নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখির ভুবনটা খুব প্রিয় :)

তূর্য নীল

তূর্য নীল › বিস্তারিত পোস্টঃ

অবহেলিত ভালবাসা

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৮

ভালবাসাটা হয় মন থেকে,মনের মিলনই ভালবাসা
দুটি মন যখন একটি অদৃশ্য শক্তি দ্বারা এক সম্পর্কে আবদ্ধ থাকে তখন একে 'ভালবাসা' বলে
কারো মন দেখেই ভালবাসতে হয়,চেহারা দেখে নয়
আজ আপনি যেই ভালবাসাকে অবহেলা করছেন শুধু চেহারার জন্য,হয়ত সেই ভালবাসা পাওয়ার জন্য কেউ দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছে
সেই মানুষটা আপনার কাছে কিছু না হলেও সে তার মা বাবার কাছে 'রাজপুত্র/রাজকন্যা'
তবুও আপনার ভালবাসা পাওয়ার জন্য দিন দিন কাতরাচ্ছে,সব ভালবাসা অবহেলা করে
আপনার ভালবাসার জন্য অধীর অপেক্ষায় আছে
কিন্তু আপনি? কতটা নিকৃষ্ট :)
তার সত্যিকারের ভালবাসাকে অবহেলা করছেন শুধুমাত্র রূপের জন্য
ভালবাসা কে হারিয়ে হিচ্ছেন সামান্য একটা চেহারার সুন্দরতা এবং রূপের কাছে
একটুও বোঝার চেষ্টা করেন নি তার মনের পবিত্রতা,সুন্দরতা এবং আপনার প্রতি তার প্রবল আকৃষ্টটা!
হয়ত আপনার কাছে জানাই নেই ভালবাসার মানে টা কি?
জানেন না,ভালবাসার মুল্যটা কি?
একদিন এই ভালবাসার জন্য আপনিই ছুটে বেড়াবেন
কিন্তু খুজে পাবেন না তাকে,পাবেন না খুজে তার ভালবাসা,
যেই ভালবাসা অবহেলিত হতে হতে নিমজ্জিত হয়ে গেছে
উঠে দাঁড়াবার শক্তিটুকুও যার নেই
তখন কাঁদবেন আপনি সেই ভালবাসার জন্য
তখন হয়ত বুঝবেন ভালবাসা না পাওয়ার কষ্টটা
এই পৃথিবীতে মানুষ সব কষ্ট সহ্য করতে পারলেও নিজের ভালবাসার মানুষের অবহেলা সহ্য করতে পারেনা! তখন হয়ত কেউ নিজের আত্মত্যাগের মাধ্যমে এই কষ্টের অবসান ঘটায়!
আর তখন হয়ত আপনি দুঃখকে সঙ্গী করে নিবেন এবং দুঃখের বিলাসিতা

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।

ভালোবাসা আসবে আপনার জীবনে, এখন ব্যস্ত হওয়ার দরকার নেই।

২০ শে মে, ২০১৭ রাত ১১:১৭

তূর্য নীল বলেছেন: জি আচ্ছা :)

২| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮

মোস্তফা সোহেল বলেছেন: লেখার চেষ্টাটা ভালই ছিল । সামনে আরও ভাল হবে । অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

তূর্য নীল বলেছেন: ইনশাল্লাহ! :D

৩| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: welcome to Blog, your thinking is very sensitive, well, some creation start about this point. Hope you will be right tract in the Society.

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

তূর্য নীল বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৩৫

বিজন রয় বলেছেন: ভালবাসা কিন্তু অনেক কঠিন!

সাবধান।

হা হা হা ............ মজা করলাম।

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০৪

তূর্য নীল বলেছেন: আবার সহজ ও না

৫| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: বাস্তবতাইয় ভালবাসার দিকটা ভিন্ন

০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

তূর্য নীল বলেছেন: ঠিক বলেছেন!

৬| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:১৭

স্বতু সাঁই বলেছেন: বিয়ে করে দুটো সন্তান নেও আসল ভালোবাসা বুঝতে পারবেন..

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪

তূর্য নীল বলেছেন: আরো অনেক দেরি আছে

৭| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সঠিক নিয়ম মেনে ভালবাসা পাওয়ার চেষ্টা করলে ভালবাসা পাওয়া যায়। হতাশ হওয়ার কোন কারণ নেই। তবে এক্ষেত্রে কিছুতেই অনিয়ম করা চলবেনা, তাহলেই ফসকাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.