নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলায় গান গাই

johanbd

johanbd › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগ স্বাধীনতা ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল: জানা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

সামহোয়্যারইন ব্লগের পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেছেন, “দুই মহল থেকে দুই ধরনের বক্তব্য দেয়া হচ্ছে আমার ও আমাদের প্লাটফর্মের বিরুদ্ধে। একপক্ষ বলছেন আমরা ধর্মবিরোধী আর অন্য পক্ষ বলছে আমরা জামায়াত-শিবিরের মদদদাতা, তাদের সমর্থন করি। এসব বক্তব্যই আমাদের জন্য দুঃখজনক। এগুলোর আমরা প্রতিবাদ জানাই। আমরা স্বাধীনতার পক্ষে এবং শুধু ইসলাম নয় সব ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল।”



সোমবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।



টক’শোতে বা অন্য কোথাও যারা সামহোয়্যারইন ব্লগকে জামায়াত-শিবিরের প্লাটফর্ম বলছেন তাদের প্রতিষ্ঠানটির আয়ের উৎস অনুসন্ধানের অনুরোধও জানান তিনি।



সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে জানা বলেন, “একটি বাগানে যেমন নানা সুগন্ধি ফুল থাকে তেমনি কিছু ক্ষতিকারক কীটও থাকে, তেমনি এক লাখ ৪১ হাজার ব্লগার প্রতিদিন এক হাজারের অধিক পোস্ট করছেন। এতো পোস্টের মধ্যে কিছু অপত্তিকর, প্রচলিত আইনবিরোধী, কিংবা ধর্মবিরোধী পোস্ট থাকতে পারে। তবে এই পোস্টগুলো ব্লক করা বা সরিয়ে ফেলার মতো জনবল এখন আমাদের নেই। তবুও আমরা যতটুকু পারছি সরিয়ে ফেলছি।”



জানা বলেন, “সবাইকে অনুরোধ করবো, খারাপ কিছুকে গণনা না করে যা মঙ্গলজনক সেগুলোকে প্রাধান্য দিই।”



জানা বলেন, “সম্প্রতি আমার নাম, মোবাইল নম্বর ব্যবহার করে একটি বিশেষ মহল ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপত্তিকর পোস্ট দিচ্ছে, যা আমার জন্য হুমকিস্বরূপ। আমি, আমার স্বামী এবং আমার একমাত্র সন্তান এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”



দেশে সব ব্লগারই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে জানা বলেন, “শুধু সামহোয়্যারইন ব্লগ না দেশে সব বাংলা ভাষাভাষী ব্লগের ব্লগাররা একধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। একপক্ষ তাদের বলছেন নাস্তিক, অন্যপক্ষ তাদের বলছেন স্বাধীনতাবিরোধী।”



তিনি বলেন, “আমি আমার পরিবার এবং অন্যান্য ব্লগারদের নিরাপত্তাহীনতার ব্যাপারে আমি প্রশাসনের সর্বোচ্চ মহলে যোগযোগ করেছি। আজকের মধ্যেই আমি আমার স্থানীয় থানায় এ ব্যাপারে একটি জিডি করবো এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রশাসনের পাঠানোর ব্যবস্থা করবো।”



Source: http://dnewsbd.com/single.php?id=20208

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

কাকচক্ষু বলেছেন: সামহোয়ার একটি নিরপেক্ষ অবস্থান । ধন্যবাদ এই বল্গকে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

সরোজ রিক্ত বলেছেন: নাস্তিকদের ইসলাম-বিদ্বেষী ক্রিনশটগুলো সামু'র, উনি কিভাবে বলেন সামু সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল!!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

বোকামন বলেছেন: “খারাপ কিছুকে গণনা না করে যা মঙ্গলজনক সেগুলোকে প্রাধান্য দিই ...”

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

মো ঃ আবু সাঈদ বলেছেন: নাস্তিকদের ইসলাম-বিদ্বেষী ক্রিনশটগুলো সামু'র, উনি কিভাবে বলেন সামু সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল!!

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

টানিম বলেছেন: ভাল পোস্ট ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

দক্ষিনা বাতাস বলেছেন: বাংলাদেশে বিস্মিত হওয়ার এত এত ঘটনা ঘটে যে বিস্মিত হওয়া ভূলেই গেছি। আমরা যারা সামুর পুরাতন পাঠক তারা তো ভালো করেই জানি সামুতে কোন ধরণের লেখা বেশী চলে।

জানা আপু, আপনার ব্যাপারে আমার খুব বেশী কিছু জানা নেই, তবে এটুকু বলবো প্লিজ আপনি মুক্তমতের এই প্লাটফর্মটাকে প্রথম আলোর মত বদলে ফেলবেন না।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ জানা আপু সঠিক সময় সামু ব্লগের অবস্থান স্পর্শ করার জন্য । যারা মুক্ত চিন্তার মানুষ শুধু তারাই উপলব্ধি করতে পারবে যে, সত্যিই সামুর অবস্থান নিরপেক্ষ এবং মুক্ত মত প্রকাশের স্বাধীনতার পক্ষে । এই যে আমি আমারোতো বেশ কয়েকটি পোষ্ট সরিয়ে নিয়েছে যদিও সেগুলো ধর্মনিয়ে ছিলনা তবুও কিছু মানুষ উক্ত পোষ্টগুলোতে অনেক বাজে মন্তব্য করেছিল । ব্লগে যারা লিখেন তারা কে কোন ধর্মের অনুসারী বা কোন রাজনীতিতে বিশ্বাসী বা সাধারন মানুষ সেটা কিন্তু সহজে জানা যাবে না ।

একশ্রেনীর উগ্রপন্থী ব্লগাররা ব্লগে আইডি খুলে এই ধরনের একটি ধর্মীয় উগ্রতা সৃষ্টি করার জন্য সদা সচেষ্ট আছে । (অব দ্যা রেকর্ড) জামায়াত-শিবির পন্থীরা আদের নিজস্ব কিছু ব্লগে যা ইচ্ছা তা কিন্তু লিখে যাচ্ছে যা রাষ্ট্রদ্রোহীতার পর্যায় তথা স্বাধীনতার হুমকি তথা দেশের ধর্মনিরপেক্ষতাকে প্রশ্নবোধক তৈরী করছে যা খুবই দুঃখজনক । এ ব্যাপারে সাধারন মানুষ জানেন না তথা ব্লগে আমরা যারা সামান্য কিছু লিখি বা পড়ি তারা বিষয়গুলো নিয়ে অতটা মাথা ব্যাথ্যা দেখাই না । সত্য সত্যই । সত্যকে কেহ অস্বীকার করলেই সেটা মিথ্যা হবে না । সত্যের জয় চিরদিনই ছিল আছে এবং থাকবে । বর্তমানে ধর্মকে ব্যবহার করে যারা উগ্রতা তথা দেশের তাদের জঙ্গী অবস্থান আছে এটা তাদের প্রভুদের বোঝাতে চায় তাদের প্রতি ঘৃনা এবং সরকারের নিকট অনুরোধ এবং আহবান থাকবে ~ অতি শীঘ্রই এটা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে । একটি দেশের সরকার দেশের সকল জনগনের মন রক্ষা করতে পারেন না । তাই মুষ্টিমেয় কিছু উগ্রপন্থীর জন্য দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিচিত করানোর যে অপচেষ্টা তা কঠোর থেকে কঠোরত হাতে দমন করতে হবেই হবে ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: নিরপ্রেক্ষতা চাই
নহে ধর্মের ক্ষতি
নহে ব্লগ নিয়ে রাজনীতি

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ক্ষ্যাপা বালক বলেছেন: র্তমান পরিস্থিতির দায় সামু কোনভাবেই এড়াতে পারে না।
সামু বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধী যে কুরুচীপুর্ণ লেখাসমুহ প্রকাশ করেছে তার দায় দায়িত্ব অবশ্যই সামুকে নিতে হবে। আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু সামু তাতে কর্ণপাত করেনি, অবশেষে আমরাই আমাদের প্রিয় সামু ব্লগ ছেড়ে যেতে বাধ্য হয়েছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রযুক্তিজ্ঞানের দুর্বলতার সুযোগ নিয়ে সামু ধর্মানুভুতিতে আঘাত করে এমন যাচ্ছেতাই লেখা প্রকাশ করেছে যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আইন লংঘনের দায়ে সামু কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা যায়।

আপনাকে এগুলো শক্ত হাতে মোকাবিলা করতে হবে। ফুলবাগান থেকে কিছু আগাছা উপড়ে ফেললে তাতে বাগানের কোন ক্ষতি তো হয়ই না বরং ফুলগাছ ও বাগানের জন্য তা উপকারী।

আমরা সামুর পাশে আছি। সামুর হারানো গৌরব ফিরে আসুক এই প্রত্যাশা করি..................

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

লক্ষ্যভেদী বলেছেন: জানা আপুর সততা, আন্তরিকতা এবং সকল ব্লগারদের প্রতি সমান দৃষ্টি ভংগী নিয়ে মনে হয়না কারো বিন্দুমাত্র সনদেহের অবকাশ আছে। সমস্যা হয়েছে "সূর্যের চাইতে বালি গড়ম" নিয়ে। সামুর চাকর বাকরের দৌরাত্বতো আগেই ছিল-এখন সাথে যোগ হয়েছে "মডারেশন প্যানেল" নামক ফালতু একটা উদ্ববাগ! উনারা হইলেন "সুপ্রিম জুডিশিয়াল" টাইপের ক্ষমতাধর।উনাদের বেশী বেশী আতলামীর জন্যই বিশেষ কয়েকজন ব্লগার আসকারা পেয়ে এমন বাড় বেড়েছিল-যার জন্যই আজ জানা আপু এবং সকল ব্লগারদের বিতর্কে জড়িয়েছে। সামুর হাত ধরে যারা আজ ব্লগার হয়েছেন, নেতা হয়েছেন-তারাই আজ সামু তথা সামু পরিবারকে ধংশ করার জন্য উঠে পরে লেগেছে। আজকের "মডারেশন প্যানেল"ও ভবিষ্যতে সামুর জন্য বুমেরাং হবে।

জানা আপুকে বিনীত অনুরোধ করবো-মডারেশন প্যানেল নামক "কঞ্চি"গুলো কেটে ফেলুন তবেই মুল গাছটি শক্ত পোক্ত হবে(পরীক্ষা মূলক ভাবে মডারেশন প্যানেল থেকে কোনো একজন সদস্যকে বাদ দিয়ে দেখেন-সাথে সাথেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে)। সামুর শুরু থেকে প্রথম পাঁচ বছর আপনি একক ভাবে সামু পরিচালনা করেছিলেন-সেই ভাবেই আরো কিছুদিন কষ্ট করে চালান, নিশ্চয়ই সব সমস্যার সমাধান হবে। লক্ষ লক্ষ সাধারন ব্লগার আপনার সাথে আছে, সাথে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.