নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারামুক্তি দিবস-আবারও নিরাপদ

আমার প্রথম ভাল লাগা- লাবণ্য, দ্বিতীয় ভাল লাগা সামু এবং তৃতীয় ভাল লাগা জানা আপু

জইন

আমি একজন ঋষি,এই অভিমত আমার মার. কিন্তু মা জানেন না ... ঋষিদের চরিত্র অতটা ভাল না। সুন্দরীদের দেখে পাগল হওয়া ... কাউকে অভিশাপ দিতে তারা ওস্তাদ। যদিও আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার নিজেকে কবি বলতে ভালবাসি ... আবৃত্তি আমার শখ,কথা বলা আমার নেশা, ভালবাসার ক্ষমতায় নিজেই বিস্মিত। রান্না বান্নায় সিদ্ধোহস্ত।নিজের কাজ নিজে করতে ভালবাসি।

জইন › বিস্তারিত পোস্টঃ

কাল রাতে গৃহত্যাগ করতে চাইছিলাম

০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১০

"বনমালি তুমি পর জনমে হইও রাধা....." আফসোস,পরজনমে যাওয়া লাগলো না,এই জনমেই রাধা হয়ে গেলাম।হওয়ার কথাছিল কৃষ্ণ .... আর হইলাম রাধা.....।জীবনে অনেক বার অনেক নারী এসেছে,কিন্তু কপালের লেখা....কাউকেই ভালবাসিনি বা কারো সাথেই প্রেম বা অন্য কোনো সম্পর্কে যাইনি.... ছাত্রাবস্থায় সবাই দল বেঁধে সারা বাংলাদেশ গেল, কক্সবাজারে যেয়ে সেকি উচ্ছাস (ছবি দেখেছি) আর আমি গেলাম না..... আমার বাসার সবাই কয়েকবার কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়িয়ে এসেছে,কিন্তু আমি প্রতিবার উপেক্ষা করেছি.... তার কারণ আমার কবি মন একটা পণ করেছিল যখন আমি কলেজে.... প্রথম সমুদ্র দেখব তার সাথে যাকে আমি ভালবেসে আমার ক্ষুদ্র জীবনের সাথী করবো..... কিন্তু হায়, স্কুল লেভেল থেকে লাবণ্যের প্রেমের পড়ার আগ পর্যন্ত বন্ধুরা আমাকে নারীঘটিত ব্যাপারে সন্ধেহ করলেও আদতে আমি ছিলাম এ ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ......... সার্থক বা আংশিক কোনো প্রেমেও আমি সফল ছিলাম না..... কারণ আমি আমার স্বপ্নের ষোলআনা নারীকে তখনও পাইনি।

কিন্তু এক চমৎকার বসন্তের সকালে আমার কল্পনার ষোলআনা নারীকে দেখে আমার জন্ম জনম বা জনম জনম সবই ব্যর্থতার দিকে এগিয়ে যেতে থাকে ..... কি যে খারাপ একটা সময় আমি কাটিয়েছি.... এখনও কাটছে, বলে বোঝাতে পারবো না ........ যা হোক...... অনেক দিন কেটে যায় ..... আমার সুদিন আসে.... কিন্তু আমি সুদিন ধরে রাখতে পারি না.... প্রতিদিন ঝগড়া লাগে আবার অবশ্য মিট হয়ে যায়..... সবাই বলে এতে নাকি প্রেম গাঢ় হয় (ভুয়া)।আমার শুধু ভয় হয় ওকে যদি হারাই.... ও আমাকে বুঝায়। কিন্তু মন মানে না..... ও যদি ওর কোনো বন্ধু (ছেলে) কথা বলে .. আমার রাগে গা জ্বলতে থাকে,আমি চিল্লাপাল্লা করি.... ও বলে আমি নাকি নিচু মনের..... আফসোস .... আমার ভালবাসাটা দেখলো না .... কাল এমন একটা সুন্দর দিন ছিল আর আমি গাধা দিলাম ঝগড়া লাগাইয়া ... আসলে এখানে আমার দোষ নাই ..... উপরওয়ালাই আমাদের মধ্যে ঝগড়া লাগায়, আমাকে রাধা বিরহ দিতে চায় ..... একবার এক মেয়ে আমাকে খুব ভালবেসে ফেলবো..... মেয়েটার সমস্ত যোগ্যতা সত্ত্বেও আমি তাকে ভালবাসতে পারিনি..... আমি বলেছিলাম....ক্ষমা করে দিও .... আমার মন যাকে যায় সে তুমি না..... মেয়েটা আমাকে অভিশাপ দেয়, ও যে দুঃখ পেয়েছে আমিও যেন এই দুঃখের স্বাদ পাই..... আজ আমার বান্ধবীটার বিয়ে হয়ে গেছে.... ওকে বলতে ইচ্ছা করে ..... এই স্বাদ আমি পেয়েছি..... পাচ্ছি.... প্রতিদিন একএকটা ঝগড়া রাগ অভিমানে...... কাল আষাঢ়ী পূর্ণিমা আর দেখেন আমি লাগাইদিলাম ঝগড়া..... তখন মনের অবস্থা এত খারাপ কি আর বলবো ইচ্ছা করছি একদম সোজা হাটা দেই যেদিকে মন চায়.... অনেক চেষ্টা করছি কিন্তু পারছিনা.... ওর কেউ বন্ধু হলে বা কেউ ওকে কল দিলে মেজাজটা খারাপ হয়ে যায় ..... পান্না ভাইয়ের পোস্টে বলেছিলাম রাধার চেহারার সাথে আমার লাবণ্যের সাদৃশ্য অনেক ...... তাই আবার ছবিটা দিলাম .... দেখেন আমার প্রিয়তমাকে .... যার জন্য আমার সব সাধনা.....ভেঙ্গে যায়...বারবার।







এর জন্য মরাও যায় ........ কি বলেন??

হায়......"জন্ম জনমও গেল বিরহ শোকে...... এ বধূ কোন আলো .... কোন আলো লাগলো চোখে...... বুঝি দৃপ্তি রূপে ছিলে সূর্যালোকে ...... ছিল মনো তোমারই অপেক্ষা করে.....যুগে যুগে....দিনও রাত্রি ধরে......"











ছবিটা পান্না ভাইয়ের পোস্ট থেকে নেয়া..... তাকে বড় ভাইয়ের মত সম্মান করি.... তাই কৃতজ্ঞতা প্রকাশ করলাম না...

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২১

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আহারে..... ভাইডি :(
মন্খ্রাপ্কৈরোনা।

০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২৫

জইন বলেছেন: খালি ঝগড়া হয় ভাই কি করি বলেন.....???

২| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩২

সোনালী তিস্তান বলেছেন:
ভালবাসা ভাল তবে মন্দ কেন হবে,
ভাল যাকে বাসবে তুমি সেত ভাল হতেই হবে।
ভালবেসে প্রাণ খুলে মানুষ মানুেষ জয়ী,
দুটি মন এক হলেই স্বর্গীয় সুখ হয়।
জগতে মানুষ হলে চাওয়ার আশা রবে,
চাওয়া মত না পেলে মূল্য কি আর দেবে?
উপরে সুন্দর অতি ভেতরে আধার মানুষের ক্ষমতা কি ভেতরে দেখার।
কিন্চত ভাল বুঝে ভালবাসা হয়,
অবশেষে মন্দ প্রকাশে সে কি আর রয়????????

ভাল থাকুন সারাদিন সারা বেলা সব ভুলে।।।

০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৩

জইন বলেছেন: অসাধারণ...........

৩| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৫

নাজমুল আহমেদ বলেছেন: ভালুবাসা খুব খ্রাপ

০৮ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৬

জইন বলেছেন: সত্যি....... ভুলেও বাইসেন না

৪| ১০ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৪

একজন সুখীমানুষ বলেছেন: লেখা ভালো হইছে। আসলেই কি "ভালুবাসা খুব খ্রাপ" ?

১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৯

জইন বলেছেন: হ ভাই খুব খারাপ........ সব শেষ করে দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.