![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
পাখি,
আমার একলা রাতের পাখি,
কেমন আছিস তুই আমি ছাড়া, আমাকে ছাড়া?
এমন জীবন'ই তো চেয়েছিলি একদিন।
এমন আমিহীন রূপোলি ভোর, সোনালি সন্ধ্যা!
আজ তোকে তাই দিয়েছি।
একটা স্তব্ধ জোছনা ভরা রাত দিয়েছি।
চাইলেই একলা জ্যোত্স্না ছূঁতে পারিস।
হাস্নুহেনায় একা মাতাল হতে পারিস।
আর কেউ ভাগ বসাবেনা মাতাল বারান্দার একফালি জোছনার আলোয়!
আর কেউ তোর ঘুমহীন ক্লান্ত চোখের ভাগ নেবে না।
চোখের নিচের কালো দিয়ে আর কখনো দুঃখ লিখবেনা অবহেলিত মেয়েটি।
তুই তো তাই চেয়েছিলি পাখি!
তবে এখন কেন চাতকের বেশে ঘুরে বেড়াস এ'পথ থেকে ও'পথে?
এখন কেন এত নিশ্চুপ হয়ে গেছিস?
এখন কেন হাসির আড়ালে কান্না লুকাস,
করিস ঘুমহীন রাত্রি যাপন?
পাখি,
আমার একলা পাখি,
তুই ভালো থাকিস।
তোর ঘুমহীন রাতেরা পূর্ণ যুবতী হোক
এক আকাশ ঘুম নিয়ে।
তোর জোছনা চন্দ্রাবতী হোক
পূর্ণিমায় আলোয়।
শুধু তোর হারিয়ে যাওয়া পরীটি
নিরবে আকাশের এক কোণে
তারা হয়ে চুপিচুপি জ্বলে থাকুক।
তোকে দেখতে পাক আমৃত্যু।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
জলপরী১৮ বলেছেন: onek donnobad vaiya......
২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
পেন্সিল চোর বলেছেন: ভালো লিখেছেন... পেন্সিল চোরের ভালো লাগলো।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
জলপরী১৮ বলেছেন: thank u.....
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
চিরতার রস বলেছেন: ভাল লাগলো। দুঃখবাদ ভুলে আশাবাদী হওয়ার চেষ্টা করুন। জীবনে অনেক কিছুই পাওয়ার আছে। শুধু খুঁজে নিতে হবে।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬
জলপরী১৮ বলেছেন:
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !
খুব নিরীহ কয়েকটা বানান ভুল আছে , এগুলো পাঠে কিঞ্ছিত বিঘ্ন ঘটিয়েছে !
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
জলপরী১৮ বলেছেন: tnx vaiya..by ami bujhte paschina kongulo!
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২
জলপরী১৮ বলেছেন: apnakeo dhonnobad vaiya....
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩
জলপরী১৮ বলেছেন: thnx...
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: হাস্নুহেনায়
হাস্নাহেনায় !
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
জলপরী১৮ বলেছেন: hi hi..ota to ecchakrito!! tnx a Lott vaiyata...
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০
মায়াবী ছায়া বলেছেন: বাহ্
বেশ সুন্দর ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
জলপরী১৮ বলেছেন: thank u...api na vaiya bujhte paschina to?
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
কবিতাটা সুন্দর হৈসে পরী।
শুভসকাল ||
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০
জলপরী১৮ বলেছেন: onek dhonnobad vaiyata.. suvo sokal...
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
ইখতামিন বলেছেন:
পুরো কবিতাই ভালো লেগেছে।
নিচের চার লাইন একটু বেশি ভালো লেগেছে -
আমার একলা পাখি,
তুই ভালো থাকিস।
তোর ঘুমহীন রাতেরা পূর্ণ যুবতী হোক
এক আকাশ ঘুম নিয়ে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
জলপরী১৮ বলেছেন: onek onek onnek dhonnobad vaiyata..
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
একলা ফড়িং বলেছেন: শুধু তোর হারিয়ে যাওয়া পরীটি
নিরবে আকাশের এক কোণে
তারা হয়ে চুপিচুপি জ্বলে থাকুক...
পরীর এতো অভিমান কিসের??
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪
অপ্রচলিত বলেছেন: আর কেউ তোর ঘুমহীন ক্লান্ত চোখের ভাগ নেবে না। চোখের নিচের কালো দিয়ে আর কখনো দুঃখ লিখবেনা কোন মেয়ে। তুই তো তাই চেয়েছিলি পাখি! তবে এখন কেন চাতকের বেশে ঘুরে বেড়াস এ'পথ থেকে ও'পথে? এখন কেন এত নিশ্চুপ হয়ে গেছিস? এখন কেন হাসির আড়ালে কান্না লুকাস, করিস ঘুমহীন রাত্রি যাপন? পাখি,
আমার একলা পাখি,
তুই ভালো থাকিস।
অনেক অভিমানে ভরা একটি আবেগী বিষাদময় লেখা। মন ছুঁয়ে গেল আবেগগুলো। দুঃখকষ্টগুলোর উপশম হোক, এই কামনায়।
ভালো থাকবেন।
শুভ কামনা নিরন্তর।