![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সটা আমার এখনো তরুন, আসলে ঠিক তরুন বলা যাবে কিনা এই ব্যপারে সন্দেহ আছে, বলা যেতে পারে উদ্ভট তরুণ। যাই হোক, বয়স কম বলেই আবেগ বেশি; যুক্তির চেয়ে হৃদয় বেশি চলে; এই কারনে দেশের জন্য কিছু করার একটা আকাঙ্খা সবসময় তাড়া করে ফিরে। এখনো কোথাও দেশের গান শুনলে রক্ত টগবগ করে আমি যুদ্ধে যাব সোনার বাংলা গরব। কিন্তু আজ যারা যুদ্ধে নেমে আছে দেশের জন্য কিছু রারার সুযোগ আছে তারাই নিজ স্বার্থ দেখছে। অতান্ত চাপে না পরলে জনস্বার্থে কাজ করছে না। তবে কেমন করে আমরা সোনার বাংলা গরব।
তবে আমি প্রিন্স বলছি - আমি একাই মাঠে থাকবো সোনার বাংলা গরার জন্য যদি কেউ পাশে না আসে।
"কাজ আমার দেশ আমার ভাবনা আমাকেই ভাবতে হবে"।
আসুন সবাই এভাবে ভাবি। সোনার বাংলা গরার জন্য আপনার পাশে লক্ষ্য যদ্ধা হাজির.........
২| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
জোজোপ্রিন্স বলেছেন: আমরা আশা করি যে ভাবনাটা ও তা বাস্তবায়নের অভিপ্রায়টা সবার মাঝে প্রস্ফুটিত হবে একদিন,
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ৮:০৬
জাফরুল মবীন বলেছেন:
"কাজ আমার দেশ আমার ভাবনা আমাকেই ভাবতে হবে"-এ ভাবনাটা ও তা বাস্তবায়নের অভিপ্রায়টা সবার মাঝে প্রস্ফুটিত হোক এ কামনা করি।