![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের শেষদিন পর্যন্ত জেনে যাব, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ।
গতকাল ছিল আমার মেডিসিন প্লেসমেন্টের শেষ দিন । ডিউটি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা কমপ্লেইন এল। কেবিনের দিকে এগুতেই কান্নার আওয়াজ কানে এল ! ঢুকে দেখলাম, একজন বৃদ্ধা শুয়ে, চোখ বন্ধ।
একটু দূরে তার ছেলে একের পর এক ফোন করেই যাচ্ছে আর বলছে- হ্যালো অমুক, তাড়াতাড়ি হাস্পাতালে চলে এসো , মা'র অবস্থা ভাল না ।
আর সামনে ভীষণ রকম কান্নাকাটি করছে তার চল্লিশার্ধ কন্যা ।
আমি ঢুকতেই মহিলা আমার হাত ধরে বলল, ম্যাডাম , প্লীজ আমার মা'কে দেখুন । মা বোধহয় আর নেই । খুব দ্রুত এক্সামিনেশন করে বললাম, আপনি শান্ত হউন , আপনার মা এখনও বেঁচে আছে , ভালো আছে।
ফাইল দেখতে দেখতে কথা বলে জানতে পারলাম যে , যে Ryles-tube insert করা হয়েছে সেটা দিয়ে খাবার যাচ্ছে না (নন মেডিক্যাল বন্ধুদের উদ্দেশ্যে বলছি - এই টিউবটা প্রায় সবাই দেখে থাকবেন, যে সব রোগীর পক্ষে স্বাভাবিকভাবে খাদ্য গ্রহন করা সম্ভব না ,যেমন স্ট্রোক - তাদের নাসাঃরন্ধ্র দিয়ে পাকস্থলী পর্যন্ত এটা ঢোকানো হয়) । ডিউটিরত নার্স কিছুক্ষন চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে তারা ধরেই নিয়েছে বৃদ্ধা আর নেই ।
আর দেরি না করে ঝটপট নতুন একটা টিউব আনালাম। তাদের কাউন্সিলিং করতে করতে আমি ধীরে ধীরে পুরনো টিউবটা খুলে নতুনটা insert করলাম । আল্লাহর রহমতে খুব সুন্দর ভাবেই হয়ে গেল । খাবারও চলে গেল সুন্দর। যাই হোক, attendentরা যথেষ্ট অবাক !এবার আমার অবাক হওয়ার পালা ।
সব কিছু বুঝিয়ে নিজের রুমে ফেরার জন্য পা বাড়াচ্ছি ঠিক তখন বৃদ্ধার মধ্যবয়সী ছেলে আমাকে অবাক করে দিয়ে বলল, " থ্যাঙ্ক ইউ ডক্টর ! থ্যাঙ্ক ইউ সো মাচ । expert hand আপনার (!) . এত দক্ষতার সাথে ,এত সুন্দর ভাবে একবারেই আপনি টিউবটা ঢুকিয়ে দিলেন ! জানিনা কি বলে ধন্যবাদ জানাব । " পাশে দাঁড়ানো নার্সও দেখলাম তার কথায় বেশ সায় দিচ্ছে !
প্রায় তোতলাতে তোতলাতে বললাম, "..এটা কোন ব্যাপারই না । পরবর্তীতে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন ।"
ভাবছেন, অবাক হওয়ার কি হল...এটা আসলেই তেমন কোন সিরিয়াস ব্যাপার ছিল না, তবে আমার নন-মেডিক্যাল বন্ধুরা বিশ্বাস করবেন কি না জানিনা , ৪ মাস ইন্টার্ন জীবনে তো বটেই, এমনকি আমার ৫ বছর মেডিক্যাল জীবনে এই প্রথম কোন রোগী/ attendant আমাকে ধন্যবাদ জানাল
ধন্যবাদ- খুব ছোট্ট কিন্তু শক্তিশালী এই শব্দটা কত সুন্দর ভাবেই না মন খারাপ করা একটা দিনকেও হঠাত খুব আপন করে দিতে পারে ! সেদিন প্রথম জানলাম ।
আমিও ধন্যবাদ জানাতে ভুল করলাম না আমার প্রভুকে
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭
জলঝিরি বলেছেন: স্বাগতম আমার ছোট্ট ব্লগে
এই অনুভূতি শুধু তাহলে আমার একার নয় ।
ভালো থাকবেন
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৫
শহিদুল ইসলাম বলেছেন: কখনও কখনও ধন্যবাদ শব্দটা খুব শক্তিশালী হয়ে দেখা দেয়
ভালো লাগল শেয়ার অনুভূতি
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৬
জলঝিরি বলেছেন: ছোটবেলা থেকেই বাবা-মা ধন্যবাদ দেয়ার অভ্যাস গড়ে দিয়েছিলেন । কিন্তু সেদিনের ঘটনাটায় নতুন এক রকম অনুভূতি হয় । পুরনো শব্দটাকে হঠাত নতুন করে জানতে পারি ।
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৭
অচেনামন বলেছেন: ধন্যবাদ অনুভুতি প্রকাশের জন্য।সবাই শুধু ডাক্তারদের খারাপ দিকটাই দেখতে অভ্যস্থ।তবুও আমরা সেবা দিয়ে যাই হাসিমুখে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৮
জলঝিরি বলেছেন: ঠিক বলেছেন। একজন ডাক্তার যে কত কষ্ট করেন , নিজে বলে বলছিনা , খুব কাছ থেকে তাদের দেখি বলেই বলছি । সাধারণ মানুষ জানলে হয়ত এমনটা ভাবত না ।
"।তবুও আমরা সেবা দিয়ে যাই হাসিমুখে।" -
ডাক্তার বন্ধুদের মধ্যে আপনাকে পেয়েও ভালো লাগল
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুধু মাত্র কমেন্ট করার জন্য লগ ইন হলাম। খুব ভালো লাগলো এই অনুভূতি। সত্যি একটা ধন্যবাদ যে একজনকে কতটা সম্মানিত করে, সেটা যে পায় সেই অনুভব করে।
খুব ভালো লাগলো। মাঝে মাঝে কিছু লিখেন। আপনি তো একেবারেই আসেন না টাইপ।
হ্যাপী ব্লগিং।
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৫
জলঝিরি বলেছেন: " শুধু মাত্র কমেন্ট করার জন্য লগ ইন হলাম। খুব ভালো লাগলো এই অনুভূতি। সত্যি একটা ধন্যবাদ যে একজনকে কতটা সম্মানিত করে, সেটা যে পায় সেই অনুভব করে। "
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না । অশেষ কৃতজ্ঞতা ।
মাঝে মাঝেই লিখব। নিয়মিত লেখার মত যোগ্যতা আমার এখনও হয় নি । তবে একটু বেশি-ই গ্যাপ হয়ে গিয়েছিল । এখন থেকে 'আসা - টাইপ' হওয়ার চেষ্টা করব , কেমন ?
আপনার মন্তব্য দেখে ভীষণ ভালো লাগল অনেক শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২১
আরিফুর রহমান পলাশ বলেছেন: আপনার চিকিৎসক জীবন আরও অনেক সুন্দর হোক.।.।
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৪
জলঝিরি বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ
শুরুটা তো ভালই হচ্ছে । দোয়া করবেন যেন শেষ পর্যন্ত যেন সুন্দর-ই থাকে
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৪
ইয়ার শরীফ বলেছেন: আমিও ধন্যবাদ জানাতে ভুল করলাম না আমার প্রভুকে
ভালোলাগা রইলো আপনার প্রতি
ভাল থাকবেন সবসময়
১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০
জলঝিরি বলেছেন: ধন্যবাদ আপনাকে
শুভকামনা
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৬
সাজজ্াদ রানা বলেছেন: শুভ কামনা রইলো
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
জলঝিরি বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৯
মুনসী১৬১২ বলেছেন: কৃতজ্ঞতা পেরে আসলেই মন ভালো হয়ে যায় আপি
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
রঙ তুলি ক্যানভাস বলেছেন: "ধন্যবাদ- খুব ছোট্ট কিন্তু শক্তিশালী এই শব্দটা কত সুন্দর ভাবেই না মন খারাপ করা একটা দিনকেও হঠাত খুব আপন করে দিতে পারে ! " ++
ভাল লাগল জলঝিরি,এভাবে যেন সবসময় ধন্যবাদ পেয়ে যান সবার আর সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানাতে পারেন সেই শুভকামনা রইল সবসময়ের জন্য
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
রঙ পেন্সিল বলেছেন: একটু আবেগী হয়ে পড়লাম ধন্যবাদ এর পর্বে! +++ আপনার উপলব্দি জাগরুক থাকুক সকল চিকিৎসকদের মননে!
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪০
ফারজুল আরেফিন বলেছেন: শুভ কামনা সবসময়।
১২| ১০ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৯
অ্যানোনিমাস বলেছেন: শুভকামনা রইলো
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
সরলতা বলেছেন: অসম্ভব সুন্দর আর মন ভাল করা একটা লেখা আপু।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
শ্রাবণ জল বলেছেন: ধন্যবাদ- খুব ছোট্ট কিন্তু শক্তিশালী এই শব্দটা কত সুন্দর ভাবেই না মন খারাপ করা একটা দিনকেও হঠাত খুব আপন করে দিতে পারে !
সত্যিই তাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩২
এ্যাপেলটন বলেছেন: ....ধন্যবাদ পেতে সতি্য ভালো লাগে ..!!