![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
কর্পূরের মতন
হাওয়ায় ভাসিয়েছি-
তোমার অবহেলিত
দৃশ্যালোক;
খানিক বাদের ঠোঁট
রাঙিয়ে,
সুখের নাচন নাচতে
গ্যাছি রঙ্গালয়ে!
ভুলে গ্যাছি-
সব ভুলে গ্যাছি-
যেভাবে রোদ ভুলে যায়
একটু আগে শিশির
জমেছিল ঘাসে!
তবুও দিন আসে-
নতুন স্বপ্নে ভাসে-
নামহীন কোন
রূপোলী মেয়ে।।
২| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে আমাদের অহংবোধ কিছু কিছু জায়গায় মাটিতে লুটায়িত হয় !
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৩
বেলা শেষে বলেছেন: "সুখের নাচন নাচতে
গ্যাছি রঙ্গালয়ে"!
...& i am so follisch....i am dancing life Long....
...Apumoni Salam & Respect to you....
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ইখতামিন বলেছেন:
বেশ সুন্দর