![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা ,
যারা ক্যাচাল পোস্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি ক্যাচালময় আপডেট ।
সামু ব্লগের একসময়কার জনপ্রিয় ব্লগার শিপু ভাই এর সাথে ছুপা ছাগু জাতীর নানা
বিরোধীতা ছিলো অনেক দিন ধরে ।
ব্লগের ছাগুফাইটারদের সন্দেহ ছিলো এই জাতীর নানা আসলে ছাগুদের নানা কিন্তু সে নিজেকে জাতীয়তাবাদি পরিচয় দিতো ।
এনোনিমাস এই ব্যাক্তির পরিচয় খুঁজে বেড়াচ্ছে দেশের বিভিন্ন প্রসাশন , সকলের প্রশ্ন কেই এই জাতীর নানা , আজ শিপু ভাইর পোস্টের মাধ্যমে পরিচয় পাওয়া গেলো জাতীর নানার আসল পরিচয় কি । সেই সাথে তার জামাত সংশ্লিষ্ঠতার ব্যাপারেও তিনি চ্যালেঞ্জ করেছেন ।
আসুন তার পোস্টটিতে তিনি কি লিখেছেন ।
আজ আপনাদের সামহোয়্যারইন ব্লগের একসময়ের মোটামুটি জনপ্রিয় ব্লগার জাতীর নানার গল্প বলবো । ভ্রমন পোস্ট ও রম্য লেখক এই জাতীর নানা বর্তমানে একটি রাজনৈতিক দলের লেখক হিসাবে ফেসবুকে পরিচিত । নিজেকে এনোনিমাস দাবী করা এই ব্যাক্তি এক সময় এনোনিমাস ছিলো না ।
মানসিকতার দিক থেকে অতি নোংরা নিচ প্রজাতীর এই ব্যাক্তিটির সাথে আমি পরিচিত ছিলাম ,
মিথ্যা বলায় পারদর্শি এই লোকটা সত্যের মতো করে চমতকার সব মিথ্যা পোস্ট লিখতো সামুতে । আমি সহ আরও অনেক ব্লগারের সম্পর্কেই আজে বাজে মিথ্যা পোস্ট দিয়ে হেয় প্রতিপন্ন করার চেস্টা করেছে । এমনকি আমার শিশুপুত্রকে নিয়ে বাজে কথা বলতেও এই বিকৃতমনা লোকটার বাধে নাই ।
রাজনীতির ভিন্নমত হলেও তার সাথে আমার কোন রাজনৈতিক ক্যাচাল নাই । কিন্তু তাকে তার পুর্বের আচরনের জন্য আক্রমন করে কিছু বললেই জাতীয়তাবাদি সাইনবোর্ড লাগিয়ে কিছূ আইডি আমার উপর ঝাপিয়ে পরে যার অধিকাংশই তার নিজের অপারেট করা মাল্টি ।ব্যাক্তিগত দোষ ঢাকতে নিজের জাতীয়তাবাদি পরিচয়টাকে ঢাল হিসাবে ব্যবহার করে ব্যাপারটাকে রাজনৈতিক ফ্লেবার দেয়ার চেস্টা করে ।
পরবর্তিতে তার ব্যাপারে খোজ নিয়ে জানলাম সে আদৌ জাতীয়তাবাদি সংশ্লিষ্ঠ কেউ না , সে আসলে জামাত সংশ্লিষ্ঠ ব্যাক্তি , ইতিপুর্বেও তাকে অনেক ছাগু ফাইটার " ছাগুদের নানা " বলে সম্বধন করেছে ।নিজের ছাগু পরিচয় ঢাকতেই এই জাতীয়তা বাদি লেবাস , কারও যদি এই ব্যাপারে ডাউট থাকে তবে তার জামাত সংশ্লিষ্ঠতা জানতে নিচে উল্লেখীত ঠিকানায় বা মির সরাই থানায় খোজ নিয়ে দেখা যেতে পারে ।
জাতীর নানা আইডি নেম ব্যবহার করলেও তার আসল নাম নাজিম বা নাজিম উদ্দিন , চিটাগং এর মিরসরাই থানার অধীবাসি , গ্রামের নাম পুর্ব পরাগালপুর , মাস্টার বাড়ি বললে যে কেউ দেখিয়ে দেবে তার পিতা বদর উদ্দিন একজন এয়ারফোর্স এর অফিসার ছিলেন ।
একসময় সরকারের বিরুদ্ধে তার লেখা লেখির কারনে সে নিজের পরিচয় গোপন করা শুরু করলেও এখন সেই সুযোগ নেই ।
রাজনৈতিক মিথ্যাচারেও তার জুড়ি নাই , বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা বানোয়াট প্রপাগান্ডা ছরিয়েছে বহুবার । " জাতীর নানা " নামটিও জাতীর জনককে হেয় করেই নেয়া ।
স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্রের এই মুখোশধারী নোংড়া লোকটির ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্ববান জানাচ্ছি ।
পোস্টের লিংক
আশা করি আজ রাতের বিনোদন পরিপুর্ন হবে সকলের
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
যোদ্ধা ৭১ বলেছেন: ধন্যবাদ রাফা আপু ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৯
কাহাফ বলেছেন: চেতনায় টান পড়ল..........
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
জিরো ডাইমেনশন বলেছেন: সময় নিয়ে মন্তব্য করাই ভালো......আগে দুজনে পোস্ট গুলো পড়ে আসি...... বিনোদনের গন্ধ পাচ্ছি......
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: জাতির নানা বলতে আমরা শেখ লুতফর রহমানকেই বুঝি।
জাতির জামাই বলতে বুঝি ওয়াজেদ মিয়াকে।
আর জাতির ছেলে ময়ে হচ্ছে জয় ও পুতুল।
এবার বুঝলেন তো, জাতি বলতে কাকে বোঝানো হচ্ছে?
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৯
নীরব হাসান মুননা ০০৭ বলেছেন: জাতির নানা যে এই পরিচয় বের হয়ে যাওয়ায় পেনট ভিজিয়ে ফেলেছেন তা জাতির নানা নিজেই ফেবুর ঐ পোসটে বলেছেন
:v মানুষ এত বোকা হয় কিভাবে !
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৫
মাথা খারপ মানুষ বলেছেন: এইটা আর নতুন কি? মামা ভাইগ্না সিন্ডিকেট আগে এমন পুস্ট দিছে।
লুলরাজ জিশানের কান্ডকীর্তি ফাস করা জন্য নানারে নিয়া তাদের অনেক দিনের ব্যাথা।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৮
মাথা খারপ মানুষ বলেছেন: "রাফা আপু "
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
আহসানের ব্লগ বলেছেন: :O
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৬
রাফা বলেছেন: কে আপু..! মাথা ঠিক আছেতো..?
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৩
রাফা বলেছেন: আপনার লিংক কাজ করেন।আজব, এতদিন পর জানলেন!!