![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক জানিয়েছেন, আক্রমণ প্রতিহত করতে গিয়ে হামলাকারীকে হত্যা করা যাবে,এবং এতে তাকে হত্যাকারী বলা যাবে না।
তিনি বলেছেন, ‘কেউ যদি গাড়ি ভেঙে দিতে আসে আপনি তাকে মেরে ফেলতে পারবেন। হামলাকারীদের দেখে পালিয়ে যাবেন না, তাদের প্রতিহত করুণ। আত্মরক্ষার খাতিরে পাল্টা আঘাত করতে পারবেন, এতে যদি হামলাকারী মারা যায়, আপনি হত্যাকারী হবেন না।’
রোববার রাজধানীর হোটেল রূপসী বাংলায় শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র সব কিছুর অধিকার দেয় না। গণতন্ত্রের কারাগার আছে। সীমাবদ্ধতা আছে গণমাধ্যমের। তথ্য কোনো পণ্য নয়, সামাজিক বিষয়। সংবাদককর্মীদের সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে।’
শিশুদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শিশুরা দেশের হবু মালিক। ১৮ বছর হলেই তারা ভোট দেয়ার সুযোগ পায়। এদেশের জনসংখ্যার ৪০ ভাগ শিশু। তবে আমাদের দেশে শিশু অধিকার আইন, শিশু কমিশন নেই। এমনকি শিশু শ্রম বন্ধে কঠোর কোনো পদক্ষেপও নেই।’
দেশে চারটি যুদ্ধ চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। যুদ্ধগুলো হচ্ছে- দারিদ্র্য দূর করার যুদ্ধ, পরিবেশের ক্ষতিকর প্রভাব দূর করার যুদ্ধ, জঙ্গিবাদ থেকে সংবিধান, গণতন্ত্র মুক্ত করা যুদ্ধ, লিঙ্গ বৈষম্য দূর করার যুদ্ধ। তিনি বলেন, ‘কঠিন যুদ্ধ চলছে। উন্নতি করলেই হয় না, ধনী-গরিবের বৈষম্য দূর করতে হবে। এ যুদ্ধে বিজয় অর্জন সম্ভব।’
চালু হতে যাওয়া জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহযোগিতাতায় hello.bdnews24.com ওয়েবসাইটিতে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু ও কিশোররা কাজ করবে। ওয়েবসাইটের জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত থাকবে তারা। ওয়েবসাইটটি পরিচালনা করবে ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ২৪ডটকম ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনেভ, বিডিনিউজ২৪ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর ও সংসদ সদস্য বেবী মওদুদ, প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি প্রমুখ।
Source: http://www.dnewsbd.com/single.php?id=25073
২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: বিডিনিউজ২৪ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর ও সংসদ সদস্য বেবী মওদু
তাইত বলি....।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
আসরাফুল ইসলাম বলেছেন: পুলিশ আর কি করতে আছে ? র্যাব কি জন্য আছে । উনারা জামাত শিবির নিষিদ্ধ করবেন না আবার ্বলবেন হত্যা করো ! কি আজিব ! দেখা যাবে পরে সাধারণ মানুষ আত্মরক্ষার নামে মানুষ হত্যা করছে ! মন্ত্রীদের কথা বার্তা আরো দায়িত্বশীল হওয়া দরকার ।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
প্যারাসিটামল বলেছেন: অত্তন্ত খারাপ মানুষ এই ব্যাটা।
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
দিদিমা বলেছেন: জনগনের হাতে আত্নরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করা হউক। হত্যা করার জন্যতো অস্ত্র লাগবো। তাইনা?
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
বিডি আমিনুর বলেছেন: দেশ রক্ষার জন্য আবুল হত্যা করা যাবে ।
৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
িট.িমম বলেছেন: এই না হলে মন্তী!!!
৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
নাহিদ সৈকত বলেছেন: এতো দিন শুনলাম "আইন নিজের হাতে তুইল্লা না নিতে".... আর এখন শুনি "মাইরালা ওরে ভাগে পাইলে মারালা"
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
দেশ ফাকিস্থানের মতো হইলে দায় কে নিবে ? কেউ না - সব দোষ জামায়ত শিবিরের -
এরশাদে ও হইত্তারে - দুই মহিলার প্রেমে পড়ে যায় বারবার