নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবনীলকণ্ঠি

এইবার এসো, সাতরঙা রঙধনুর সিঁড়ি বেয়ে- পলকে হারিয়ে যাই সোনালী ডাঙায়। লক্ষকুটি বছর কাটিয়ে দেই- ভালোবাসায় ভালোবাসায়।। ২২/০২/২০১৪ পরী

জলপরী১৮

এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪

জলপরী১৮ › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদ নাকি ভালোবাসা

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

একদিন তো সব শেষ হবার কথাই ছিল

দিগন্ত থেকে দিগন্তে একদিন আর

কোথাও খূঁজে পাওয়া যাবেনা আমার অবয়ব

উত্তরী হাওয়া আর কখনো ফিরবে না

আমার শরীরী সুভাব নিয়ে।



কিংবা তোর দুয়ারের ভোরের শিশিরে

লেগে থাকবেনা

আমার চরনের অবাঞ্চিত ধুলো।

একদিন এমনি তো হবার কথা ছিল, বল?



শিউলি ফুলের মোহ ভুলে

একদিন তোর বকুল ভালোবেসে

বক্ষে জড়াবার কথাই ছিল।

আমি বিহীন শুন্য আসনে

অন্য কারো দখল নেবার কথা ছিল,

ছিল না কি বল?



অথচ দ্যাখ-

তোর পায়ের ধুলো

আজো

আমার সীঁথিতে

সিঁদূর হয়ে খেলা করে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

অপ্রচলিত বলেছেন: ভালোই, তবে আপনার অন্যান্য কবিতার মত অতটা ভালো নয়।
অকপট স্বীকারোক্তির জন্য ক্ষমাপ্রার্থী।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

ইখতামিন বলেছেন:
সুন্দর

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.