![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের হাসিমুখ দেখতে ভালো লাগে।
পল্টু নিজের বাচ্চা ছেলের জন্য একটা খেলনা রেলগাড়ি কিনে আনলেন। কিছুক্ষণ পর তিনি ঘরে গিয়ে দেখলেন বাচ্চাটা রেল গাড়ি দিয়ে খেলছে আর বলছে...."যে কুকুরের বাচ্চা নামতে চাও নেমে পড় আর যে কুকুরের বাচ্চা উঠতে চাও উঠে পড়। গাড়ি এখানে দুই মিনিটের বেশি থামবে না। ছেলের মুখে এসব ভাষা শুনে পল্টুর মাথায় রক্ত উঠে গেছে। তিনি ঠাস করে ছেলের গালে একটা থাপ্পর মেরে বললেন---"আর যেন কোনদিন না শুনি তোর মুখে এসব ভাষা।" আমি বাজার যাচ্ছি, তুই খেলা বন্ধ করে পড়তে বস। দুই ঘন্টার আগে পড়া থেকে উঠেছিস তো, তোর আজ দিনের খুব মন্দ আছে। দুই ঘন্টা পর পল্টু বাজার থেকে ফিরে দেখলেন ছেলেটা মন দিয়ে পড়ছে। তখন পল্টুর মনটা একটু নরম হয়ে গেল। তিনি বললেন---"ঠিক আছে আর পড়তে হবেনা, এখন গিয়ে খেলা কর যা।" একটু পর পল্টু শুনলেন তার ছেলে রেল গাড়ি দিয়ে খেলছে আর বলছে---"যে কুত্তার বাচ্চা উঠতে চাও উঠে পড়, যে কুত্তার বাচ্চা নামতে চাও নেমে পড়। গাড়ি এখানে বেশিক্ষণ থামবে না। আজ,
.
.
.
.
.
এক গাধার জন্য এমনিতেই গাড়ি ২ঘন্টা লেট হয়ে গেছে।
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
জোকস বলেছেন: এটা কি ক্লোজআপ হাসি
২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১২
ওমেরা বলেছেন: হি হি হি হি হি হি হি
১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬
জোকস বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩
ওমেরা বলেছেন: িহিহিহিহিহিহিহি