নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দেশ আমার আপনার । আসুন আমরা দেশকে ভালবাসি।

জ্বলন্ত আলো

জ্বলন্ত আলো › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতির ক্যান্সার

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪


প্রধান বিচারপতির ক্যান্সার সবাই তার জন্য দোয়া করবেন।
‍এখন ‍আসুন ‍আইনমন্ত্রীর কথা শুনি.....................
আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি তার চিঠিতে লিখেছেন যে, তিনি ক্যান্সার এবং নানাবিধ রোগে আক্রান্ত। সেগুলো যেহেতু সম্পূর্ণ সারেনি, তিনি বলেছেন, তার আরো বিশ্রামের প্রয়োজন। সেজন্য একমাসের ছুটি নিয়েছেন’।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অন্যদিকে, বিএনপিপন্থী আইনজীবীরা বলে আসছেন, ছুটিতে যেতে প্রধান বিচারপতিকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘চাপের কোনো সম্পর্ক নেই। কোনো চাপ প্রয়োগ করা হয়নি’।

আইনমন্ত্রী বলেন, ‘তারা বলে দিলেন, এটি নজিরবিহীন। মানুষ অসুস্থও হতে পারবেন না! এর আগে যেহেতু হয়নি, এখনও কেউ অসুস্থ হতে পারবেন না? তাদের অবাস্তব কথার জবাব দিতে এখানে বসিনি’।

‘বিষয়টি হচ্ছে, প্রধান বিচারপতি তার চিঠিতে লিখেছেন যে, তিনি ক্যান্সার এবং নানাবিধ রোগে আক্রান্ত। সেগুলো যেহেতু সম্পূর্ণ সারেনি, তিনি বলেছেন, তার আরো বিশ্রামের প্রয়োজন। সেজন্য একমাসের ছুটি নিয়েছেন’।


মোদ্দা কথা হলো, ‍আমরা মানে জনগণ কিন্তু কিছু বুঝিনা। সবাই অবুজ। ‍এমনই মনে করছে রাজনীতিবিদরা।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মানিজার বলেছেন: আমরা বুঝী না । বুঝার ভান করি ।

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

জ্বলন্ত আলো বলেছেন: কি ‍আর করার বলুন.........? আমাদের কথা যে কেউ শুনে না।

২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

প্রশ্নবোধক (?) বলেছেন: ঘড়ির টাইম যেমন একঘন্টা এগিয়ে আনলেই ডিজিটাল হয়ে যায় তেমনি অবস্থা আরকি (!)

শত সমস্যার মাঝেও বিনোদন পাইলাম।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

জ্বলন্ত আলো বলেছেন: দেশের সঙ্গে থাকুন। বিনোদন আরো আছে....ধন্যবাদ

৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

মলাসইলমুইনা বলেছেন: তার ক্যান্সার মুক্তির জন্য, না জীবন রক্ষার দোয়া করবো বুঝতে পারছিনা !!

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৭

জ্বলন্ত আলো বলেছেন: করে ফেলেন দোয়া। দুইটা একই কথা।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

আবদুল মমিন বলেছেন: বাংলাদেশের পুরা আইন বিভাগ যেখানে ক্যান্সার এ আক্রান্ত সে খানে শুধু প্রধান বিচারপতি কেন পুরা আইন বিভাগ কেই আজীবন এর জন্য ছুটি দিয়া ক্যান্সার হাঁসপাতালে ভর্তি করান উচিত ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

জ্বলন্ত আলো বলেছেন: রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বন্ধ হওয়া প্রয়োজন।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৪

মলাসইলমুইনা বলেছেন: ভেবে বললেনতো ভাই ? আমাদের দেশে গণ্যমান্যদের জন্য সরকারি অসুস্থ্যতা আছে না (যেমন কয়েক বছরে সিএমএইচ-এ কে যেন থাকলো? তার দলও হাইজ্যাক হলো ) | তাই ক্যান্সারটা এই ঘটনার সঠিক আনসার (answer ) কিনা শিওর হতে পারছিনা ! আর রোগ না হলে তার মুক্তির জন্য কেমন করে দোয়া করি ? এই বেলা আপনি ঠিক করে জেনে বলেন !

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

জ্বলন্ত আলো বলেছেন: তিনি যেহেতু রোগের কথা বলেই ছুটি চেয়েছেন। সেহেতু রোগ‍ই ধরে নিয়ে দোয়া করতে হবে। তাছাড়া রোগ না হলেও দোয়া করা যায়।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

সোহানী বলেছেন: আবদুল মমিন বলেছেন: বাংলাদেশের পুরা আইন বিভাগ যেখানে ক্যান্সার এ আক্রান্ত সে খানে শুধু প্রধান বিচারপতি কেন পুরা আইন বিভাগ কেই আজীবন এর জন্য ছুটি দিয়া ক্যান্সার হাঁসপাতালে ভর্তি করান উচিত ।.............. সহমত

বেচারা... সাপ দেখেছে সাপের পা দেখে নাই!!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

জ্বলন্ত আলো বলেছেন: এবার কি সাপের পা দেখবে?

৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আমরা কিছুই বুঝিনা। সবাই আবুল

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০

জ্বলন্ত আলো বলেছেন: এমন ‍ই তো মনে হচ্ছে । ধন্যবাদ

৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ আশ্রয়স্থল ছিল বিচার বিভাগ সেখানেো মাৎসানায় শুরু হয়ে গেল!!!

রাত পোহাবার কত দেরী ? পাঞ্জেরী????

ও গঙ্গা তুমি বইছো কেন? গানটির বহুলাংশ সত্যতা যেন এভূমে চিত্রায়িত হচ্ছে!!!!!!!!!!!!!!!

৯| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭

আখেনাটেন বলেছেন: ক্যাচালে পড়লে অনেকেই ক্যান্সারে অাক্রান্ত হন। যার কোন অ্যান্সার নেই।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫

জ্বলন্ত আলো বলেছেন: :((

১০| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা যারা অবিশ্বাস করবে তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি...

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫

জ্বলন্ত আলো বলেছেন: মুলাটা ভালো। ঝুলান বেশি করে..।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

চাঁদগাজী বলেছেন:


সরকারের কারো কথায় মানুষের কোন আস্হা নেই; শেখ হাসিনাকে মানুষের কাছাকাছি আসতে হবে, না হয় আরো ভয়ংকর বদনাম হবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

জ্বলন্ত আলো বলেছেন: আপনার মনে হয় কি এ বিষয় শেখ হাসিনা জানেনা?

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

নায়না নাসরিন বলেছেন: উনার সুস্থতা কামনায়

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

জ্বলন্ত আলো বলেছেন: ধন্যবাদ

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

মলাসইলমুইনা বলেছেন: ওকে, দোয়া করলাম ক্যান্সারকে হারিয়ে সুস্থ্য হয়ে আবার প্রধান বিচারপতির আসনে বসুন !

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

জ্বলন্ত আলো বলেছেন:
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.