![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যদি হয় ভালোবাসা- তবে তোমার নাম হোক দীর্ঘশ্বাস, অন্ধকারের নাম নষ্ট অতীত! জীবনের নাম বদলে হোক সেচ্ছা মৃত্যু; মরনকে বলি মুক্তি!! ০৯/০৩/২০১৪
অবনীলকন্ঠিটা,
শুনছো কি?
তোমাকেই বলছি।
সফেদ কোলবালিশে বুঝি
ঘুমের আবেশে মুখ লুকাচ্ছো?
আমি খুউব দেখতে পাচ্ছি
তোমার মোহময় আঁখি দুটি এখন
শেষ বিকেলের মতই লাল।
পাগল একটা, আর একটু জেগে থাকলে কি হয়?
একটা গল্প বলি শোন-
সন্ধ্যের আকাশে শেষ গাঙচিলটা যখন
রোদের গন্ধ ঝেড়ে ফেলছিল ক্লান্তিতে?
যখন জোনাক জ্বলা রাত্রিতে
প্রেয়সীর বুকে মুখ গুজছিল আবেশে?
সেই সময়টায় তোমার উত্তাপ খোঁজে
নামহীন এক মেয়ে।
কস্তুরী ঘ্রাণ ভুলে দারুচিনির সুভাস বড্ড মিস করে।
এক সময়,
সন্ধ্যে শেষে রাত্রি নামে
ডাহুকের ডাক'ও নিশ্চুপ হয়,
ঘুমপরীরা আর জেগে থাকতে না পেরে
ঘুমিয়ে পড়ে আলগোছে।
মেয়েটি তখনো জেগে থাকে
জানালার পর্দা গলে
রিনরিন করে বাজতে থাকে-
মনোহরিনী গান,
"হয়তো কিছুই নাহি পাবো
তবুও তোমায় আমি
দূর থেকে ভালোবেসে যাবো।"
এই যে দ্যাখো-
মেয়েটি এখনো তোমাকে ভেবেই জেগে আছে।
তোমাকে ভেবেই গান বাঁধে,গল্প লেখে।
অবনীলকন্ঠিটা,
তুমি সবি শুনছো আমি জানি-
আমার ডাক অপরিচিত কোন শহরের
তোমার জানালাটা ঠিক চিনে নেয়।
তোমাকে জাগিয়ে তোলে।
ভোরের শিশির যেমন আধফোঁটা কলিকে জাগায়?
ঠিক সেইভাবে তোমার ভেতরটা জেগে উঠে।
তুমি আমার গন্ধ পাও, স্পর্শ পাও।
কোন একটি মেয়ের
শিতল দুটি হাত তোমার কপল ছূঁয়ে
ফের মিলিয়ে যায়
দূর, বহুদূর দেশে।
তোমার আঁখিপল্লব দুটি তখন কেমন হয়-
আমি কিন্তু জানি,
বেশ জানি,
সেই চোখ, সেই চাহুনি হয়-
নিস্পলক, নিরব, নিথর
ঝরা স্বপ্নহীন দু'জোড়া ভেঁজা পালক।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
ইখতামিন বলেছেন: অবনীলকণ্ঠিটা
ঘুমকন্ঠিটা
নীলকণ্ঠিটা
ঘুমকুমারীটা
তোমার আঁখিপল্লব দুটি তখন কেমন হয়-
আমি কিন্তু জানি,
বেশ জানি,
সেই চোখ, সেই চাহুনি হয়-
নিস্পলক, নিরব, নিথর
ঝরা স্বপ্নহীন দু'জোড়া ভেঁজা পালক।
অসাধারণ