![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
তুমি সকলের
তুমি সবার,
তুমি শুধু আমার নও।
সকলে তোমাকে পূঁজি করে
কবিতা লিখুক,
গান বাঁধুক,
বেহালার ঝংকারে জপিত হোক
তোমার রচিত জীবন।
তোমার নামের শেষ পদবীটিতে ভাগ বসাক।
হয়ে উঠুক মিসেস মৈত্র
কিংবা মৈত্র দেবী
"অমলা মৈত্রের" পদবী থেকে আজ মুক্তি নিলাম।
এখন আমি শুধুই-
মৃণালীনি
ভবতারিনী
কখনও কাদম্বরী
কখনও বসন্তমন্জুরীর শুধুই বাসি
আমি হাড়কাটা গলির সামান্য বাসি।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
একজন আরমান বলেছেন:
তোমার নামের শেষ পদবীটিতে ভাগ বসাক।
হয়ে উঠুক মিসেস মৈত্র
কিংবা মৈত্র দেবী
"অমলা মৈত্রের" পদবী থেকে আজ মুক্তি নিলাম।
সিমপ্লি অসাম।
অনেক দিন পর !