতি সাধারন এক মানুষ সব সময় বাস্তবতা নিয়ে ভাবী স্বপ্ন জিনিসটা একটু কম দেখিকারন ঘুম ভেঙ্গে গেলে নিজেকেআবার সেই ছেড়া কাঁথার নিচেই পাই তখন আর স্বপ্ন কে সত্যিই বলে মনে হয় না ।

ইসমাইল জবু › বিস্তারিত পোস্টঃ

নারী কি মানুষ নয়? শুধু প্লাস্টিকের চেয়ে বেশি কিছু?

০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪


কিছুদিন থেকেই একটি বিজ্ঞাপন দেখাচ্ছে টিভিতে, বেঙ্গল প্লাস্টিকের। বোঝা যায়, ‘নারীর প্রতি সম্মান’ বিষয়টিকে মুখ্য করেই বিজ্ঞাপনটি তৈরি করার প্ল্যান ছিল নির্মাতা ও কর্তৃপক্ষের। কিন্তু নারীর সঙ্গে প্লাস্টিকের তুলনা করে তারা নারীদের কতটুকু অসম্মান করেছে, তাদের ধারনা আছে?

বিয়ের কনে, বাইক রাইডার, কিশোরী মেয়ে, কর্পোরেট কর্মচারী, ঘরের বউ কিংবা কোন কঠিন কাজ- সবখানেই নারীরা অবহেলিত ও গুরুত্বহীন। হ্যাঁ, ব‌্যাপরাটি বিজ্ঞাপনে সুস্পষ্ট। জন্ম থেকেই প্রতিকূল পরিস্থিতে লড়ি আমরা। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরীব, সুন্দর অসুন্দর- সকল শ্রেনীর নারীরাই লড়ছে এবং যোগ্যতা প্রমান করছে। তবে তারা কিন্তু কোনভাবেই প্লাস্টিক কিংবা প্লাস্টিকের সঙ্গে তূলনাযোগ্য নয়।

পুরো বিজ্ঞাপনে বিভিন্ন ভূমিকায় নারীদের প্লাস্টিকের পুতুল ব্যবহার করে বোঝানো হয়েছে, তাদের প্রতি অসামঞ্জস্যমূলক দৃষ্টিভঙ্গি বোঝানো হয়েছে। একপর্যায়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ‘আই অ্যাম নট প্লাস্টিক, আই অ্যাম কনফিডেন্ট, আই হ্যাভ ফ্রিডম অব চয়েস, আই অ্যাম ইনোভেটিভ, আই অ্যাম স্ট্রং, আই অ্যাম অ্যাডভেনচারাস, অামি তাই করবো যা আমি করতে চাই’।

ভালো লাগলো বহিঃপ্রকাশ দেখে। আরও ভালো লাগলাে নারী স্বাধীনতার কথা উদাত্ত ভঙ্গিতে বলার পরেও কোন সমালোচনা হয়নি। কারন কিছুদিন আগেই বলিউডি অভিনেত্রী দিপিকা পাড়ুকোন তার ‘মাই চয়েস’ ভিডিওতে একই কথা ‘অামি তাই করবো যা আমি করতে চাই’ বলে বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। অবশ্য সেখানে যৌন স্বাধীনতার কথা একটু বেশিই বলা হয়েছিল, যা আমাদের সমাজিক নীতি অনুমোদন করে না।

বিজ্ঞাপনের শেষের দিকে গম্ভীর গলায় ধারাবর্ণনা করার সময় বলা হয়, ‘নারীর এই ইচ্ছাশক্তিকে স্বাগত জানাই। তাই তাদের সুরে বলতে চাই, আই অ্যাম নাট প্লাস্টিক, আই অ্যাম মোর, আই অ্যাম বেঙ্গল’। সম্ভবত কণ্ঠটি আসাদুজ্জামান নূরের। তাকে, নির্মাতাকে এবং বেঙ্গলকে বলতে চাই- আপনারা প্লাস্টিক না তো কি? সোনা রূপা পিতল কাঁসা দিয়ে আপনাদের পন্য তৈরি হয়? বেঙ্গল তৈরি করে দেখে কি প্লাস্টিক আর প্লাস্টিক থাকবে না? আপনারা কি বলতে চান- প্লাস্টিকের পুতুল আর নারীর মধ্যে যতটুকু পার্থক্য, প্লাস্টিক আর আপনাদের পন্যের মধ্যে ততটুকুই পার্থক্য?

লেখক ছন্দারিনা গীতি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.