নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

সে নামেই রচিত হোক মহাকাব্য

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

সে নামে আরো একবার

রচিত হোক মহাকাব্য

জুটে যাক

বাংলা একাডেমি,

একুশে পদক পুরস্কার।

দিকে দিকে ছড়িয়ে পড়ুক

সে নামের রোশনাই।

শত তরুনের

হৃদয়দ্বারে

ঠাই হোক

একটি নামের!

জয়ধ্বনিতে মুখর

হোক জনতা।

সে নামে আরো একবার

ঘটুক মহাপ্রলয়

ভেসে যাক হাজার

তরুনীর সোনালি গৃহ।

পথে প্রান্তরে দিকে দিকে

তৈরি হোক

হাজারো তাজমহল।

সে নামের পাশে

আমার নাম যুক্ত হয়ে,

যোজন যোজন দূরে

রটে যাক কলংক,

লোকে আমায়

কলংকিনী বলুক!

অন্তত একবার

উচ্চারন করুক,

ঘৃণায়

কিংবা আক্রোশে

করুনায়

অথবা ভালোবেসে।

একবার.., শুধু একবার-

সে নামের পাশে

আমার নামের ঠাই

হোক।

জানুক পৃথিবী

জানুক ঘাস, ফুল,

প্রজাপতি

পদ্মা,

যমুনা কিংবা ইছামতি

জেনে যাক সকলে,

সে নামেই আমার

কলংক হয়েছিল!

কিংবা রচিত হোক

কোন সমাধি

তোমরা যত্ন করে

শ্বেত পাথরের

গায়ে লিখে দিও

সে নামটার পাশে,

এই চির দুখিনীর

নাম।।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা।

সেই নামটা কি ?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

জলপরী১৮ বলেছেন: সেই নামটা ভুলে গেছি। অনেক ধন্যবাদ ভাইয়া আমার ব্লগে আসার জন্য

২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ৩য় ভাল লাগা । কবি কেমন আছেন?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

জলপরী১৮ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া......আমি ভাল আছি.।আপ্নি কেমন আছেন?

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

একজন আরমান বলেছেন: সে নামের পাশে
আমার নাম যুক্ত হয়ে,
যোজন যোজন দূরে
রটে যাক কলংক,
লোকে আমায়
কলংকিনী বলুক!
অন্তত একবার
উচ্চারন করুক,
ঘৃণায়
কিংবা আক্রোশে
করুনায়
অথবা ভালোবেসে।


এইটুকু বেশি ভালো লেগেছে। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২

জলপরী১৮ বলেছেন: আমার ব্লগে আসার জন্য অন্নেক ধন্যবাদ ভাইয়াটা........:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.