নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা চাই

আমার আসল পরিচয় আমি মানুষ

জোজোপ্রিন্স

আমি মানুষ

জোজোপ্রিন্স › বিস্তারিত পোস্টঃ

আমার বউয়ের দেওয়া শেষ চিঠি.।.।.।।।

০৭ ই জুন, ২০১৪ ভোর ৪:২১

আজ তোমার কথা অনেক মনে পরছে।

ভালো আছো ? আমার সম্পর্কে ভুল ধারণা হয়ে থাকলে তো ভালোই , যদি না হয় তাহলে আমি ব্যর্থ

আমি চাই আমার জন্য যেন , একটুও ভালবাসা তোমার মনে না থাকে . থাকলে হয়তবা আমি দূরে যেতে পারবোনা .

দূরে তো এসে পরেছি আমি , কিন্তু মনে হচ্ছে তোমার সাথেই আছি .

তোমাকে কষ্ট দিতে আমার একটুও কষ্ট হয়না . আমার মন নেই যে ... ছোট্টবেলা হারিয়ে ফেলেছিলাম রূপকথার গল্প শুনতে শুনতে এক অচিন রাজপুত্রের কাছে . রাজ্পুত্রটা এখনো এলোনা ফেরত দিতে ! কেমন দুষ্ট ! আমি দেখাতে পারি প্রমান করে যে , আমার কষ্ট হয়না . নাহ সত্যিই আমি পারবনা অভিনয় করতে .

তোমার দেয়া নামটা আর শোনাও হয়না . শুনব কিভাবে বলো ! তুমি তো আর ডাকোনা . ভালোই হয়েছে ডাকো না . ডাকলে আমি এসে পরবো তো !পরে কিন্তু তুমি তাড়িয়ে দিলেও আসবনা .

তোমাকে কত কথা বলার আছে জানো বলবনা আমি কারনতো তুমিই জানো আমার কথা বলা শুরু হলে কাউকে আর কথা বলতে দেইনা আমি কথা বলা শুরু করলে তোমার কথা শুনব কিভাবে

বল .

একটু কথা বলোনা



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৫:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: সে যেন গভীর ঘুমের মাঝে এসে বলে, দূরে তো এসে পরেছি আমি , কিন্তু মনে হচ্ছে তোমার সাথেই আছি .

২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৩

দিপ্২৪ বলেছেন: ভাষাহীন মন্তব্য।

৩| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০৪

জোজোপ্রিন্স বলেছেন: কিছু কথা থাকে যা শব্দে সৃষ্টি করেনা !
সব মানুষের কপালে সুখ থাকে না আমরা সবাই ভালবাসার কাঙ্গাল কেউ পেয়ে কাদেঁ আর কেউ হারিয়ে কাদেঁ !

আমিও তেমন টার বাইরে না।

৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১৯

মরণের আগে বলেছেন: জটিল চিঠি পড়ে ভাল লাগলো ,

সবার কপালেত আর সুখ সয়না

৫| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

জোজোপ্রিন্স বলেছেন: আমি সুখি হতে চাই

আমি ভুলে যেতে চাই-
হারানোর ব্যথা, একাকীকত্বের যন্ত্রনা, কষ্টের নিষ্ঠুর অনুভব।
আমি নতুন করে স্বপ্ন দেখতে চাই,
নতুন জীবন গড়তে চাই,
হারিয়ে যেতে চাই সুখের সাগরে!!!!!!

সুখ কি আমার কপালে নেই?

#মরণের #আগে

৬| ১২ ই জুন, ২০১৪ দুপুর ২:২৩

মরণের আগে বলেছেন: আমি জানিনা আপনি কোন ধর্ম বিশ্বাসী যদি মুসলিম হন তাহলে নামাজ পড়ুন আর হাত তুলে নয় সেজদায় আল্লাহর কাছে চান , সুখ।

৭| ১৩ ই জুন, ২০১৪ রাত ৩:২৭

জোজোপ্রিন্স বলেছেন: ধন্যবাদ ,
আমি চেয়েছি তাকে মনের অন্তরঙ্গ থেকে, হারিয়েছি তাকে , ফিরে কি পাবো? আল্লাহ এর কাছে চাই সারাখন তাহলে কি আল্লাহ আমার ডাক শুনতে পায় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.