![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন হলাম ৪২ বছর পেরিয়ে গেল। তবুও আজ বুঝলাম না গণতন্ত্র মানে কি? গণতন্ত্র কি শুধু কাগজে কলমের সংজ্ঞা নাকি একটি অর্থবহ চর্চা? আমাদের বিবেক আজ পদদলিত। বুলেট আর বুটের চাপায় পিষ্ট আজকে আমাদের এই গণতন্ত্র। কেউ আমরা ভাগ্য গড়ি আবার কেউবা ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলি। এরই নাম গণতন্ত্র!! কষ্টার্জিত অর্জন আজ স্বার্থের সম্মুখে পদদলিত। আব্রাহাম লিংকন গণতন্ত্রের একটি চমৎকার সংজ্ঞা প্রদান করেছিলেন। গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের। আমাদের দেশে গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে জনগণের দ্বারা কিন্তু না জনগণের জন্য, না জনগণের। কোথায় যাচ্ছি আমরা?
বর্তমান অবস্থাঃ
#বাই #দ্যা #পিপল্, #ফর #দ্যা #ফ্যামিলি, #এন্ড #মাইন !!!
আর
আমার গনতন্ত্রের সংজ্ঞা হবে , "জনগনের জন্য গণতন্ত্র -গনতন্ত্রের জন্য জনগন নই।"
আমি বাঙ্গালি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত অনেক আগে থেকে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জনগনের ৭৫% বিশ্বাস করে গণতন্ত্র মানে আমাদের ভোটাধিকার অধিকার। গণতন্ত্র মানে আর অন্য কিছু বুঝতে চায় না। তবে কি গণতন্ত্র শুধু মানুষের ভোটাধিকার ক্ষমতা। আর সেই ভোট বা ক জন ঠিক মত দিতে পারছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৪ রাত ৩:০৬
জোজোপ্রিন্স বলেছেন: আজ পর্যন্ত আমাদের জনগনের ৭৫% বিশ্বাস করে গণতন্ত্র মানে আমাদের ভোটাধিকার তোবে কি বাকি ২৫ % মানুস কি বিশ্বাস করে গণতন্ত্র মানে?