নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

মিছেমিছি

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮





ফিরে যাবার কথাই যদি ছিল;

তবে মাঝ পথে গড়লে কেন

একটা গোটা সমাজ্

বালুচরে নীল দিঘি,

ছেড়া পালে জুড়ে দিলে

ময়ূরাক্ষী নাউ?



চলেই যদি যাবে

তবে তোমার শুভ্রতায় কেন

সাজালে মায়াবতী আকাশটা

ভু-খন্ডে এঁকে দিলে

ভালবাসার আলপনা?



মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! সুন্দর!

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

জলপরী১৮ বলেছেন: :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন:




চলে যদি যাবি দূরে স্বার্থপর,
আমায় কেন জ্যোছনা দেখালি?
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর,
পাথরের বুখে ফুল কেন ফোটালি?


প্রায় এক যুগ আগের খুব প্রিয় একটা লিরিক দিয়েই আপনার কবিতাটার একটা উত্তর দেয়া সম্ভব। কিন্তু তাতে নিছক কার্পণ্য করা হবে আপনার কাব্যচর্চায়​, আর কিছু না। তাই একটু বিস্তর উত্তর দেয়ার চেষ্টা করছি মাত্র।

ভালবাসার আল্পনা
গড়ে সে কল্পনায়।
মায়াবতী আকাশটা
সাজিয়ে অবলীলায়।

ফিরে যাই বারে বারে
হারিয়ে মনের ছন্দটাকে।
ফিরে আসি আজ আবার
জীবনেরই এই বাঁকে।

ফিরে যাবার অধিকার?
সে কি কভু ছিল আমার?
বাঁধা পড়ে আছি আমি
আঁচলে তোমার ভালবাসার।

সুন্দর লিখেছেন। লেখা চলুক।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

জলপরী১৮ বলেছেন: ওয়াও!!! সত্যিই অসাধারন লিখেছেন.....রীতিমত মুগ্ধ এমন মন্তব্য পেয়ে!! পাশে থাকুন ভাইয়াতা......

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

একজন আরমান বলেছেন:
চলেই যদি যাবে
তবে তোমার শুভ্রতায় কেন
সাজালে মায়াবতী আকাশটা
ভু-খন্ডে এঁকে দিলে
ভালবাসার আলপনা?


দারুন।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

জলপরী১৮ বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া...

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

সুফিয়া বলেছেন: খুব সুন্দর হয়েছে। এগিয়ে যাবার শুভ কামনা রইল।

Click This Link

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

জলপরী১৮ বলেছেন: ধন্যবাদ আপিটা...

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

স্বপ্নরাজ্য বলেছেন: সুন্দর কবিতা..................।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

জলপরী১৮ বলেছেন: ধন্যবাদ স্বপ্নরাজ্য ভাইটা.....

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

স্বপ্নরাজ্য বলেছেন: সুন্দর কবিতা..................।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!

শুভ কামনা রইলো।

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

জলপরী১৮ বলেছেন: ধন্যবাদ শোভন ভাইয়া।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

মরে যওয়া স্বপ্ন বলেছেন: পুরাই মাথা নষ্ট

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

জলপরী১৮ বলেছেন: :) ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.